ETV Bharat / state

সোদপুরে BJP কর্মীদের পতাকা লাগাতে বাধা, মারধর ; অভিযুক্ত তৃণমূল

BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে ৷ ঘটনায় পাঁচজন জখম ৷ অভিযুক্ত তৃণমূল ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jul 28, 2019, 8:08 PM IST

সোদপুর, 28 জুলাই : BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে ৷ ঘটনায় পাঁচজন জখম ৷ স্থানীয় এক BJP নেতার মা'কেও মারধর করা হয় ৷ প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করেন BJP কর্মীরা ৷ পরে পুলিশ ও RAF পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঘোলা থানার বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় আজ সকাল থেকে পতাকা লাগাচ্ছিলেন BJP কর্মী-সমর্থকরা ৷ BJP-র অভিযোগ, সেই সময় পঞ্চায়েত সদস্য ময়নাউদ্দিনের নেতৃত্বে 50-60 জন তৃণমূলকর্মী হামলা চালায় ৷ বাঁশ, লাঠি, পিস্তল দিয়ে মারধর করে ৷ স্থানীয় BJP নেতা বিশ্বনাথ ধরের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ বিশ্বনাথের বৃদ্ধা মা'কেও মারধর করা হয়েছে ৷

BJP
BJP নেতার বাড়িতে ভাঙচুরের চিত্র

এর প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও RAF নামানো হয় ৷ বিশ্বনাথের বক্তব্য, "ওরা (তৃণমূল) এখানে কখনও BJP-কে ঝান্ডা লাগাতে দেয় না ৷ এই প্রথম ঝান্ডা লাগানোর আক্রোশে এই কাজ করেছে ৷ রাতে হামলা চালানোর হুমকিও দিয়েছে তৃণমূলের লোকজন ৷"

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ স্থানীয় তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষের বক্তব্য, "আমার মনে হয় না, এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে ৷ আমার কাছে কোনও খবর নেই ৷"

সোদপুর, 28 জুলাই : BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে ৷ ঘটনায় পাঁচজন জখম ৷ স্থানীয় এক BJP নেতার মা'কেও মারধর করা হয় ৷ প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করেন BJP কর্মীরা ৷ পরে পুলিশ ও RAF পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঘোলা থানার বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় আজ সকাল থেকে পতাকা লাগাচ্ছিলেন BJP কর্মী-সমর্থকরা ৷ BJP-র অভিযোগ, সেই সময় পঞ্চায়েত সদস্য ময়নাউদ্দিনের নেতৃত্বে 50-60 জন তৃণমূলকর্মী হামলা চালায় ৷ বাঁশ, লাঠি, পিস্তল দিয়ে মারধর করে ৷ স্থানীয় BJP নেতা বিশ্বনাথ ধরের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ বিশ্বনাথের বৃদ্ধা মা'কেও মারধর করা হয়েছে ৷

BJP
BJP নেতার বাড়িতে ভাঙচুরের চিত্র

এর প্রতিবাদে ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও RAF নামানো হয় ৷ বিশ্বনাথের বক্তব্য, "ওরা (তৃণমূল) এখানে কখনও BJP-কে ঝান্ডা লাগাতে দেয় না ৷ এই প্রথম ঝান্ডা লাগানোর আক্রোশে এই কাজ করেছে ৷ রাতে হামলা চালানোর হুমকিও দিয়েছে তৃণমূলের লোকজন ৷"

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ স্থানীয় তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষের বক্তব্য, "আমার মনে হয় না, এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে ৷ আমার কাছে কোনও খবর নেই ৷"

Intro:সোদপুরে তুই বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ঘোলা এলাকায়Body:ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা ২ পঞ্চায়েত সমিতির মুসলমান পাড়া অঞ্চলে বিজেপির পতাকা লাগানো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আজ দুপুরে। অভিযোগ দুপুরে বিজেপি সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল অঞ্চল জুড়ে। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।মারধোর করা হয় বলেও অভিযোগ। এছাড়াও স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ ধর এর বাড়িতে হামলা ও ভাঙচুর এর অভিযোগ উঠেছে।কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষ। এরপরই উত্তেজিত বিজেপি সমর্থকরা ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে থানায় নামানো হয় র‍্যাফ। বিক্ষোভকারীদের থানা অঞ্চল থেকে হটিয়ে দেওয়া হয়।

পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। রাতে আবারও তৃণমূলের হামলার আশঙ্কা করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। Conclusion:পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। রাতে আবারও তৃণমূলের হামলার আশঙ্কা করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.