ETV Bharat / state

বীজপুরে আক্রান্ত দুই BJP কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Bijpur TMC

এদিন বন্ধুর বাবার সৎকার করতে যান শান্তনু গাঙ্গুলি ও তাঁর বাই সুকান্ত গাঙ্গুলি ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তাঁদের ওপর হামলা চালায় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায়, BJP কাঁচরাপাড়া এক নম্বর পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি তাপস ঘোষ ৷

Bijpur
বীজপুর
author img

By

Published : Nov 7, 2020, 8:04 PM IST

বীজপুর, 7 নভেম্বর : BJP কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বীজপুরের হালিশহরের ঘটনা ৷ জানা গিয়েছে, এদিন এক ব্যক্তির সৎকার করতে যান বেশ কিছু BJP কর্মী ৷ অভিযোগ, সেখানেই তৃণমূলের হাতে আক্রান্ত হন তাঁরা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

এদিন বন্ধুর বাবার সৎকার করতে যান শান্তনু গাঙ্গুলি ও তাঁর ভাই সুকান্ত গাঙ্গুলি ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই শ্মশানে তাঁদের ওপর হামলা চালায় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায়, BJP কাঁচরাপাড়া এক নম্বর পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি তাপস ঘোষ ৷ সেখান থেকে শান্তনু ও সুকান্তকে উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহর শ্মশানে বন্ধুর বাবার দেহ সৎকার করতে গিয়েছিলেন শান্তনু ও সুকান্ত । সেখানে তাঁরা শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন । তাঁদের অভিযোগ, BJP করার অপরাধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বীজপুর থানার পুলিশ । এবিষয়ে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, 'আমি হাসপাতালে গিয়ে আক্রান্তদের দেখে এসেছি । তৃণমূল গোটা রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে । বীজপুরেও তা অব্যাহত । তৃণমূলও যেন পালটা জবাবের জন্য তৈরি থাকে ।'

ভিডিয়োতে শুনুন বিজেপি কর্মীর বক্তব্য

অপরদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এবিষয়ে ব্যারাকপুরের লোকসভার তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিব্যেন্দু সরকার বলেন, 'নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে BJP । নিজেদের মধ্যে মারামরি হয়েছে । আর তা নিয়ে বদনাম করার চেষ্টা করছে । পুলিশ এবিষয়ে সঠিক তদন্ত করবে ।'

বীজপুর, 7 নভেম্বর : BJP কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বীজপুরের হালিশহরের ঘটনা ৷ জানা গিয়েছে, এদিন এক ব্যক্তির সৎকার করতে যান বেশ কিছু BJP কর্মী ৷ অভিযোগ, সেখানেই তৃণমূলের হাতে আক্রান্ত হন তাঁরা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

এদিন বন্ধুর বাবার সৎকার করতে যান শান্তনু গাঙ্গুলি ও তাঁর ভাই সুকান্ত গাঙ্গুলি ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই শ্মশানে তাঁদের ওপর হামলা চালায় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায়, BJP কাঁচরাপাড়া এক নম্বর পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি তাপস ঘোষ ৷ সেখান থেকে শান্তনু ও সুকান্তকে উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহর শ্মশানে বন্ধুর বাবার দেহ সৎকার করতে গিয়েছিলেন শান্তনু ও সুকান্ত । সেখানে তাঁরা শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন । তাঁদের অভিযোগ, BJP করার অপরাধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বীজপুর থানার পুলিশ । এবিষয়ে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, 'আমি হাসপাতালে গিয়ে আক্রান্তদের দেখে এসেছি । তৃণমূল গোটা রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে । বীজপুরেও তা অব্যাহত । তৃণমূলও যেন পালটা জবাবের জন্য তৈরি থাকে ।'

ভিডিয়োতে শুনুন বিজেপি কর্মীর বক্তব্য

অপরদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এবিষয়ে ব্যারাকপুরের লোকসভার তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিব্যেন্দু সরকার বলেন, 'নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে BJP । নিজেদের মধ্যে মারামরি হয়েছে । আর তা নিয়ে বদনাম করার চেষ্টা করছে । পুলিশ এবিষয়ে সঠিক তদন্ত করবে ।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.