ETV Bharat / state

সমাজবিরোধীদের বুকে গুলি মারুক কেন্দ্রীয় বাহিনী : সায়ন্তন

সমাজবিরোধীদের ফের বুকে গুলি করার নিদান দিলেন সায়ন্তন বসু । বলেন, "সমাজবিরোধীদের দেখলে বুকে গুলি মারা হবে, এটা আমি আবার কেন্দ্রীয় বাহিনীকে বলব । যারা বুথ রিগিং করতে আসবে গুলিটা যেন তাদের সঠিক জায়গায় যায় ।"

সায়ন্তন
author img

By

Published : May 13, 2019, 11:42 PM IST

Updated : May 13, 2019, 11:51 PM IST

বসিরহাট, 13 মে : "সমাজবিরোধীদের দেখলে বুকে গুলি মারা হবে, এটা আমি আবার কেন্দ্রীয় বাহিনীকে বলব । যারা বুথ রিগিং করতে আসবে গুলিটা যেন তাদের সঠিক জায়গায় যায় । এটা আমি কেন্দ্রীয় বাহিনীকে বলব ।" বসিরহাটে প্রচারে এসে এই মন্তব্য করলেন BJP প্রার্থী সায়ন্তন বসু । এবিষয়ে সায়ন্তনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।

আজ বসিরহাটের কলেজপাড়ায় প্রচারে আসেন সায়ন্তন বসু । সেখানে সাংবাদিকদের বলেন, "আমি আগেও বলেছি, আবার বলছি, সমাজবিরোধীদের দেখলে CRPF-কে বলব বুকে গুলি করতে । দু'ভাবে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করা যেতে পারে । CRPF দিয়ে অথবা তৃণমূলের পালটা সন্ত্রাস করে । আমরা পালটা সন্ত্রাস করলে তৃণমূলের অস্তিত্ব থাকবে না ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

প্রসঙ্গত, 26 মার্চ বসিরহাটের ভ্যাবলা হাইস্কুলের মাঠে নির্বাচনী জনসভায় গুলির নিদান দিয়েছিলেন সায়ন্তন বসু । বলেছিলেন, "CRPF কে বলব, গুলি যেন পায়ে না লাগে । গুলি যেন বুকে লাগে ।" তৃণমূল এই বক্তব্য নিয়ে কমিশনে অভিযোগ করে । কমিশন সায়ন্তনকে শোকজ়ও করে ।

বসিরহাট, 13 মে : "সমাজবিরোধীদের দেখলে বুকে গুলি মারা হবে, এটা আমি আবার কেন্দ্রীয় বাহিনীকে বলব । যারা বুথ রিগিং করতে আসবে গুলিটা যেন তাদের সঠিক জায়গায় যায় । এটা আমি কেন্দ্রীয় বাহিনীকে বলব ।" বসিরহাটে প্রচারে এসে এই মন্তব্য করলেন BJP প্রার্থী সায়ন্তন বসু । এবিষয়ে সায়ন্তনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।

আজ বসিরহাটের কলেজপাড়ায় প্রচারে আসেন সায়ন্তন বসু । সেখানে সাংবাদিকদের বলেন, "আমি আগেও বলেছি, আবার বলছি, সমাজবিরোধীদের দেখলে CRPF-কে বলব বুকে গুলি করতে । দু'ভাবে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করা যেতে পারে । CRPF দিয়ে অথবা তৃণমূলের পালটা সন্ত্রাস করে । আমরা পালটা সন্ত্রাস করলে তৃণমূলের অস্তিত্ব থাকবে না ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

প্রসঙ্গত, 26 মার্চ বসিরহাটের ভ্যাবলা হাইস্কুলের মাঠে নির্বাচনী জনসভায় গুলির নিদান দিয়েছিলেন সায়ন্তন বসু । বলেছিলেন, "CRPF কে বলব, গুলি যেন পায়ে না লাগে । গুলি যেন বুকে লাগে ।" তৃণমূল এই বক্তব্য নিয়ে কমিশনে অভিযোগ করে । কমিশন সায়ন্তনকে শোকজ়ও করে ।

ঠাকুরবাড়ির ছেলে শান্তনু এত হিংসাত্মক রাজনীতি করতে পারে ভাবিনিঃ জ্যোতিপ্রিয় হাড়োয়াঃ ঠাকুরবাড়ির ছেলে হয়ে শান্তনু ঠাকুর এত হিংসাত্মক রাজনীতি করতে পারে, তা আমি জানতাম না। নির্বাচনের দিনও গোপালনগরের হিংলিতে শান্তনু গাড়ি থেকে পাঁচটা বোমা মেরে পালিয়েছিল। আজকে ওর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনাও অস্বাভাবিক কিছু নয়।' বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় শান্তনু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। সে ব্যাপারে জ্যোতিপ্রিয় বলেন, 'শান্তনু আমার নামে যা খুশি তাই বলুক। কুকুর যদি আমাকে কামড়ায় তাহলে আমি কি কুকুরকে কামড়াতে পারি? চিন্তা করবেন না। আগামী ২৩ তারিখের পর শান্তনুকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে। শান্তনু দেড় লক্ষ ব্যবধানে হারছে। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম।' বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বেশ কিছু তাজা বোমা উদ্ধারের ঘটনায় নিন্দা প্রকাশ করে এ কথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Last Updated : May 13, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.