ETV Bharat / state

বিষ খেয়ে, গলা টিপে একে-অপরকে খুনের চেষ্টা; মৃত্যু কিশোরীর - love

বিয়ের প্রস্তাব মেনে নেবে না পরিবার। তাই, দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিষও খায়। পরে দু'জনে দু'জনের গলা টিপে ধরে। কিশোরীর মৃত্যু হলেও তার প্রেমিক প্রাণে বেঁচে যায়। ঘটনাটি বাগদার।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 7, 2019, 7:50 AM IST

বাগদা, ৭ ফেব্রুয়ারি : বিয়ের প্রস্তাব মেনে নেবে না পরিবার। তাই, দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিষও খায়। পরে দু'জনে দু'জনের গলা টিপে ধরে। কিশোরীর মৃত্যু হলেও তার প্রেমিক প্রাণে বেঁচে যায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। প্রতিবেশীরা ধরে ফেলে। যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।

যুবকের বাড়ি স্থানীয় আমকুড়া গ্রামে। মৃত কিশোরী স্থানীয় আমডোব উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী। সম্প্রতি বাগদা থানার আমকুড়া গ্রামের ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। স্থানীয়রা জানিয়েছে, সোমবার এলাকার একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে ঘুরতেও দেখা যায়। মঙ্গলবার সকালে কিশোরীর মা চাষের কাজ দেখতে যান। সেই সুযোগে ঘরে ঢোকে প্রেমিক। সে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাতে পরিবারের লোকজন মানবে না বলে জানিয়ে দেয়। কিশোরীর মা দুপুরে মাঠের কাজ সেরে বাড়ি ফিরলে খাটের তলায় লুকিয়ে পড়ে যুবক।

দুপুরের পর ফের তিনি কাজে বেরিয়ে যান। সেই সময় নিজেদের ভালোবাসা বাঁচিয়ে রাখতে দু'জনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। স্থানীয় এক যুবতির কথায়, "দু'জনেই একসঙ্গে বিষ খায়। কিন্তু তাতে মৃত্যু না-হওয়ায় ফের দু'জন পরস্পরকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। কিশোরীর মৃত্যু হয়। ঘটনার পর ওই যুবক ঘর থেকে বেরিয়ে মুখে গামছা জড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা তাকে দেখে ফেলে।

undefined

এই বিষয়ে কিশোরীর মা বলেন, "ঘরে ঢুকে দেখি মেয়ের দেহ খাটের উপর পড়ে রয়েছে।" খবর পেয়ে গ্রামে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যুবকের অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে আনা হয়।

ফাঁকা ঘরের সুযোগ নিয়ে যুবক তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে বলে বাগদা থানায় অভিযোগ করেছেন কিশোরীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যৌন নির্যাতন করা হয়নি কিশোরীকে। ঘটনার তদন্ত চলছে।

বাগদা, ৭ ফেব্রুয়ারি : বিয়ের প্রস্তাব মেনে নেবে না পরিবার। তাই, দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিষও খায়। পরে দু'জনে দু'জনের গলা টিপে ধরে। কিশোরীর মৃত্যু হলেও তার প্রেমিক প্রাণে বেঁচে যায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। প্রতিবেশীরা ধরে ফেলে। যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।

যুবকের বাড়ি স্থানীয় আমকুড়া গ্রামে। মৃত কিশোরী স্থানীয় আমডোব উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী। সম্প্রতি বাগদা থানার আমকুড়া গ্রামের ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। স্থানীয়রা জানিয়েছে, সোমবার এলাকার একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে ঘুরতেও দেখা যায়। মঙ্গলবার সকালে কিশোরীর মা চাষের কাজ দেখতে যান। সেই সুযোগে ঘরে ঢোকে প্রেমিক। সে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাতে পরিবারের লোকজন মানবে না বলে জানিয়ে দেয়। কিশোরীর মা দুপুরে মাঠের কাজ সেরে বাড়ি ফিরলে খাটের তলায় লুকিয়ে পড়ে যুবক।

