ETV Bharat / state

"BJP করলে উচ্ছেদ ও খুন করা হবে", হুমকি পোস্টার মধ্যমগ্রামে - murdered

মধ্যমগ্রাম সহ রাজারহাটের নারায়ণপুর ও গঙ্গানগরে হুমকি পোস্টার । লেখা যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে ।

পোস্টার
author img

By

Published : Jun 17, 2019, 11:30 PM IST

মধ্যমগ্রাম, 17 জুন : মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ড । দেওয়ালে দেওয়ালে সাদা কাগজ সাঁটা । আর তাই নিয়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পোস্টারে লেখা, যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । ঘটনায় মধ্যমগ্রাম থানা ও নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে।

আজ সকালে মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম করে লেখা হুমকি পোস্টার দেখতে পান এলাকার BJP কর্মীরা । যাতে লেখা রয়েছে যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । শুধু মধ্যমগ্রামেই নয়, রাজারহাটের নারায়ণপুর ও গঙ্গানগর এলাকাতেও এই ধরনের হুমকি পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ । সেইসব পোস্টারের কোথাও মাথা কেটে নেওয়ার হুমকি , কোথাও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । আর প্রতিটি পোস্টারের নীচে লেখা রয়েছে জয় হিন্দ । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নিমাই দাস ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ।

আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রামের গঙ্গানগরে অবরোধ করেন BJP কর্মীরা । ঘটনাস্থানে পুলিশ গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান BJP কর্মীরা । পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন BJP কর্মীরা ।

এবিষয়ে মধ্যমগ্রাম পূর্ব মণ্ডলের BJP সভাপতি রাজকুমার পাল বলেন, "লোকসভা নির্বাচনে মধ্যমগ্রাম বিধানসভার কয়েকটি বুথে আমরা লিড পেয়েছি । তারপর থেকেই আমাদের কর্মীদের ওপর হামলা, অত‍্যাচার শুরু করেছে তৃণমূল । কিছুদিন আগে আমার ওপরেও হামলা চালিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা । তারপর আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা করে শাসক দল । BJP এখানে ক্রমশ শক্তিশালী হচ্ছে । তাই এই ধরনের হুমকি পোস্টার দিয়ে দলের মনোবল ভাঙার চেষ্টা করছে তৃণমূল । এভাবে BJP-কে দমিয়ে রাখা যাবে না ।"

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নিমাই দাস । তিনি বলেন, "BJP নিজেই এই ধরনের পোস্টার সাঁটিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে । মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার নামে । তদন্ত করলেই আসল তথ্য সামনে আসবে । ওদের নিয়ে বেশি কথা না বলাই ভালো । "

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা ওই পোস্টারগুলো লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

মধ্যমগ্রাম, 17 জুন : মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ড । দেওয়ালে দেওয়ালে সাদা কাগজ সাঁটা । আর তাই নিয়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পোস্টারে লেখা, যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । ঘটনায় মধ্যমগ্রাম থানা ও নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে।

আজ সকালে মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম করে লেখা হুমকি পোস্টার দেখতে পান এলাকার BJP কর্মীরা । যাতে লেখা রয়েছে যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । শুধু মধ্যমগ্রামেই নয়, রাজারহাটের নারায়ণপুর ও গঙ্গানগর এলাকাতেও এই ধরনের হুমকি পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ । সেইসব পোস্টারের কোথাও মাথা কেটে নেওয়ার হুমকি , কোথাও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । আর প্রতিটি পোস্টারের নীচে লেখা রয়েছে জয় হিন্দ । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নিমাই দাস ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ।

আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রামের গঙ্গানগরে অবরোধ করেন BJP কর্মীরা । ঘটনাস্থানে পুলিশ গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান BJP কর্মীরা । পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন BJP কর্মীরা ।

এবিষয়ে মধ্যমগ্রাম পূর্ব মণ্ডলের BJP সভাপতি রাজকুমার পাল বলেন, "লোকসভা নির্বাচনে মধ্যমগ্রাম বিধানসভার কয়েকটি বুথে আমরা লিড পেয়েছি । তারপর থেকেই আমাদের কর্মীদের ওপর হামলা, অত‍্যাচার শুরু করেছে তৃণমূল । কিছুদিন আগে আমার ওপরেও হামলা চালিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা । তারপর আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা করে শাসক দল । BJP এখানে ক্রমশ শক্তিশালী হচ্ছে । তাই এই ধরনের হুমকি পোস্টার দিয়ে দলের মনোবল ভাঙার চেষ্টা করছে তৃণমূল । এভাবে BJP-কে দমিয়ে রাখা যাবে না ।"

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নিমাই দাস । তিনি বলেন, "BJP নিজেই এই ধরনের পোস্টার সাঁটিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে । মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার নামে । তদন্ত করলেই আসল তথ্য সামনে আসবে । ওদের নিয়ে বেশি কথা না বলাই ভালো । "

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা ওই পোস্টারগুলো লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.