দেগঙ্গা, 13 সেপ্টেম্বর : আমফান দুর্নীতি নিয়ে ফের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা । রাতভর বোমাবাজি । এলাকা থেকে মিলল বেশ কয়েকটি তাজা বোমাও । বোমাবাজির জেরে আতঙ্কে ঘরছাড়া অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী । পরে পুলিশের সহায়তায় ঘরে ফিরলেন তাঁরা । ঘটনায় উভয়পক্ষের মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ ।
দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরির সঙ্গে দীর্ঘদিনের বিবাদ অঞ্চল সভাপতি আবদুর রাজ্জাকের । পঞ্চায়েতের স্বজনপোষণ, আমফান দুর্নীতি ও টেন্ডারে অনিয়ম নিয়ে সেই বিবাদ চরমে ওঠে । এরই মধ্যে গতকাল রাতে চাঁপাতলা পঞ্চায়েতের গাংনিয়া এলাকায় অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে । বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা । আতঙ্কে বাড়ি ছেড়ে পালান অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা । এরপরও রাতভর এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ । বোমাবাজির হাত থেকে রেহাই মেলেনি চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আবদুর রাজ্জাকের বাড়িও । বোমার স্প্রিন্টার ছিঁটকে বাড়ির জানলার কাঁচের সামান্য ক্ষতি হয়েছে বলেও খবর ।
এদিকে, আজ সকালেও এলাকায় বোমাবাজির ছাপ স্পষ্ট । ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার সুতলি ও স্প্রিন্টার । খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে যায় । সেখান থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়েছ । ফেরানো হয় বাড়িছাড়া তৃণমূল কর্মীদেরও । ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীদের মধ্যে।
আরও পড়ুন : দেগঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, আহত এক
অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীদের অভিযোগ, "পঞ্চায়েতের স্বজনপোষণ ও আমফান দুর্নীতি নিয়ে মুখ খোলার কারনেই পরিকল্পনা করে হামলা চালিয়েছে প্রধানের ঘনিষ্ঠ লোকজন । রাতভর বোমাবাজিও করা হয়েছে এলাকায় । আতঙ্কে অনেকেই বাড়ি থেকে পালিয়ে বাঁচেন । পরে পুলিশ সহায়তায় ঘরে ফেরেন বাড়িছাড়া তৃণমূল কর্মীরা ।"
যদিও অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ মনাত আলি বলেন, “এলাকায় নিকাশি নালার কাজ করতে বাঁধা দিচ্ছিলেন অঞ্চল সভাপতির অনুগামীরা । তার প্রতিবাদ করেছিলেন এলাকার লোকজন । সেই কারনে এলাকায় বোমাবাজি করে আতঙ্ক তৈরি করতে চাইছে দুষ্কৃতীরা । পুলিশের কাছে আবেদন করা হয়েছে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ।”
আরও পড়ুন : আমফানের ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ, ড্যামেজ কন্ট্রোলে নামল দেগঙ্গা পঞ্চায়েত সমিতি
অন্যদিকে, সকালে দু'পক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ । আটক করার পর পুলিশ জানিয়েছে, “উদ্বার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে । ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । যারাই যুক্ত থাকুক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।”
প্রসঙ্গত,আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে এর আগেও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে দেগঙ্গা ব্লকের বিভিন্ন অঞ্চল । কখনও পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর । আবার কখনও বিভিন্ন পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ । বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । স্বভাবতই এ ধরণের ঘটনা বাড়ায় ভোটের আগে দলের অস্তিত্ব বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের ।