ঘোলা (উত্তর 24 পরগনা), 12 নভেম্বর : BJP-তৃণমূল সংঘর্ষ উত্তেজনা ছড়াল ঘোলা থানা চত্বরে ৷ সংঘর্ষে 2 পক্ষের 10 জনের মতো জখম হয়েছেন ৷ পরিতোষ বিশ্বাস নামে তাঁদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব ৷
গত সন্ধ্যায় ঘোলা পূর্ব পল্লি এলাকায় একটি বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে আসেন BJP নেতা কিশোর কর ৷ তিনি BJP-র কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি ৷ বৈঠক চলাকালীন নিচে জড়ো হয় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাদের সঙ্গে ছিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রূপালি বিশ্বাসের স্বামী অরিন্দম বিশ্বাস ৷ ওই বাড়িতে এতজন জড়ো হয়েছে কেন, তা জানতে চায় তৃণমূল সমর্থকরা ৷ তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ বাধে ৷ BJP-র অভিযোগ, তৃণমূল সমর্থকরা তাদের উপর হামলা চালায় ৷ অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বাড়িতে জড়ো হওয়ার কারণ জানতে চাওয়ায় হামলা চালায় BJP ৷
এই ঘটনা নিয়ে ঘোলা থানায় অভিযোগ জানাতে যায় BJP ৷ অভিযোগ জানিয়ে থানা থেকে বেরিয়ে আসার পর ফের দু'পক্ষের সংঘর্ষ বাধে ৷ BJP-র অভিযোগ, থানার বাইরে অপেক্ষা করছিল তৃণমূল সমর্থকরা ৷ বেরিয়ে আসার পরই হামলা চালায় ৷ উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘোলা এবং মধ্যমগ্রাম রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷
তৃণমূল সমর্থকরা চিন-চার রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ ৷ স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, দলীয় কর্মী পরিতোষ বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন ৷ তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
পরে কিশোর কর বলেন, "প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রূপালি বিশ্বাসের স্বামী অরিন্দম বিশ্বাসের নেতৃত্বে এসব হয়েছে ৷" তাঁর উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে তিনি অভিযোগ করেন ৷