ETV Bharat / state

রেশন ও কোরোনা নিয়ে বারাসতে পোস্টার CPI(M) - এর

লকডাউনের মধ্যে এবার রেশন ও কোরোনা নিয়ে এবার পোস্টার সাঁটাল CPI(M) ৷ এরকমই একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক পোস্টার সাঁটাল CPI(M) ।

CPI(M) spread poster amid lockdown on corona and ration issue
রেশন ও কোরোনা নিয়ে বারাসতে পোস্টার CPI(M) - এর
author img

By

Published : Apr 19, 2020, 10:18 PM IST

বারাসত, 19 এপ্রিল : লকডাউনের মধ্যে এবার রেশন ও কোরোনা নিয়ে এবার পোস্টার সাঁটাল CPI(M) ৷ এরকমই একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক পোস্টার সাঁটাল CPI(M) । বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা । কোনও পোস্টার সাঁটানো হয়েছে লাইটপোস্টে । আবার কোনওটা সাঁটানো হয়েছে রাস্তার পাশের দেওয়ালে । গোটা ওয়ার্ড জুড়ে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে । ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ।

CPI(M) পোস্টারকে হাতিয়ার করে যখন নিশানা করছে রাজ্য সরকারকে, তখন বিষয়টি মোটেই ভালোচোখে দেখছে না শাসক শিবির । CPI(M) - এর বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলছে তাঁরা ।

লকডাউনে সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দিতে রেশন ব্যবস্থা সচলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে খাদ্যদপ্তর গরিব নিম্নবিত্ত মানুষের কাছে পরিবার পিছু 5 কেজি চাল,ডাল ও আটা পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে । রেশন ব্যবস্থার মাধ্যমে সেই সামগ্রী তুলে দেওয়া হচ্ছে । তবে, এই রেশন সামগ্রী নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে । কখনও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ । আবার কখনও উঠেছে সেই সামগ্রী পাচারের অভিযোগ । বারাসতেও এমন অভিযোগে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাজেয়াপ্ত হয়েছে প্রচুর রেশন সামগ্রীও । বিষয়টি জানতে পেরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । সরিয়ে দেওয়া হয় খাদ্যদপ্তরের প্রধান সচিবকেও । এরপরও, রেশন বিক্ষোভ অব্যাহত । আবার কোরোনার পরীক্ষা ও মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো ।

গতকালই এর বিরুদ্ধে কলকাতার রাজপথে পোস্টার হাতে নিয়ে আন্দোলন নামতে দেখা গিয়েছিল বাম দলগুলোর শীর্ষ নেতাদের । তবে,বারাসতে রাস্তায় নেমে CPI(M) - কে আন্দোলন করতে দেখা না গেলেও পোস্টার সাঁটিয়ে রেশন ও কোরোনা নিয়ে সোচ্চার হলেন তাঁরা । পোস্টারে কোথাও রেশনের দুর্নীতি, কালোবাজারি ও পাচার বন্ধ করে গরির মানুষের কাছে মাসে 35 কেজি চাল তুলে দেওয়ার কথা বলা হয়েছে । আবার কোনও পোস্টারে কোরোনা সংক্রান্ত তথ্য গোপন, কিট থাকা সত্ত্বে রাজ্যে কেন কোরোনার পরীক্ষা করা হচ্ছে না, সেকথাও তুলে ধরা হয়েছে । সেই সঙ্গে পোস্টারে পরামর্শ দেওয়া হয়েছে, কোরোনা রুখতে গেলে একমাত্র উপায় টেস্ট , টেস্ট আরও টেস্ট । 22 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লী,মধু মুরলি, ঘোলা রোড,নদীভাগ,বাঁকিরহাটা প্রভৃতি অঞ্চলে এমনই পোস্টারে ছয়লাপ হয়ে গেছে । এদিকে,লকডাউনের মধ্যে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

আজ পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, " কোরোনা সংক্রমণ রুখতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । আবার লকডাউনে গরির মানুষের যাতে খাদ্যের কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থাও রেশনের মাধ্যমে করেছেন তিনি । CPI(M) - এর কাজ শুধু মুখ্যমন্ত্রী ও সরকারের সমালোচনা করা । এই বিপদের দিনেও ওঁরা রাজনীতি করতে ব্যস্ত । সেটা পোস্টার সাঁটিয়েই CPI(M) প্রমাণ করে দিল ৷ " অন্যদিকে, পৌরপ্রধানের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন CPI(M) নেতা সুদীপ্ত দাসও । তিনি বলেন ," সত্যি কথা বললেই রাজনীতি করা । তৃণমূলের আমলে কেউ কোনও কথা বলতে পারবে না । রেশন থেকে কোরোনা সবকিছুতেই একটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে । আমরা এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই । সেই জন্যই পোস্টারে কিছু দাবি তুলে ধরা হয়েছে ৷ "

