ETV Bharat / state

BJP Protest বিজেপির আইন অমান্য কর্মসূচিতে উত্তপ্ত বারাসতে জেলাশাসকের দফতর, আহত বেশ কয়েকজন - বারাসতে জেলাশাসকের দফতর

চোর ধরো জেল ভরো ৷ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল বারাসতে জেলাশাসকের দফতরে (Barasat DM Office) ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) । এই কর্মসূচিকে ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বারাসতে জেলাশাসকের দফতর চত্বর ৷

BJP Protest at Barasat
ETV Bharat
author img

By

Published : Aug 23, 2022, 9:54 PM IST

বারাসত, 23 অগস্ট: বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে জেলাশাসকের দফত চত্বরে (BJP agitation at Barasat)। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে বচসা ও পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷ ক্রমে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে জেলাশাসকের কার্যালয়ের সামনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ ধাক্কাধাক্কি এবং লাঠিচার্জের জেরে বিজেপি'র কয়েকজন কর্মীসমর্থক আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে ।

'চোর ধরো জেল ভরো'-এই স্লোগানকে সামনে রেখে এদিন বিকেলে বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ছিল বারাসতে জেলাশাসকের দফতরে (Barasat DM Office) ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি'র মহিলা নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) । তাঁর সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ বিজেপি'র অন্যান্য নেতৃবৃন্দ । এই কর্মসূচি শুরুর অনেক আগেই জেলাশাসকের দফতর চত্বর ব‍্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ মোতায়েন করা হয়েছিল জলকামানও । কার্যত দুর্গে পরিণত হয়েছিল জেলার প্রশাসনিক ভবন চত্বর । স্লোগান এবং পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কুশপুতুল দাহের মধ্য দিয়ে আইন অমান্যের চেষ্টা করেন বিজেপি নেতা ও কর্মীরা ।

বিজেপির আইন অমান্য কর্মসূচিতে উত্তপ্ত বারাসতে জেলাশাসকের দফতর, আহত বেশ কয়েকজন

আরও পড়ুন: মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই পুজোর অনুদান বৃদ্ধি, দাবি সেলিমের

এরপরই পুলিশের সঙ্গে বচসা ও বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা । ধাক্কাধাক্কি এবং স্লোগানে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । প্রথমে মাইকিং করে আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন পুলিশকর্মীরা । কিন্তু, তাতে কাজ না-হওয়ায় পরিস্থিতি সামাল দিতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ । এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ৷ সেই কারণে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে নির্বিচারে লাঠিচার্জ করানো হয়েছে । তারপরও পুলিশ মিথ্যাচার করে বলছে আমরা নাকি অশান্তি পাকিয়েছি । এই নির্লজ্জ পুলিশের থাকার চেয়ে না থাকাই ভালো ৷" যদিও লাঠিচার্জের বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে । পুলিশ সূত্রে খবর, আইন ভাঙার অভিযোগে এদিন প্রায় 1200 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ।

বারাসত, 23 অগস্ট: বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে জেলাশাসকের দফত চত্বরে (BJP agitation at Barasat)। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে বচসা ও পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷ ক্রমে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে জেলাশাসকের কার্যালয়ের সামনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ ধাক্কাধাক্কি এবং লাঠিচার্জের জেরে বিজেপি'র কয়েকজন কর্মীসমর্থক আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে ।

'চোর ধরো জেল ভরো'-এই স্লোগানকে সামনে রেখে এদিন বিকেলে বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ছিল বারাসতে জেলাশাসকের দফতরে (Barasat DM Office) ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি'র মহিলা নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) । তাঁর সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ বিজেপি'র অন্যান্য নেতৃবৃন্দ । এই কর্মসূচি শুরুর অনেক আগেই জেলাশাসকের দফতর চত্বর ব‍্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ মোতায়েন করা হয়েছিল জলকামানও । কার্যত দুর্গে পরিণত হয়েছিল জেলার প্রশাসনিক ভবন চত্বর । স্লোগান এবং পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কুশপুতুল দাহের মধ্য দিয়ে আইন অমান্যের চেষ্টা করেন বিজেপি নেতা ও কর্মীরা ।

বিজেপির আইন অমান্য কর্মসূচিতে উত্তপ্ত বারাসতে জেলাশাসকের দফতর, আহত বেশ কয়েকজন

আরও পড়ুন: মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই পুজোর অনুদান বৃদ্ধি, দাবি সেলিমের

এরপরই পুলিশের সঙ্গে বচসা ও বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা । ধাক্কাধাক্কি এবং স্লোগানে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । প্রথমে মাইকিং করে আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন পুলিশকর্মীরা । কিন্তু, তাতে কাজ না-হওয়ায় পরিস্থিতি সামাল দিতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ । এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ৷ সেই কারণে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে নির্বিচারে লাঠিচার্জ করানো হয়েছে । তারপরও পুলিশ মিথ্যাচার করে বলছে আমরা নাকি অশান্তি পাকিয়েছি । এই নির্লজ্জ পুলিশের থাকার চেয়ে না থাকাই ভালো ৷" যদিও লাঠিচার্জের বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে । পুলিশ সূত্রে খবর, আইন ভাঙার অভিযোগে এদিন প্রায় 1200 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.