বসিরহাট,20 জুন: ফের সীমান্তে পাচার রুখল বিএসএফ। এবার পাচারের আগেই 33 কেজি রুপোর গয়না আটক করল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ান। রবিবার ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের হাকিমপুর তারালি সীমান্তে। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ধরার আগেই সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পাচারকারী। বিএসএফের ধারণা, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ এই রুপো নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনী সজাগ থাকায় পাচারকারীদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্বরূপনগরের হাকিমপুর তারালি সীমান্তে হামেশাই বিভিন্ন ধরনের জিনিসপত্র পাচারের চেষ্টা হয়। কয়েকদিন আগেও হাকিমপুর তারালি সীমান্তে লক্ষাধিক টাকার মাছের চারাপোনা আটক করা হয়েছিল। এবার সেই সীমান্ত থেকেই 33 কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করলেন বিএসএফের জওয়ানরা। যার বাজারমূল্য প্রায় 14 লাখ টাকা। এদিন সকালে হাকিমপুর তারালি সীমান্তে এক ব্যাক্তিকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। ওই সন্দেহভাজনের দিকে এগিয়ে যেতেই সে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। ধাওয়া করেও তার নাগাল পাননি জওয়ানরা। এরপর ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে বিপুল পরিমাণ রুপো। বাজেয়াপ্ত হওয়া 33 কেজি রুপো পরে শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ।
আরও পড়ুন :জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনায় 'মৃত'কে ফের জেরা, রাঘববোয়ালের খোঁজে সিবিআই
এই বিষয়ে বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক প্রদীপকুমার বর্মন বলেন," আবহাওয়া খারাপের সুযোগ নিয়ে ওই বিপুল পরিমাণ রুপো বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারী। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সজাগ থাকায় সেই চেষ্টা সফল হয়নি। এটা বিএসএফের জন্য বড়সড় সাফল্য ৷" ঘটনার পিছনে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে বিএসএফ।