ETV Bharat / state

পুলিশ-BJP সংঘর্ষে ধুন্ধুমার ভাটপাড়া, মাথা ফাটল অর্জুনের - পুলিশ-BJP সংঘর্ষ

ফের রণক্ষেত্র ভাটপাড়ার জগদ্দল । এলাকায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ।

অর্জুন সিং
author img

By

Published : Sep 1, 2019, 3:20 PM IST

Updated : Sep 1, 2019, 3:46 PM IST

ভাটপাড়া, ১ সেপ্টেম্বর : ফের রণক্ষেত্র ভাটপাড়ার জগদ্দল । এলাকায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ।

ঘটনাস্থানের ভিডিয়ো

আজ সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে যখন অবরোধ চলছিল তখন পুলিশ সেখানে যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে ।

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ । ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ।

ভাটপাড়া, ১ সেপ্টেম্বর : ফের রণক্ষেত্র ভাটপাড়ার জগদ্দল । এলাকায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ।

ঘটনাস্থানের ভিডিয়ো

আজ সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে যখন অবরোধ চলছিল তখন পুলিশ সেখানে যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে ।

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ । ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ।

Intro:ফের রণক্ষেত্র ভাটপাড়া জগদ্দল।এলাকায় পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সাংসদ অর্জুন সিং মাথা ফেটে যায়।সার্কাস মোড়ে অবরোধ তুলতে এসে পুলিশের সাথে খন্ডযুদ্ধ ।পুলিশের লাঠিচার্জে ব্যাপক বোমাগুলি ।জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। চলছে বোমা। অর্জুন সিং বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।সাংবাদিকদের ছবি তুলতে বাধা পুলিশের। সাংবাদিকদের মারধোর পুলিশ এর।Body:ফের রণক্ষেত্র ভাটপাড়া জগদ্দল।এলাকায় পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সাংসদ অর্জুন সিং মাথা ফেটে যায়।সার্কাস মোড়ে অবরোধ তুলতে এসে পুলিশের সাথে খন্ডযুদ্ধ ।পুলিশের লাঠিচার্জে ব্যাপক বোমাগুলি ।জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। চলছে বোমা। অর্জুন সিং বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।সাংবাদিকদের ছবি তুলতে বাধা পুলিশের। সাংবাদিকদের মারধোর পুলিশ এর।Conclusion:ফের রণক্ষেত্র ভাটপাড়া জগদ্দল।এলাকায় পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সাংসদ অর্জুন সিং মাথা ফেটে যায়।সার্কাস মোড়ে অবরোধ তুলতে এসে পুলিশের সাথে খন্ডযুদ্ধ ।পুলিশের লাঠিচার্জে ব্যাপক বোমাগুলি ।জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। চলছে বোমা। অর্জুন সিং বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।সাংবাদিকদের ছবি তুলতে বাধা পুলিশের। সাংবাদিকদের মারধোর পুলিশ এর।
Last Updated : Sep 1, 2019, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.