ETV Bharat / state

কোরোনা : অশোকনগরের দুই যুবককে পাঠানো হল বেলেঘাটা আইডিতে - coronavirus symptoms

বুধবার মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফেরে অশোকনগরের দুই যুবক ৷ শারীরিক অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান । তাঁদের শরীরে কোরোনা ভাইরাসের কিছু লক্ষণ দেখা যায় । তারপরই তাঁদের পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে ।

Corona Suspected
Corona Suspected
author img

By

Published : Mar 20, 2020, 11:58 AM IST

অশোকনগর, 20 মার্চ : কোরোনা আতঙ্ক এবার উত্তর 24 পরগনার অশোকনগরে৷ কোরোনা আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে । জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরেছে ওই দুই যুবক৷ তাঁদের শরীরে জ্বর না থাকলেও সর্দি, কাশি ও গলাবেথা আছে । তাঁদের মধ্যে একজনের বাড়ি অশোকনগর থানার গুমা এলাকায় । অন্যজন সেনডাঙার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফেরা ওই দুই যুবক শারীরিক অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান । তাঁদের শরীরে কোরোনা ভাইরাসের কিছু লক্ষণ দেখা যায় । তারপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দু'জনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করে । হাসপাতালের সুপার সোমনাথ মণ্ডল জানান, "তাঁদের মধ্যে কিছু লক্ষণ দেখা গিয়েছে । তাই পরীক্ষার জন্য তাঁদের আইডি হাসপাতালে পাঠানো হয়েছে । তবে তাঁদের শরীরে জ্বর ছিল না । তাঁদের অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে ।"

এই বিষয়ে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, "আমরা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি । আমাদের দুটো পার্ক সংহতি ও মিলেনিয়াম সায়েন্স পার্ক বন্ধ করে দিয়েছি । সেই সঙ্গে আজ থেকে এলাকায় সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে । পাশাপাশি মাক্স, সেনিটাইজ়ার ব্যবহারের জন্যও প্রচার চালানো হবে । স্থানীয় বিভিন্ন ক্লাব ও স্কুলগুলিকে নিয়ে আমরা বৈঠক করেছি । কোরোনার সংক্রমণ রুখতে আমরা সবরকম সতর্কতা জারি রেখেছি ।"

অশোকনগরের দুই যুবককে পাঠানো হল বেলেঘাটা আইডিতে

অশোকনগর, 20 মার্চ : কোরোনা আতঙ্ক এবার উত্তর 24 পরগনার অশোকনগরে৷ কোরোনা আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে । জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরেছে ওই দুই যুবক৷ তাঁদের শরীরে জ্বর না থাকলেও সর্দি, কাশি ও গলাবেথা আছে । তাঁদের মধ্যে একজনের বাড়ি অশোকনগর থানার গুমা এলাকায় । অন্যজন সেনডাঙার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফেরা ওই দুই যুবক শারীরিক অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান । তাঁদের শরীরে কোরোনা ভাইরাসের কিছু লক্ষণ দেখা যায় । তারপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দু'জনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করে । হাসপাতালের সুপার সোমনাথ মণ্ডল জানান, "তাঁদের মধ্যে কিছু লক্ষণ দেখা গিয়েছে । তাই পরীক্ষার জন্য তাঁদের আইডি হাসপাতালে পাঠানো হয়েছে । তবে তাঁদের শরীরে জ্বর ছিল না । তাঁদের অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে ।"

এই বিষয়ে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, "আমরা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি । আমাদের দুটো পার্ক সংহতি ও মিলেনিয়াম সায়েন্স পার্ক বন্ধ করে দিয়েছি । সেই সঙ্গে আজ থেকে এলাকায় সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে । পাশাপাশি মাক্স, সেনিটাইজ়ার ব্যবহারের জন্যও প্রচার চালানো হবে । স্থানীয় বিভিন্ন ক্লাব ও স্কুলগুলিকে নিয়ে আমরা বৈঠক করেছি । কোরোনার সংক্রমণ রুখতে আমরা সবরকম সতর্কতা জারি রেখেছি ।"

অশোকনগরের দুই যুবককে পাঠানো হল বেলেঘাটা আইডিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.