বারাসত, 28 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বারাসতের দত্তপুকুর এলাকা । BJP-র কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় BJP-র 5 কর্মীকে পুলিশ আটক করেছে । ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছে BJP-র নেতা-কর্মীরা ।
অভিযোগ, গতরাতে দত্তপুকুরের দাসপাড়ায় BJP কর্মী ভানু দাস সহ কয়েকজনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা । অন্যদিকে এই ঘটনায় দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে BJP-র 5 কর্মীকে আটক করে । তারই প্রতিবাদে আজ সকাল থেকে দত্তপুকুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন BJP-র কর্মী-সমর্থকরা ।
স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "গতরাতে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের বাড়ি লক্ষ্য করে চার-পাঁচটি বোমা ছোড়ে । কিন্তু পুলিশ যারা হামলা করল তাদের আটক না করে, আমাদের কর্মীদের আটক করে নিয়ে গেছে । পুলিশ এখনও শাসকদলের তাঁবেদারি করছে । আমরা দোষীদের শাস্তি চাই । যতক্ষণ না আমাদের কর্মীদের ছাড়া হবে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে ।"
দত্তপুকুর থানার IC মানস সরকার বলেন, "গতরাতে দাসপাড়ায় BJP কর্মীদের বাড়িতে বোমাবাজি হয়েছে । আমরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ।"