বারাসত, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে নানাভাবে সচেতন করা হচ্ছে মানুষজনকে। কখনও পথে নেমে গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছে পুলিশ । কখনও বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে নানা নাটক বা পথনাটিকার মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে । এবার বারাসতের পথে নামলেন লোকশিল্পীর দল । এলাকা এলাকায় ঘুরে কোরোনা ও লকডাউন নিয়ে সচেতনতার পাঠ দিলেন লোকজনকে ।
আজ দেবব্রত নাথ নামে এক লোকশিল্পী বারাসতের একাধিক বাজারে গান গেয়ে লকডাউন নিয়ে সচেতনতার বার্তা দিলেন। দেবব্রত পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের তালিকাভুক্ত লোকসংগীতশিল্পী। অন্যসময় গান গেয়ে সরকারি নানা প্রকল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তিনি। কিন্তু লকডাউনের জেরে তা আজ বন্ধ।
তাই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার টানে দুই সহশিল্পীকে সঙ্গে নিয়ে আজ বারাসতের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি । একটি রিকশায় তবলা-হারমোনিয়াম নিয়ে শহরের নানা এলাকা ঘুরে বেড়ান । গান গেয়ে মানুষজনকে তাঁর বার্তা, কেউ যেন বাজারে ভিড় না করে । সামাজিক দূরত্ব বজায় রাখে । সবাই যেন লকডাউন মেনে চলে। তাঁর গানের সুরে সাড়া দিয়েছেন বারাসতবাসীও ।