বনগাঁ, 13 জুন : দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে বনগাঁ মহকুমার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP। শুধু বিক্ষোভ দেখানোই নয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় ।
বৃহস্পতিবার বনগাঁর BSF মোড় এলাকায় সুতনু দেবনাথ নামে এক BJP কর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সুতনু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার বনগাঁ মহকুমার গাইঘাটা বাজার চাঁদপড়া বাজার এলাকার যশোর রোড অবরোধ করেন BJP কর্মী সমর্থকরা। বাগদা থানার হেলেঞ্চা, বনগাঁ-দত্তপুলিয়া সড়ক ও বাগদা বাজারেও অবরোধ হয়। বাগদার গাড়াপোঁতা বাজারেও অবরোধ চলে। গোপালনগর থানার কালীবাড়ি বাজার ও নহাটা বাজারে অবরোধ চলে। সেখানে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের সামান্য ধাক্কাধাক্কি হয়।
মহকুমার সবচেয়ে বড় অবরোধে হয়েছে বনগাঁ শহরের বাটা মোড়ে। অবরোধের পাশাপাশি BJP কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে ক্ষোভপ্রকাশ করেন। BJP-র অবরোধ চলাকালীন বনগাঁ হাসপাতালে অস্থায়ী কর্মীদের একটি মিছিল বাটামোড়ে এলে তা নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়৷ পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
গতকাল বাটার মোড়ে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, দলের তপসিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর ও বারাসত সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল। বিশ্বজিৎবাবু বলেন, "পুলিশ ও দুষ্কৃতীরা মিলে শান্ত বনগাঁকে অশান্ত করার চেষ্টা করছে৷ আমাদের কর্মীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও বড় আন্দোলন করা হবে।"
পুলিশ অবশ্য BJP কর্মীর উপর হামলার ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অমিত দাস ও সঞ্জীব দাস।