ETV Bharat / state

বিধায়কের উদ্যোগে বসিরহাটে রক্তদান শিবির - বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে কড়া বিধিনিষেধ চলাকালীন জমায়েত করে রক্তদান শিবির আয়োজনের উপর প্রতিবন্ধকতা রয়েছে । তাই ইচ্ছে থাকলেও উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না । ফলে রক্তের আকাল দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে ।

blood donation camp
blood donation camp
author img

By

Published : May 20, 2021, 6:39 AM IST

বসিরহাট, 20 মে : করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক ৷ গতকাল বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বিধায়ক নিজেও রক্তদান করেন ৷ পৌরসভার প্রশাসক থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন ৷ করোনা বিধি মেনে বুধবার ওই শিবিরে প্রায় 75 জন রক্ত দিলেন ।

করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে কড়া বিধিনিষেধ চলাকালীন জমায়েত করে রক্তদান শিবির আয়োজনের উপর প্রতিবন্ধকতা রয়েছে । তাই ইচ্ছে থাকলেও উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না । ফলে রক্তের আকাল দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে । চাহিদার তুলনায় রক্তের জোগান কম থাকায় সমস্যা তৈরি হচ্ছে । রক্ত না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীর পরিবার, পরিজনদের । সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগীরা । যাদের অনেক ক্ষেত্রেই রক্ত পাওয়া বা না পাওয়ার উপর জীবন-মরণ নির্ভর করে । রক্তের জোগাড় করতে না পেরে রোগীর পরিবারকে অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হচ্ছে ।

বসিরহাটে রক্তদান শিবির

এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় । তিনি নিজে গতকাল রক্তদান শিবিরে রক্ত দিলেন ৷ অন্যদেরও এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করলেন । বুধবার রক্ত দেন বসিরহাট পৌরসভার প্রশাসক তপন সরকার, বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহানুর মণ্ডল সহ শাসকদলের অন্যান্য নেতারা । রক্তদান করেন এলাকার সাধারণ মানুষও । জানা গিয়েছে, নিহত তৃণমূলের দুই নেতা নীলু ঘোষ এবং পার্থ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশে বসিরহাটের কাছারি পাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

আরও পড়ুন : দ্বিতীয় দফায় ভারতে করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ

এই বিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতি তো চলছেই । তাছাড়া গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট তৈরি হয় । তাই সরকার গঠনের পর আমরা এই সংকট কাটাতে উদ্যোগী হয়েছে । করোনা ছাড়াও অন্যান্য রোগীর চিকিৎসার ক্ষেত্রেও রক্তের প্রয়োজন । রক্ত কোনও কারখানায় তৈরি হয় না। মানুষকেই এগিয়ে আসতে হবে রক্ত দেওয়ার জন্য । সকলের কাছে আবেদন করব করোনা বিধিনিষেধ মেনে ছোট ছোট আকারে রক্তদান শিবির করুন । যাতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানো যায় ৷"

বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেন বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহানুর মণ্ডল ৷ তিনি বলেন, "একদিকে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন । অন্যদিকে রক্তের অভাবে মুমূর্ষু রোগীদের জীবন নিয়ে শুরু হয়েছে টানাটানি । এরকম পরিস্থিতিতে আমাদেরই রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে হবে । করোনা বিধি মেনে বেশি করে রক্তদান শিবির আয়োজন করতে হবে ৷"

বসিরহাট, 20 মে : করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক ৷ গতকাল বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বিধায়ক নিজেও রক্তদান করেন ৷ পৌরসভার প্রশাসক থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন ৷ করোনা বিধি মেনে বুধবার ওই শিবিরে প্রায় 75 জন রক্ত দিলেন ।

করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে কড়া বিধিনিষেধ চলাকালীন জমায়েত করে রক্তদান শিবির আয়োজনের উপর প্রতিবন্ধকতা রয়েছে । তাই ইচ্ছে থাকলেও উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না । ফলে রক্তের আকাল দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে । চাহিদার তুলনায় রক্তের জোগান কম থাকায় সমস্যা তৈরি হচ্ছে । রক্ত না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীর পরিবার, পরিজনদের । সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগীরা । যাদের অনেক ক্ষেত্রেই রক্ত পাওয়া বা না পাওয়ার উপর জীবন-মরণ নির্ভর করে । রক্তের জোগাড় করতে না পেরে রোগীর পরিবারকে অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হচ্ছে ।

বসিরহাটে রক্তদান শিবির

এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় । তিনি নিজে গতকাল রক্তদান শিবিরে রক্ত দিলেন ৷ অন্যদেরও এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করলেন । বুধবার রক্ত দেন বসিরহাট পৌরসভার প্রশাসক তপন সরকার, বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহানুর মণ্ডল সহ শাসকদলের অন্যান্য নেতারা । রক্তদান করেন এলাকার সাধারণ মানুষও । জানা গিয়েছে, নিহত তৃণমূলের দুই নেতা নীলু ঘোষ এবং পার্থ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশে বসিরহাটের কাছারি পাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

আরও পড়ুন : দ্বিতীয় দফায় ভারতে করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ

এই বিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতি তো চলছেই । তাছাড়া গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট তৈরি হয় । তাই সরকার গঠনের পর আমরা এই সংকট কাটাতে উদ্যোগী হয়েছে । করোনা ছাড়াও অন্যান্য রোগীর চিকিৎসার ক্ষেত্রেও রক্তের প্রয়োজন । রক্ত কোনও কারখানায় তৈরি হয় না। মানুষকেই এগিয়ে আসতে হবে রক্ত দেওয়ার জন্য । সকলের কাছে আবেদন করব করোনা বিধিনিষেধ মেনে ছোট ছোট আকারে রক্তদান শিবির করুন । যাতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানো যায় ৷"

বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেন বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহানুর মণ্ডল ৷ তিনি বলেন, "একদিকে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন । অন্যদিকে রক্তের অভাবে মুমূর্ষু রোগীদের জীবন নিয়ে শুরু হয়েছে টানাটানি । এরকম পরিস্থিতিতে আমাদেরই রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে হবে । করোনা বিধি মেনে বেশি করে রক্তদান শিবির আয়োজন করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.