ETV Bharat / state

Silver Recovery: লক্ষাধিক টাকার রুপো-সহ পাচারকারী বিএসএফের জালে

প্রায় ৬ লক্ষের রুপো সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ (BSF) ৷ রুপোগুলি বাইকের তেলের ট্যাংক থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (Silver Recovery) ৷

Silver recovered
বিএসএফ
author img

By

Published : Mar 2, 2023, 10:50 AM IST

কলকাতা, 2 মার্চ: মোটরবাইকের তেলের ট্যাংকে লুকানো ছিল প্রায় 6 লক্ষ টাকার রুপো ! সন্দেহ হতেই তল্লাশি চালিয়ে পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ । বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্ত এলাকার ঘটনা । ধৃত চোরাকারবারী ও বাজেয়াপ্ত রুপোর অলংকার তেঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে । বিএসএফ সূত্রের দাবি, চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে রুপোর অলংকার-সহ পাচারকারীকে হাতে নাতে ধরেছে কর্তব্যরত জওয়ানরা (BSF detained one smuggler with silver worth of lakh rupees) ।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা সীমান্ত এলাকা থেকে এদিন দুটি পৃথক ঘটনায় মোট 11.536 কেজি রুপোর গয়না উদ্ধার করেছে । একটি ঘটনায় পাচারকারীও হাতেনাতে ধরা পড়েছে । বাজেয়াপ্ত রুপোর মোট মূল্য আনুমানিক 5 লক্ষ 84 হাজার 878 টাকা । চোরাকারবারিরা ওই রুপোর গয়না ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । সীমা চৌকি আরশিকারি 112 ব্যাটালিয়নের জওয়ানরা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি বিশেষ তল্লাশি অভিযান চালায় । সেই সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল চালক স্বরূপনগর থানার বিথারি বাজার থেকে আরশিকারি গ্রামের (সীমান্ত গ্রাম) দিকে যাচ্ছিল ।

BSF
প্রায় ছয় লক্ষের রুপো উদ্ধার

তল্লাশির জন্য সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে থামায় । তল্লাশির সময় মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ও স্পিডো মিটারের কাছে তৈরি ইম্প্রোভাইজড ক্যাভিটি থেকে 3.740 কেজি রুপোর অলংকার পাওয়া যায় । ধৃত পাচারকারীর নাম মহম্মদ ইয়াসিন মোল্লা ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে । জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, এই রুপোর গয়নাগুলি ডাকবাংলা বাজারের বাসিন্দা মসুদের কাছ থেকে নিয়েছিলেন । এরপর তিনি বিএসএফের ডিউটি ​​পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশি পাচারকারীর হাতে গয়নাগুলি তুলে দিতে যাচ্ছিলেন । কিন্তু আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছতেই বিএসএফ তাঁকে রুপোর অলংকার-সহ আটক করে ।

আরেকটি ঘটনায় সীমা চৌকি গোবর্ধা 153 ব্যাটালিয়নের জওয়ানরা বিত্তিপাড়া চেক পয়েন্টের কাছে একটি বিশেষ অভিযান চালায় । সেই সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে চেক পয়েন্টের দিকে আসতে দেখেন তারা ৷ মোটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দিলে তিনি হঠাৎ মোটরসাইকেলটি ফেলে গোবর্ধা গ্রামের দিকে পালিয়ে যান । জওয়ানরা মোটরসাইকেলটি তল্লাশি করলে তার ভেতর থেকে 7.796 কেজি রুপোর অলংকার উদ্ধার হয় ।

আটক হওয়া চোরাকারবারী ও বাজেয়াপ্ত রুপোর অলংকার তেঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে । দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেছেন, ডিউটিতে থাকা তাঁর জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে । জওয়ানদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না । চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তাঁর একটি দক্ষ দল রয়েছে ৷ যারা সীমান্ত এলাকায় ঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখে ।

আরও পড়ুন: বিএসফের তৎপরতায় সীমান্তে ব্যর্থ সোনা পাচারের চেষ্টা, মুর্শিদাবাদে ধৃত এক

কলকাতা, 2 মার্চ: মোটরবাইকের তেলের ট্যাংকে লুকানো ছিল প্রায় 6 লক্ষ টাকার রুপো ! সন্দেহ হতেই তল্লাশি চালিয়ে পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ । বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্ত এলাকার ঘটনা । ধৃত চোরাকারবারী ও বাজেয়াপ্ত রুপোর অলংকার তেঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে । বিএসএফ সূত্রের দাবি, চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে রুপোর অলংকার-সহ পাচারকারীকে হাতে নাতে ধরেছে কর্তব্যরত জওয়ানরা (BSF detained one smuggler with silver worth of lakh rupees) ।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা সীমান্ত এলাকা থেকে এদিন দুটি পৃথক ঘটনায় মোট 11.536 কেজি রুপোর গয়না উদ্ধার করেছে । একটি ঘটনায় পাচারকারীও হাতেনাতে ধরা পড়েছে । বাজেয়াপ্ত রুপোর মোট মূল্য আনুমানিক 5 লক্ষ 84 হাজার 878 টাকা । চোরাকারবারিরা ওই রুপোর গয়না ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । সীমা চৌকি আরশিকারি 112 ব্যাটালিয়নের জওয়ানরা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি বিশেষ তল্লাশি অভিযান চালায় । সেই সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল চালক স্বরূপনগর থানার বিথারি বাজার থেকে আরশিকারি গ্রামের (সীমান্ত গ্রাম) দিকে যাচ্ছিল ।

BSF
প্রায় ছয় লক্ষের রুপো উদ্ধার

তল্লাশির জন্য সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে থামায় । তল্লাশির সময় মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ও স্পিডো মিটারের কাছে তৈরি ইম্প্রোভাইজড ক্যাভিটি থেকে 3.740 কেজি রুপোর অলংকার পাওয়া যায় । ধৃত পাচারকারীর নাম মহম্মদ ইয়াসিন মোল্লা ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে । জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, এই রুপোর গয়নাগুলি ডাকবাংলা বাজারের বাসিন্দা মসুদের কাছ থেকে নিয়েছিলেন । এরপর তিনি বিএসএফের ডিউটি ​​পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশি পাচারকারীর হাতে গয়নাগুলি তুলে দিতে যাচ্ছিলেন । কিন্তু আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছতেই বিএসএফ তাঁকে রুপোর অলংকার-সহ আটক করে ।

আরেকটি ঘটনায় সীমা চৌকি গোবর্ধা 153 ব্যাটালিয়নের জওয়ানরা বিত্তিপাড়া চেক পয়েন্টের কাছে একটি বিশেষ অভিযান চালায় । সেই সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে চেক পয়েন্টের দিকে আসতে দেখেন তারা ৷ মোটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দিলে তিনি হঠাৎ মোটরসাইকেলটি ফেলে গোবর্ধা গ্রামের দিকে পালিয়ে যান । জওয়ানরা মোটরসাইকেলটি তল্লাশি করলে তার ভেতর থেকে 7.796 কেজি রুপোর অলংকার উদ্ধার হয় ।

আটক হওয়া চোরাকারবারী ও বাজেয়াপ্ত রুপোর অলংকার তেঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে । দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেছেন, ডিউটিতে থাকা তাঁর জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে । জওয়ানদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না । চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তাঁর একটি দক্ষ দল রয়েছে ৷ যারা সীমান্ত এলাকায় ঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখে ।

আরও পড়ুন: বিএসফের তৎপরতায় সীমান্তে ব্যর্থ সোনা পাচারের চেষ্টা, মুর্শিদাবাদে ধৃত এক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.