স্বরূপনগর, 16 ডিসেম্বর : বাইকের চাকায় রুপো ভরে সীমান্তে তা পাচারের চেষ্টা ! বৃহস্পতিবার অভিনব কায়দায় সেই পাচার রুখে দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় সাফল্য মিলল বিএসএফের (bsf seizes almost 10 kgs silver from Indo-Bangla border) । গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত মোজাফফর দফাদারের কাছ থেকে প্রায় 10 কেজি 950 গ্রাম রুপোর বল বাজেয়াপ্ত হয়েছে । যার বাজারমূল্য 5 লাখ 19 হাজার 252 টাকা । বাজেয়াপ্ত হওয়া বিপুল টাকার এই রুপো স্বরূপনগর শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ।
বিএসএফ সূত্রে খবর, এদিন ভোরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় বিএসএফের টহলরত জওয়ানদের । এরপরই তাকে আটক করে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে প্রথমে ওই বাইক আরোহীর কাছ থেকে কিছু না মিললেও পরে বাইকের চাকায় নজর যেতেই চক্ষু চড়কগাছ হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ।
চাকার ভিতর থরে থরে সাজানো রুপোর বল । প্লাস্টিকে মুড়ে তা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল । যাতে কারও সন্দেহ না হয় । যদিও শেষরক্ষা হয়নি । পাচারের আগেই বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়ানের তৎপরতায় সীমান্তে বিপুল টাকার রুপো সমেত ধরা পড়ে যায় পাচারকারী । ভেস্তে যায় পাচারের ছকও ।
সেই সঙ্গে আটক ওই বাইক আরোহীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ । পরে গ্রেফতার করা হয় তাকে । বিএসএফ নিশ্চিত, বিপুল পরিমাণ ওই রুপো বাংলাদেশে পাচারের মতলবে ছিল মোজাফফর । জেরায় সেই কথা ধৃত কবুল করেছে বলে দাবি তাদের ।
বিএসএফের তরফে জানানো হয়েছে, ধৃতের বাড়ি সীমান্ত ঘেঁষা দহরকান্দা গ্রামে । মূলত সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের পাচারের সঙ্গে জড়িত সে । ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । এদিন দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ । আদালত কী নির্দেশ দিয়েছে, তা খবর লেখার সময় পর্যন্ত জানা যায়নি ৷
আরও পড়ুন : Police arrests two criminals from border : ঘোজাডাঙা সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 2
প্রসঙ্গত, কিছুদিন আগে এই হাকিমপুর সীমান্ত এলাকায় মাদক কারবারের পর্দা ফাঁস করেছিল এনসিবি । বিপুল টাকার নিষিদ্ধ তরল মাদক-সহ ছয়জনকে পাকড়াও করা হয়েছিল । সেই ঘটনার রেশ কাটতে কাটতে এবার সীমান্তে রুপো পাচারের চেষ্টা ব্যর্থ হল বিএসএফের তৎপরতায় ।