ETV Bharat / technology

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার - CCI IMPOSES PENALTY ON META

2021 হোয়াটসঅ্যাপ গোপনীয়তা নীতির উপর 213 কোটি টাকা জরিমানা প্রসঙ্গে CCI-এর সিদ্ধান্তের সঙ্গে একমত নয় মেটা ৷

WhatsApp
2021সালের আপডেট ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করেনি (ছবি মেটা)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 19, 2024, 6:02 PM IST

নয়াদিল্লি: মেটাকে বিপুল পরিমাণ জরিমানা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার ৷ হোয়াটঅ্যাপের গোপনীয়তা নীতিতে এই জরিমানা করেছে কেন্দ্রীয় নজর সংস্থাটি 213 কোটি টাকা জরিমানা করেছে ৷ যদিও হোয়াটঅ্যাপের এই নীতিতে একমত নয় মেটা ৷ মেটার তরফে ইতিমধ্যেই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অভিযোগের সঙ্গে সহমত নয় মেটা ৷ মেটার তরফে অ্যাপিল করার পরিকল্পনা করেছে ৷

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় গুগলম্যাপ, কীভাবে !

কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তথা সিসিআই-এর দাবি, মেটার মেসেজিং অ্যাপ হোয়ায়টঅ্যাপ গোপনীয়তা নীতির মাধ্যমে নিয়ম ভেঙেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের 'ওয়াচডগ' সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মেটাকে জরিমানা করেছে ৷ ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) সোমবার হোয়াটসঅ্যাপকে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছে ৷ বিজ্ঞাপন ছাড়া অন্যকোনও উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা ভাগ করার বিষয়ে, নিয়ন্ত্রণ করা হবে ৷

ভারতে বিক্রি বেড়েছে স্মার্টফোনের, এগিয়ে অ্যাপল

এই প্রসঙ্গেই, মেটার মুখপাত্র জানিয়েছেন, 2021 সালের হোয়াটসঅ্যাপের আপডেটটি নাগরিকদের মেসেজের গোপনীয়তা পরিবর্তন করেনি ৷ আপডেটিতে ব্যবহারকারীদের জন্য একটি বিকল্প হিসাবে অফার করা হয়েছিল ৷ নিশ্চিত করা হয়েছিল, এই আপডেটের কারণে কোনও তাদের অ্যাকাউন্ট মুছে যাবে না বা হোয়াটসঅ্যাপ বন্ধ হবে না ৷

হোয়াটসঅ্যাপ পরিষেবাগুলি সরবরাহ করা ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহারকারীর ডেটা ভাগ করে নেওয়ার বিষয়ে, সিসিআই-এর তরফে জানানো হয়েছে, ভারতের সমস্ত ব্যবহারকারীকে (যারা 2021 আপডেট করেছিলেন) একটি অপ্ট-আউট বিকল্পের মাধ্যমে এই জাতীয় ডেটা ভাগ করে নেওয়ার বিকল্পটি প্রদান করা হবে। সব কিছু হবে একটি ইন-অ্যাপ বিজ্ঞপ্তির মাধ্যমে ৷ ভারতে হোয়াটঅ্যাপ পরিষেবা ব্যবহারে কোনও শর্ত থাকবে না ৷

ইনস্টাগ্রামেও AI দিয়ে ক্রিয়েট করা যাবে পছন্দের প্রোফাইল ছবি

নয়াদিল্লি: মেটাকে বিপুল পরিমাণ জরিমানা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার ৷ হোয়াটঅ্যাপের গোপনীয়তা নীতিতে এই জরিমানা করেছে কেন্দ্রীয় নজর সংস্থাটি 213 কোটি টাকা জরিমানা করেছে ৷ যদিও হোয়াটঅ্যাপের এই নীতিতে একমত নয় মেটা ৷ মেটার তরফে ইতিমধ্যেই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অভিযোগের সঙ্গে সহমত নয় মেটা ৷ মেটার তরফে অ্যাপিল করার পরিকল্পনা করেছে ৷

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় গুগলম্যাপ, কীভাবে !

কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তথা সিসিআই-এর দাবি, মেটার মেসেজিং অ্যাপ হোয়ায়টঅ্যাপ গোপনীয়তা নীতির মাধ্যমে নিয়ম ভেঙেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের 'ওয়াচডগ' সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মেটাকে জরিমানা করেছে ৷ ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) সোমবার হোয়াটসঅ্যাপকে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছে ৷ বিজ্ঞাপন ছাড়া অন্যকোনও উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা ভাগ করার বিষয়ে, নিয়ন্ত্রণ করা হবে ৷

ভারতে বিক্রি বেড়েছে স্মার্টফোনের, এগিয়ে অ্যাপল

এই প্রসঙ্গেই, মেটার মুখপাত্র জানিয়েছেন, 2021 সালের হোয়াটসঅ্যাপের আপডেটটি নাগরিকদের মেসেজের গোপনীয়তা পরিবর্তন করেনি ৷ আপডেটিতে ব্যবহারকারীদের জন্য একটি বিকল্প হিসাবে অফার করা হয়েছিল ৷ নিশ্চিত করা হয়েছিল, এই আপডেটের কারণে কোনও তাদের অ্যাকাউন্ট মুছে যাবে না বা হোয়াটসঅ্যাপ বন্ধ হবে না ৷

হোয়াটসঅ্যাপ পরিষেবাগুলি সরবরাহ করা ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহারকারীর ডেটা ভাগ করে নেওয়ার বিষয়ে, সিসিআই-এর তরফে জানানো হয়েছে, ভারতের সমস্ত ব্যবহারকারীকে (যারা 2021 আপডেট করেছিলেন) একটি অপ্ট-আউট বিকল্পের মাধ্যমে এই জাতীয় ডেটা ভাগ করে নেওয়ার বিকল্পটি প্রদান করা হবে। সব কিছু হবে একটি ইন-অ্যাপ বিজ্ঞপ্তির মাধ্যমে ৷ ভারতে হোয়াটঅ্যাপ পরিষেবা ব্যবহারে কোনও শর্ত থাকবে না ৷

ইনস্টাগ্রামেও AI দিয়ে ক্রিয়েট করা যাবে পছন্দের প্রোফাইল ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.