বনগাঁ, 3 মে : মতুয়া গড়ে গেরুয়া ঝড়। রাজ্যে সবুজ ঝড়ের মাঝেও মতুয়া গড়ে খাতাই খুলতে পারল না তৃণমূল। বনগাঁ মহকুমার চারিটি কেন্দ্র বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটায় জয় হাসিল বিজেপির। এই চারটি কেন্দ্রই মতুয়া গড় নামে পরিচিত। বিজেপির এই জয়ের পিছনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে মত রাজনৈতিক মহলের।
লোকসভা ভোটের আগে থেকে মতুয়া ভোট বিজেপির দিকে ঘুরতে থাকে। বিধানসভায় সেই ভোট বিজেপি ধরে রাখতে পারে কি না তা নিয়ে জোর চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। ভোট শুরুর প্রথম দিন থেকেই বনগাঁর বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর দাবি করে গিয়েছেন মতুয়া ভোট তাঁদের সঙ্গেই থাকবে। মতুয়া ভোট ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিল তৃণমূলও। কিন্তু রবিবার ভোটের ফল বেরোতেই দেখা গেল মতুয়ারা আস্থা রেখেছে সেই বিজেপিতে । বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটায় জয়ী হয়েছে বিজেপি। প্রথম রাউন্ড থেকেই গাইঘাটা ও বাগদা কেন্দ্র এগিয়ে ছিল বিজেপি। বনগাঁ উত্তর ও বনগাঁর দক্ষিণ কেন্দ্রে প্রথম দিকে তৃণমূল এগিয়ে থাকলেও এখানেও শেষ হাসি হেসেছে বিজেপি ।
আরও পড়ুন: গণি-মিথের অবসান, তৃণমূল ও বিজেপিতেই ভরসা রাখল মালদা
বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পরিতোষ কুমার সাহাকে 9792 ভোটে পরাজিত করেছেন । বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রর্থী শ্যামল রায় 10488 ভোটে পরাজিত হয়েছেন ।
বনগাঁর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আলো রানি সরকারকে 2004 ভোটে পরাজিত করেছেন ।
মতুয়াদের পীঠস্থান গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঠাকুর বাড়ির ছেলে সুব্রত ঠাকুর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতুয়া ধর্ম প্রচারক নরোত্তম বিশ্বাসকে 9603 ভোটে পরাজিত করেছেন । এই কেন্দ্রে সিপিআই প্রার্থী ছিলেন মতুয়া ধর্মের কপিলকৃষ্ণ ঠাকুর । জয়ের পরে সুব্রত ঠাকুর বলেন, স্বাস্থ্যের পরিকাঠামো গঠনের কাজ করতে হবে। গোবরডাঙা হাসপাতাল তৈরি করা, ইছামতী সংস্কার, গাইঘাটা এলাকার পানীয় জলের সমস্যা এবং রাস্তা-ঘাট সংস্কারে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি । রাজ্যের চিত্র থেকে বনগাঁ চিত্র ভিন্ন প্রসঙ্গে সুব্রত বলেন, বনগাঁর মানুষ সব সময় মানুষের জন্য চিন্তা করেন। মানুষ পরিবর্তনের দিকে ভোট দিয়েছেন। মতুয়ারাও ভালো ভোট দিয়েছেন তাঁদের ।