ভাটপাড়া, 20 জুন : লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । কখনও দুষ্কৃতীদের বোমা, আবার কখনও গুলিতে মৃত্যু । আর আজ থানা উদ্বোধনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা । একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া । তাই এখন রীতিমতো আতঙ্কে স্থানীয় থেকে শুরু করে জীবিকার প্রয়োজনে এলাকায় আসা মানুষ । তাঁদের এখন একটাই আবেদন, শান্তি ফিরুক ভাটপাড়ায় ।
ভাটপাড়ার জুটমিল শ্রমিক ইকবাল । তিনি বলেন, "এখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ । বোমা পড়ছে, গুলি চলছে । আমরা গরিব মানুষ । কাজ করতে পারছি না । বেকার হয়ে গেছি আমরা । "
ভাটপাড়ায় রোজ চাকরি সূত্রে আসেন পায়েল বর্মণ । কিন্তু এখন কর্মক্ষেত্রে আসার সময় ভয়ে থাকতে হয় । পায়েল বলেন, "কর্মসূত্রে এখানে আসি । কিন্তু সবসময় ভয়ে থাকি । রাস্তার মধ্যে জমায়েত করে দাঁড়িয়ে থাকে অনেকে । আজ বোমা পড়ছে । তাই সারাক্ষণ মাথায় ঘোরে কী ভাবে বাড়ি যাব ? "
জয়িতা নামে আর এক যুবতি কর্মসূত্রে রোজ ভাটপাড়ায় আসেন । আতঙ্কে তিনিও আছেন । বলেন, "এখন এইসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি । রোজ বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতে হয় বাড়ি ফিরতে পারব কি না । আমরা এখন শান্তি চাই ।"
আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে তিনজনের মৃত্যু হয় । নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ ও ধরমবীর সাউ । ভাটপাড়া ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয়েছে । ভাটপাড়ায় পৌঁছেছেন রাজ্যের DG পি বীরেন্দ্র ।