বারাসত, 19 এপ্রিল : লকডাউনের মধ্যে এবার রেশন ও কোরোনা নিয়ে এবার পোস্টার সাঁটাল CPI(M) ৷ এরকমই একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক পোস্টার সাঁটাল CPI(M) । বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা । কোনও পোস্টার সাঁটানো হয়েছে লাইটপোস্টে । আবার কোনওটা সাঁটানো হয়েছে রাস্তার পাশের দেওয়ালে । গোটা ওয়ার্ড জুড়ে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে । ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ।

CPI(M) পোস্টারকে হাতিয়ার করে যখন নিশানা করছে রাজ্য সরকারকে, তখন বিষয়টি মোটেই ভালোচোখে দেখছে না শাসক শিবির । CPI(M) - এর বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলছে তাঁরা ।

লকডাউনে সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দিতে রেশন ব্যবস্থা সচলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে খাদ্যদপ্তর গরিব নিম্নবিত্ত মানুষের কাছে পরিবার পিছু 5 কেজি চাল,ডাল ও আটা পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে । রেশন ব্যবস্থার মাধ্যমে সেই সামগ্রী তুলে দেওয়া হচ্ছে । তবে, এই রেশন সামগ্রী নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে । কখনও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ । আবার কখনও উঠেছে সেই সামগ্রী পাচারের অভিযোগ । বারাসতেও এমন অভিযোগে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাজেয়াপ্ত হয়েছে প্রচুর রেশন সামগ্রীও । বিষয়টি জানতে পেরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । সরিয়ে দেওয়া হয় খাদ্যদপ্তরের প্রধান সচিবকেও । এরপরও, রেশন বিক্ষোভ অব্যাহত । আবার কোরোনার পরীক্ষা ও মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো ।

গতকালই এর বিরুদ্ধে কলকাতার রাজপথে পোস্টার হাতে নিয়ে আন্দোলন নামতে দেখা গিয়েছিল বাম দলগুলোর শীর্ষ নেতাদের । তবে,বারাসতে রাস্তায় নেমে CPI(M) - কে আন্দোলন করতে দেখা না গেলেও পোস্টার সাঁটিয়ে রেশন ও কোরোনা নিয়ে সোচ্চার হলেন তাঁরা । পোস্টারে কোথাও রেশনের দুর্নীতি, কালোবাজারি ও পাচার বন্ধ করে গরির মানুষের কাছে মাসে 35 কেজি চাল তুলে দেওয়ার কথা বলা হয়েছে । আবার কোনও পোস্টারে কোরোনা সংক্রান্ত তথ্য গোপন, কিট থাকা সত্ত্বে রাজ্যে কেন কোরোনার পরীক্ষা করা হচ্ছে না, সেকথাও তুলে ধরা হয়েছে । সেই সঙ্গে পোস্টারে পরামর্শ দেওয়া হয়েছে, কোরোনা রুখতে গেলে একমাত্র উপায় টেস্ট , টেস্ট আরও টেস্ট । 22 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লী,মধু মুরলি, ঘোলা রোড,নদীভাগ,বাঁকিরহাটা প্রভৃতি অঞ্চলে এমনই পোস্টারে ছয়লাপ হয়ে গেছে । এদিকে,লকডাউনের মধ্যে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

আজ পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, " কোরোনা সংক্রমণ রুখতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । আবার লকডাউনে গরির মানুষের যাতে খাদ্যের কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থাও রেশনের মাধ্যমে করেছেন তিনি । CPI(M) - এর কাজ শুধু মুখ্যমন্ত্রী ও সরকারের সমালোচনা করা । এই বিপদের দিনেও ওঁরা রাজনীতি করতে ব্যস্ত । সেটা পোস্টার সাঁটিয়েই CPI(M) প্রমাণ করে দিল ৷ " অন্যদিকে, পৌরপ্রধানের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন CPI(M) নেতা সুদীপ্ত দাসও । তিনি বলেন ," সত্যি কথা বললেই রাজনীতি করা । তৃণমূলের আমলে কেউ কোনও কথা বলতে পারবে না । রেশন থেকে কোরোনা সবকিছুতেই একটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে । আমরা এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই । সেই জন্যই পোস্টারে কিছু দাবি তুলে ধরা হয়েছে ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.