ETV Bharat / state

গ্রেপ্তার হালিশহর পৌরসভার কাউন্সিলর, পরে জামিনে মুক্ত

হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেবাশিস দত্ত । লোকসভা নির্বাচনের পর তিনি BJP-তে যোগদান করেন । অন্যদিকে, নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন গণেশ দাসও । পরে তিনি BJP-তে যোগদান করেন ।

দেবাশিস দত্ত
author img

By

Published : Aug 17, 2019, 8:03 PM IST

হালিশহর, 17 অগাস্ট : অবরোধে শামিল হওয়ায় গ্রেপ্তার হালিশহর পৌরসভার কাউন্সিলর দেবাশিস দত্ত ওরফে রাজা দত্ত । তিনি নৈহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তারির প্রতিবাদে অবরোধে শামিল হয়েছিলেন । ধৃত দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন ।

হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেবাশিস দত্ত । লোকসভা নির্বাচনের পর তিনি BJP-তে যোগদান করেন । অন্যদিকে, নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন গণেশ দাসও । পরে তিনি BJP-তে যোগদান করেন । গতকাল নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকায় তৃণমূল ও BJP-র সংঘর্ষে জখম হয় দুই জন । এই ঘটনায় পুলিশ গণেশ দাসকে গ্রেপ্তার করে । এরপরই পথ অবরোধ করে দফায় দফায় প্রতিবাদ করেন BJP-র কর্মীরা । দেবাশিস দত্তও ঘোষপাড়া রোডের কোনাকলোনি মোড় অবরোধ করেন । এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন । পাশাপাশি গণেশ দাসকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

হালিশহর, 17 অগাস্ট : অবরোধে শামিল হওয়ায় গ্রেপ্তার হালিশহর পৌরসভার কাউন্সিলর দেবাশিস দত্ত ওরফে রাজা দত্ত । তিনি নৈহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তারির প্রতিবাদে অবরোধে শামিল হয়েছিলেন । ধৃত দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন ।

হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেবাশিস দত্ত । লোকসভা নির্বাচনের পর তিনি BJP-তে যোগদান করেন । অন্যদিকে, নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন গণেশ দাসও । পরে তিনি BJP-তে যোগদান করেন । গতকাল নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকায় তৃণমূল ও BJP-র সংঘর্ষে জখম হয় দুই জন । এই ঘটনায় পুলিশ গণেশ দাসকে গ্রেপ্তার করে । এরপরই পথ অবরোধ করে দফায় দফায় প্রতিবাদ করেন BJP-র কর্মীরা । দেবাশিস দত্তও ঘোষপাড়া রোডের কোনাকলোনি মোড় অবরোধ করেন । এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবাশিস দত্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন । পাশাপাশি গণেশ দাসকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

Intro:।হালিশহর পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার Body:গতকাল নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকায় মদ্যপ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও বিজেপি এই দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হয় দুজন এই ঘটনায় নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গনেশ দাস কে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ তৃণমূল কাউন্সিলর হিসেবে নির্বাচিত পুর প্রতিনিধি। পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করার পর বিজেপিতে যোগদান করেন তিনি। গতকালের ঘটনার জেরে এই বিজেপি কাউন্সিলর গনেশ দাস কে গ্রেপ্তার করার প্রতিবাদে আজ দিনভল উত্তাল হয়ে ওঠে গোটা নৈহাটি এলাকা। দফায় দফায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেই রকমই গনেশ দাস কে গ্রেপ্তার করার প্রতিবাদে হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবাশিষ দত্ত ওরফে রাজা দত্ত ঘোষপাড়া রোড এর ওপর কোনাকলোনী মোড় অবরোধ করে। এই অবরোধ করার জন্য দেবাশিষ দত্ত কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।এই দেবাশিষ দত্ত হালিশহর পৌরসভার তৃণমূলের কাউন্সিলর ও উপ পৌরপ্রধান ছিলেন। পরবর্তীকালে তিনিও ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।Conclusion:আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.