ETV Bharat / state

মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ কেন্দ্রীয় মন্ত্রীর - মতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ

মতুয়া বাড়িতে আজ মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । তাঁর খাওয়ার জন্য এলাহি আয়োজন করা হয়েছিল বিজেপি কর্মী অচিন্ত্য বণিকের বাড়িতে ।

asd
asd
author img

By

Published : Dec 6, 2020, 10:15 PM IST

Updated : Dec 6, 2020, 10:21 PM IST

বনগাঁ, 6 ডিসেম্বর : আজ বাঙালি খাবারে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । বনগাঁর সিকদারপল্লিতে মতুয়া বিজেপি কর্মী অচিন্ত্য বণিকের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন তিনি ।

সিকদারপল্লিতে গজেন্দ্র সিংকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা । বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছিল ওই এলাকা । এরপর অচিন্ত্য বণিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে হাতমুখ ধুয়ে দলের অন্য নেতা ও কর্মীদের সঙ্গেই খেতে বসেন তিনি ।

সম্পূর্ণ বাঙালি খাবারেই আজকের মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় মন্ত্রীকে । আর তাঁর জন্য খাবারের এলাহি আয়োজন করা হয়েছিল সেখানে । মেনুতে ছিল রুটি, ভাত, বেগুন ভাজা, সবজি, ডাল, বাঁধাকপির তরকারি, ফুলকপির ডালনা, পনিরের তরকারি । আর শেষপাতে ছিল দই । মাটির থালায় খাবার পরিবেশন করা হয় তাঁকে । অত্যন্ত তৃপ্তি করে সব খাবার খান তিনি ।

মতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ কেন্দ্রীয় মন্ত্রীর

আর মধ্যাহ্নভোজের পর বাড়ির সদস্যদের সঙ্গে ফোটো তোলেন গজেন্দ্র সিং । সবার সেলফি তোলার আবদারও হাসিমুখে মেটাতে দেখা যায় তাঁকে । আর খাবারের এই এলাহি আয়োজনের জন্য বাড়ির মহিলাদের ধন্যবাদও জানান তিনি ।

বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী আসায় খুশি অচিন্ত্য বণিক । তবে আক্ষেপের সুরে তিনি বলেন, "বিজেপি করায় সরকারি ঘর পাইনি । তবে এই ঘরেই কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন এতে আমি খুবই খুশি ।"

অন্যদিকে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, "বিজেপির সবাই এক পরিবার হয়ে কাজ করতে বিশ্বাসী । এই দলের কার্যকর্তারা যে কোনও জাতি থেকেই আসুক না কেন সবাই একই পরিবারের সদস্য । উচ্চ-নীচ এইরকম কিছুই নেই ।"

বনগাঁ, 6 ডিসেম্বর : আজ বাঙালি খাবারে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । বনগাঁর সিকদারপল্লিতে মতুয়া বিজেপি কর্মী অচিন্ত্য বণিকের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন তিনি ।

সিকদারপল্লিতে গজেন্দ্র সিংকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা । বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছিল ওই এলাকা । এরপর অচিন্ত্য বণিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে হাতমুখ ধুয়ে দলের অন্য নেতা ও কর্মীদের সঙ্গেই খেতে বসেন তিনি ।

সম্পূর্ণ বাঙালি খাবারেই আজকের মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় মন্ত্রীকে । আর তাঁর জন্য খাবারের এলাহি আয়োজন করা হয়েছিল সেখানে । মেনুতে ছিল রুটি, ভাত, বেগুন ভাজা, সবজি, ডাল, বাঁধাকপির তরকারি, ফুলকপির ডালনা, পনিরের তরকারি । আর শেষপাতে ছিল দই । মাটির থালায় খাবার পরিবেশন করা হয় তাঁকে । অত্যন্ত তৃপ্তি করে সব খাবার খান তিনি ।

মতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ কেন্দ্রীয় মন্ত্রীর

আর মধ্যাহ্নভোজের পর বাড়ির সদস্যদের সঙ্গে ফোটো তোলেন গজেন্দ্র সিং । সবার সেলফি তোলার আবদারও হাসিমুখে মেটাতে দেখা যায় তাঁকে । আর খাবারের এই এলাহি আয়োজনের জন্য বাড়ির মহিলাদের ধন্যবাদও জানান তিনি ।

বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী আসায় খুশি অচিন্ত্য বণিক । তবে আক্ষেপের সুরে তিনি বলেন, "বিজেপি করায় সরকারি ঘর পাইনি । তবে এই ঘরেই কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন এতে আমি খুবই খুশি ।"

অন্যদিকে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, "বিজেপির সবাই এক পরিবার হয়ে কাজ করতে বিশ্বাসী । এই দলের কার্যকর্তারা যে কোনও জাতি থেকেই আসুক না কেন সবাই একই পরিবারের সদস্য । উচ্চ-নীচ এইরকম কিছুই নেই ।"

Last Updated : Dec 6, 2020, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.