দুপুরের পর ফের তিনি কাজে বেরিয়ে যান। সেই সময় নিজেদের ভালোবাসা বাঁচিয়ে রাখতে দু'জনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। স্থানীয় এক যুবতির কথায়, "দু'জনেই একসঙ্গে বিষ খায়। কিন্তু তাতে মৃত্যু না-হওয়ায় ফের দু'জন পরস্পরকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। কিশোরীর মৃত্যু হয়। ঘটনার পর ওই যুবক ঘর থেকে বেরিয়ে মুখে গামছা জড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা তাকে দেখে ফেলে।

undefined

এই বিষয়ে কিশোরীর মা বলেন, "ঘরে ঢুকে দেখি মেয়ের দেহ খাটের উপর পড়ে রয়েছে।" খবর পেয়ে গ্রামে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যুবকের অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে আনা হয়।

ফাঁকা ঘরের সুযোগ নিয়ে যুবক তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে বলে বাগদা থানায় অভিযোগ করেছেন কিশোরীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যৌন নির্যাতন করা হয়নি কিশোরীকে। ঘটনার তদন্ত চলছে।

SHOTLIST:
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
ASSOCIATED PRESS
Archive: Los Angeles, 24 November 2013
1. Medium of R. Kelly greeting reporter on arrivals line
2. SOUNDBITE (English) R. Kelly, recording artist - on performing with Lady Gaga at AMAs:
"It's an honor to be here performing on the stage with her first of all, for the second time. It's just unbelievable. I feel like I met my match."
ASSOCIATED PRESS
Archive: Johannesburg, 19 June 2009
++4:3 MATERIAL++
3. Medium shot arrival of R. Kelly at Johannesburg airport, waving to the crowd
4. Close up of R. Kelly surrounded by security and waving to his fans
5. Wide shot R. Kelly standing and singing his song "I Believe I Can Fly" at press conference
ASSOCIATED PRESS
Archive: Chicago, 9 May 2008
++4:3 MATERIAL++
6. Medium shot R. Kelly entering court
ASSOCIATED PRESS
Archive: Chicago, 13 June 2008
++4:3 MATERIAL++
7. R. Kelly leaving courthouse with bodyguards
STORYLINE:
R. KELLY SAYS HE'D TOUR INTERNATIONALLY, THEN DELETES POST
R. Kelly said Tuesday (05 FEB. 2019)  he is planning an international tour, but an Australian lawmaker wants the country to bar him from performing there if the concert plan goes forward.
The embattled musician announced on social media Tuesday that he'll be going to Australia, New Zealand and Sri Lanka, but the tweet was later deleted.
``See y'all soon'' the post said, accompanied by a picture of Kelly and the declaration ``The King of R&B.'' No dates or venues were revealed.
The tour tweet was deleted following a backlash from Twitter users who urged fans not to buy concert tickets and criticized the announcement, pointing out the irony that ``R. Kelly is going on tour instead of jail.'' No new criminal charges have been filed against Kelly since the most recent alleged sexual misconduct was brought to light. Several previous cases have been settled out of court. In 2008, he was found not guilty in a trial on child pornography charges.
Kelly's career has been stifled since a (hash)MuteRKelly campaign gained momentum last year to protest his alleged sexual abuse of women and girls, which Kelly denies. Lifetime's documentary series ``Surviving R. Kelly'' last month drew even more attention to the allegations, and his record label has reportedly dropped him.
Australia has denied entry to other foreigners on character grounds, among them troubled R&B singer Chris Brown, convicted classified document leaker Chelsea Manning, anti-vaxxer Kent Heckenlively and Gavin McInnes, founder of the all-male far-right group Proud Boys.
``If the Immigration Minister suspects that a non-citizen does not pass the character test, or there is a risk to the community while they are in Australia, he should use the powers he has under the Migration Act to deny or cancel their visa,'' senior opposition lawmaker Shayne Neumann said in a statement.
Australia's Home Affairs Department said it did not comment on individual cases. But the department said in a statement there were strong legal provisions to block entry to anyone ``found not to be of good character.''
Kelly is a multiplatinum R&B star who has not only notched multiple hits for himself, but also many high-profile performers.
In the United States two radio stations in North Carolina's largest city have dropped Kelly from their playlists.
WBTV in Charlotte reports WOSF-FM operations manager Jeff Anderson said he doesn't think it's in the best interest of the station to play Kelly's songs, based on the sexual abuse accusations made against the musician and the controversy surrounding them.
Anderson also said he believes the combination of the documentary series and the country's climate relative to women's issues has created a greater awareness for people to take a stand.
WBAV-FM in Charlotte also announced it will no longer play Kelly's songs.
Kelly denies the allegations against him.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.