ETV Bharat / state

হাসনাবাদে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, মানসিক চাপ? - teenage girl commits suicide

বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আশারিয়া গ্রামে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম, লিজা পারভিন (15) ৷ মনে করা হচ্ছে, বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী ৷

girl commited suicide
girl commited suicide
author img

By

Published : May 7, 2020, 9:13 PM IST

হাসনাবাদ, 7 মে : পারিবারিক অশান্তি লেগেই থাকত । মা-বাবার মধ্যে ঝামেলাও হত প্রায়শই । যা নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিল বছর পনেরোর লিজা । মঙ্গলবার রাতে মা-বাবার মধ্যে ঝামেলার সময় প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে তার বাবা সাহেব আলি গাজী । এমনকি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা । স্থানীয়দের দাবি, সেই অভিমানেই মঙ্গলবার গভীর রাতে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় লিজা পারভিন ।

বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ । স্থানীয় সূত্রে খবর, বাপের বাড়িতেই থাকেন কিশোরীর মা খাদিজা বিবি । বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আশারিয়া গ্রামের লিজা পারভিন কুমারেশপুকুর হাইস্কুলে ক্লাস ৯-এ পড়ত । মঙ্গলবার রাতে ফোনে কথা বলার সময় মেয়ের সামনেই ঝগড়া শুরু করে দেন বাবা-মা । তাঁদের থামাতে গেলে লিজাকে বকাঝকা, এমনকি গালিগালাজও করে তার বাবা । প্রতিবেশীদের দাবি, সেই রাতে তাকে মারধরও করে সাহেব আলি গাজী । এরপরই পরিবারের সবার অলক্ষ্যে নিজের ঘরে গিয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে ।

শুধুই কী সংসারের অশান্তি, নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ ।

হাসনাবাদ, 7 মে : পারিবারিক অশান্তি লেগেই থাকত । মা-বাবার মধ্যে ঝামেলাও হত প্রায়শই । যা নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিল বছর পনেরোর লিজা । মঙ্গলবার রাতে মা-বাবার মধ্যে ঝামেলার সময় প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে তার বাবা সাহেব আলি গাজী । এমনকি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা । স্থানীয়দের দাবি, সেই অভিমানেই মঙ্গলবার গভীর রাতে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় লিজা পারভিন ।

বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ । স্থানীয় সূত্রে খবর, বাপের বাড়িতেই থাকেন কিশোরীর মা খাদিজা বিবি । বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আশারিয়া গ্রামের লিজা পারভিন কুমারেশপুকুর হাইস্কুলে ক্লাস ৯-এ পড়ত । মঙ্গলবার রাতে ফোনে কথা বলার সময় মেয়ের সামনেই ঝগড়া শুরু করে দেন বাবা-মা । তাঁদের থামাতে গেলে লিজাকে বকাঝকা, এমনকি গালিগালাজও করে তার বাবা । প্রতিবেশীদের দাবি, সেই রাতে তাকে মারধরও করে সাহেব আলি গাজী । এরপরই পরিবারের সবার অলক্ষ্যে নিজের ঘরে গিয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে ।

শুধুই কী সংসারের অশান্তি, নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.