বনগাঁ, 9 অগস্ট : নদীতে স্নান করতে যাওয়ার সময় বাড়ির পিছনে জঞ্জাল দেখে তা পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে আহত হলেন এক বৃদ্ধ । আহত ব্যক্তির নাম কার্তিক ঘোষ । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার বনগাঁ শিমুলতলা এলাকায় । গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর হাতে ও পায়ে আঘাত লেগেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে বাড়ির পিছনে ইছামতী নদীতে স্নান করতে যাচ্ছিলেন কার্তিকবাবু । সেই সময় গলিপথে কিছু জঞ্জাল দেখে তা পরিষ্কার করতে যান তিনি । জঙ্গলের ভিতরে একটি কালো পলিথিন জাতীয় কিছু দেখতে পেয়ে সেটিকে পরিষ্কার করতে যান । কাছে গিয়ে তিনি দেখেন, একটি মাটির হাড়ির সঙ্গে পলিথিনটি বাঁধা রয়েছে । পলিথিন ধরে টান দিতেই ঘটে বিপত্তি । বোমা ফেটে গুরুতর আহত হন তিনি । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে রয়েছেন কার্তিকবাবু । তারা তখন তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, বোমার আঘাতে তাঁর বাঁহাতের 4টি আঙুল ক্ষতিগ্রস্থ হয়েছে । এছাড়া, বাঁ পায়ের নখ উড়ে গিয়েছে । মুখ এবং দুটি চোখও ক্ষতিগ্রস্থ হয়েছে । গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন । কার্তিকবাবু বলেন, "রাস্তার পাশের প্লাস্টিক ধরে টান দিতেই দেখি একটি মাটির হাড়ি । কিছু বুঝে ওঠার আগেই সেটি ফেটে যায় ও বিকট আওয়াজ হয় । " স্থানীয়রা জানিয়েছে, কার্তিকবাবু স্নান করতে যাচ্ছিলেন । কিছু সময়ের মধ্যেই আমরা বিকট আওয়াজ শুনতে পাই এবং এলাকায় ধোঁয়ায় ভরে যায় । ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কার্তিকবাবু পরে রয়েছেন । সেখান থেকে তাঁকে হাসপাতলে নিয়ে আসা হয় । বোমা ফেটেই এই বিপত্তি বলে মনে করছে তারা ।
আরও পড়ুন: দেগঙ্গায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আসর থেকে পালাল বরযাত্রীরা
ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শংকর আঢ্য ও বর্তমান পৌরপ্রশাসক গোপাল শেঠের বাড়ি রয়েছে । এমন একটি জায়গায় বোমা ফাটার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । কোথা থেকে ওই এলাকায় বোমা আসলো তার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।