ETV Bharat / state

পৌরসভা নির্বাচনের জন্য বোমা তৈরি হচ্ছিল নৈহাটিতে, দাবি অর্জুনের - অর্জুন সিং

বিস্ফোরণের তীব্রতার জন্য স্থানীয়রা প্রথম থেকেই অভিযোগ তুলছিল, বাজির সঙ্গে বোমাও ছিল । গতকাল একই কথা বললেন BJP সাংসদ অর্জুন সিং । তাঁর দাবি, পৌরসভা নির্বাচনের জন্যই তৈরি হচ্ছিল এই বোমা ।

Arjun Singh
অর্জুন সিং
author img

By

Published : Jan 12, 2020, 3:42 AM IST

নৈহাটি, 12 জানুয়ারি : বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল নৈহাটির ছাইঘাট এলাকায় । বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে তার প্রভাব গঙ্গার ওপারে চুঁচুড়াতেও দেখা যায় । গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ছাইঘাট এলাকা পরিদর্শনে যান অর্জুন সিং । সেখানে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, ওই বাজি কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল । শুধু তাই নয়, আগামী পৌরসভা নির্বাচনের জন্য নৈহাটির এই কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল বলে দাবি অর্জুনের । পাশাপাশি এই ঘটনার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দায়ি করে বলেন, "দিদির ভাইরা লুঙ্গি-টুপি পরে বোমা তৈরি করছে ।"

নৈহাটির এই বাজি কারখানাগুলি থেকেই দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ একাধিক জায়গায় বোমা আমদানি-রপ্তানি হয় বলে দাবি করেন অর্জুন সিং । একইসঙ্গে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এটা কুটির উদ্যোগ । পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা নিজে স্বীকার করেছেন । দিদিমণির এরকম কুটির উদ্যোগ অনেক আছে । ক্ষমতায় আসার পর এই কুটির উদ্যোগ আরও বাড়িয়েছেন উনি । এখন জুয়া , হেরোইন কুটির উদ্যোগ হয়েছে । আর বোমার কারখানা আরও বেড়ে গেছে । তৃণমূল স্থানীয় নেতা, বিধায়ক, যুব নেতাদের তত্ত্বাবধানে এসব চলছিল । "

নৈহাটির ঘটনায় NIA দিয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, "তদন্তের তথ্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে । এদের কোনও জ্ঞান নেই । জ্ঞান থাকলে বাজিগুলো অল্প অল্প করে পোড়াতো । আমি স্পষ্ট বলছি, NIA তদন্ত হওয়া উচিত । তাহলে অনেক নাটকবাজের মুখোশ খুলে যাবে । মমতা ব্যানার্জির মুখোশ খুলে যাবে ।"

নৈহাটিকে মুঙ্গেরের সঙ্গে তুলনা করেন অর্জুন সিং । তিনি বলেন, "আগে শুনতাম মুঙ্গেরে অস্ত্র তৈরি হয় । এখন প্রত্যেকটা ঘরে ঘরে মুঙ্গের তৈরি হয়ে গেছে । আর বিস্ফোরক তৈরির জন্য তো দিদির ভাইরা আছে । লুঙ্গি-টুপি পরে বিস্ফোরক তৈরি করেই যাচ্ছে । কারখানা তৈরি করেই যাচ্ছে । পশ্চিমবঙ্গ বোমার উপর দাঁড়িয়ে আছে । এই বোমা তৈরি হচ্ছে আগামী পৌরসভা নির্বাচনের জন্য । মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য বোমাবাজি করতে হবে । তাই এসব করা হচ্ছে । এখন একটাই আর্জি । এই নাটকের তদন্ত বন্ধ করে সঠিক তদন্ত করা হোক । যারা আসল দোষী, যারা এদেরকে মদত দিচ্ছে তাদেরকে জেলে ঢোকানো দরকার । "

নৈহাটি, 12 জানুয়ারি : বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল নৈহাটির ছাইঘাট এলাকায় । বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে তার প্রভাব গঙ্গার ওপারে চুঁচুড়াতেও দেখা যায় । গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ছাইঘাট এলাকা পরিদর্শনে যান অর্জুন সিং । সেখানে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, ওই বাজি কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল । শুধু তাই নয়, আগামী পৌরসভা নির্বাচনের জন্য নৈহাটির এই কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল বলে দাবি অর্জুনের । পাশাপাশি এই ঘটনার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দায়ি করে বলেন, "দিদির ভাইরা লুঙ্গি-টুপি পরে বোমা তৈরি করছে ।"

