ETV Bharat / state

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়, আরও পরে রাজ্যে মিলবে আবাসের টাকা ! কবে ? - BANGLA AWAS YOJANA

ডিসেম্বরের শেষ সপ্তাহে আবাস যোজনার টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷

ETV BHARAT
আবাসের টাকা নিয়ে বিজ্ঞপ্তি রাজ্যের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 6:57 PM IST

কলকাতা, 19 নভেম্বর: ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা ছাড়তে হবে ৷ জেলাগুলিকে এমনই নির্দেশ দিল পঞ্চায়েত দফতর । সাম্প্রতিক সময়ে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করা হবে । এবার স্পষ্ট হয়ে গেল যে, দ্বিতীয় সপ্তাহ নয়, টাকা ছাড়তে আরও কিছুটা সময় লাগবে পঞ্চায়েত দফতরের ।

পঞ্চায়েত দফতরের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, তালিকায় নাম থাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 23 ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়তে হবে জেলা প্রশাসনকে । নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, উপভোক্তাদের হাতে টাকা পৌঁছনোর আগে তিন দফায় ছাড়পত্র পেতে হবে । এক্ষেত্রে এই তিন দফাতেই ছাড়পত্র দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । অহেতুক টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা যাবে না ।

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, উপভোক্তাদের টাকা পাওয়ার আগে প্রথম দফায় গ্রামসভায় আবাস নিয়ে তৈরি কমিটির ছাড়পত্র পেতে হবে । সেক্ষেত্রে এই কমিটিকে 11 ডিসেম্বরের মধ্যে সমস্ত ছাড়পত্র দিতে বলা হয়েছে । দ্বিতীয় দফায় তা যাবে ব্লক লেভেল কমিটির কাছে ৷ সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার জন্য 13 ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ আর শেষ পর্যায়ে এক্ষেত্রে 16 ডিসেম্বরের মধ্যে সামগ্রিক ছাড়পত্র দিতে হবে ।

গত কয়েকদিন ধরে আবাস নিয়ে যে ধরনের বিক্ষোভ জেলায় জেলায় দেখা গিয়েছে, তাতে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্ক । এক্ষেত্রে কারা এই সুবিধা পাবেন, অর্থাৎ প্রাপকদের তালিকা 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলা আধিকারিকের অফিসে, ব্লক আধিকারিকের অফিসে এবং গ্রাম পঞ্চায়েতে টাঙিয়ে রাখতে হবে । এর পাশাপাশি প্রত্যেক জেলার যে ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে, সেখানেও থাকবে আবাসের প্রাপকদের তালিকা ।

যদি কোনও অভিযোগ আসে, তা জেলা প্রশাসনকে জানানোর সুযোগ থাকছে । এক্ষেত্রে জেলা থেকে গ্রাম পঞ্চায়েত, যেখানে অভিযোগ জমা পড়বে, কেন ওই প্রাপকের নাম তালিকা থেকে বাদ গেল তা স্পষ্ট করে বলতে হবে অভিযোগকারীকে । মোটের উপর এই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই টাকা বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে । সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে ।

কলকাতা, 19 নভেম্বর: ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা ছাড়তে হবে ৷ জেলাগুলিকে এমনই নির্দেশ দিল পঞ্চায়েত দফতর । সাম্প্রতিক সময়ে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করা হবে । এবার স্পষ্ট হয়ে গেল যে, দ্বিতীয় সপ্তাহ নয়, টাকা ছাড়তে আরও কিছুটা সময় লাগবে পঞ্চায়েত দফতরের ।

পঞ্চায়েত দফতরের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, তালিকায় নাম থাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 23 ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়তে হবে জেলা প্রশাসনকে । নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, উপভোক্তাদের হাতে টাকা পৌঁছনোর আগে তিন দফায় ছাড়পত্র পেতে হবে । এক্ষেত্রে এই তিন দফাতেই ছাড়পত্র দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । অহেতুক টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা যাবে না ।

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, উপভোক্তাদের টাকা পাওয়ার আগে প্রথম দফায় গ্রামসভায় আবাস নিয়ে তৈরি কমিটির ছাড়পত্র পেতে হবে । সেক্ষেত্রে এই কমিটিকে 11 ডিসেম্বরের মধ্যে সমস্ত ছাড়পত্র দিতে বলা হয়েছে । দ্বিতীয় দফায় তা যাবে ব্লক লেভেল কমিটির কাছে ৷ সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার জন্য 13 ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ আর শেষ পর্যায়ে এক্ষেত্রে 16 ডিসেম্বরের মধ্যে সামগ্রিক ছাড়পত্র দিতে হবে ।

গত কয়েকদিন ধরে আবাস নিয়ে যে ধরনের বিক্ষোভ জেলায় জেলায় দেখা গিয়েছে, তাতে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্ক । এক্ষেত্রে কারা এই সুবিধা পাবেন, অর্থাৎ প্রাপকদের তালিকা 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলা আধিকারিকের অফিসে, ব্লক আধিকারিকের অফিসে এবং গ্রাম পঞ্চায়েতে টাঙিয়ে রাখতে হবে । এর পাশাপাশি প্রত্যেক জেলার যে ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে, সেখানেও থাকবে আবাসের প্রাপকদের তালিকা ।

যদি কোনও অভিযোগ আসে, তা জেলা প্রশাসনকে জানানোর সুযোগ থাকছে । এক্ষেত্রে জেলা থেকে গ্রাম পঞ্চায়েত, যেখানে অভিযোগ জমা পড়বে, কেন ওই প্রাপকের নাম তালিকা থেকে বাদ গেল তা স্পষ্ট করে বলতে হবে অভিযোগকারীকে । মোটের উপর এই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই টাকা বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে । সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.