নৈহাটির এই বাজি কারখানাগুলি থেকেই দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ একাধিক জায়গায় বোমা আমদানি-রপ্তানি হয় বলে দাবি করেন অর্জুন সিং । একইসঙ্গে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এটা কুটির উদ্যোগ । পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা নিজে স্বীকার করেছেন । দিদিমণির এরকম কুটির উদ্যোগ অনেক আছে । ক্ষমতায় আসার পর এই কুটির উদ্যোগ আরও বাড়িয়েছেন উনি । এখন জুয়া , হেরোইন কুটির উদ্যোগ হয়েছে । আর বোমার কারখানা আরও বেড়ে গেছে । তৃণমূল স্থানীয় নেতা, বিধায়ক, যুব নেতাদের তত্ত্বাবধানে এসব চলছিল । "

নৈহাটির ঘটনায় NIA দিয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, "তদন্তের তথ্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে । এদের কোনও জ্ঞান নেই । জ্ঞান থাকলে বাজিগুলো অল্প অল্প করে পোড়াতো । আমি স্পষ্ট বলছি, NIA তদন্ত হওয়া উচিত । তাহলে অনেক নাটকবাজের মুখোশ খুলে যাবে । মমতা ব্যানার্জির মুখোশ খুলে যাবে ।"

নৈহাটিকে মুঙ্গেরের সঙ্গে তুলনা করেন অর্জুন সিং । তিনি বলেন, "আগে শুনতাম মুঙ্গেরে অস্ত্র তৈরি হয় । এখন প্রত্যেকটা ঘরে ঘরে মুঙ্গের তৈরি হয়ে গেছে । আর বিস্ফোরক তৈরির জন্য তো দিদির ভাইরা আছে । লুঙ্গি-টুপি পরে বিস্ফোরক তৈরি করেই যাচ্ছে । কারখানা তৈরি করেই যাচ্ছে । পশ্চিমবঙ্গ বোমার উপর দাঁড়িয়ে আছে । এই বোমা তৈরি হচ্ছে আগামী পৌরসভা নির্বাচনের জন্য । মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য বোমাবাজি করতে হবে । তাই এসব করা হচ্ছে । এখন একটাই আর্জি । এই নাটকের তদন্ত বন্ধ করে সঠিক তদন্ত করা হোক । যারা আসল দোষী, যারা এদেরকে মদত দিচ্ছে তাদেরকে জেলে ঢোকানো দরকার । "

Intro:রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে, পুরনির্বাচনের জন্য বোমা তৈরি করা হচ্ছিলঃ অর্জুন সিং

নৈহাটিঃ রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে। আগামী পুরসভা নির্বাচনে বোমাবাজি করারা জন্য দিদির ভাইয়েরা বোম তৈরি করছিল। শনিবার নৈহাটির ছাইঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ব্যারাতপুরের সাংসদ অর্জন সিং। নৈহাটির দেবকগ্রাম থেকে উদ্ধার হওয়া বোমা বোমা বৃহস্পতিবার নিস্ক্রিয় করার সময় ছাইঘাটে বিস্ফোরণ ঘটে যায়। তাতে গঙ্গার পার্শ্ববর্তী সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই এলাকা পরিদর্শনে যান অর্জুন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, গোটা পশ্চিমবঙ্গ বোমের উপর দাঁড়িয়ে আছে। দিদির শাসনকালে এখন রাজ্যের ঘরে ঘরে মুঙ্গের তৈরি হয়েছে। সেখানে অস্ত্র ও বোমা তৈরি করা হচ্ছে।' এদিন তিনি আরও একবার এনআইএ তদন্তের দাবি তোলেন। তিনি বলেন, 'আমি প্রথম দিনই বলেছিলাম, খাগড়াগড়ের সঙ্গে নৈহাটির দেবকের ঘটনার মিল আছে। এনআইএ দিয়ে তদন্ত করানো দরকার। না হলে প্রকৃত ঘটনা উঠে আসবে না। রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে নৈহাটির ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলাম।' স্থানীয় বিধায়ক তৃণমূলের পার্থ ভৌমিক বলেছেন, কোথায় কোথায় বোমা তৈরি হয় তা অর্জুন সিংই ভালো বলতে পারবেন। সে প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, 'আমি জানি বলেই তো বলেছি, এখানে বোমা তৈরি হয়। সিপিএমের সময় তৈরি হত। তৃণমূলের সময় দিদির ভাইয়েরা বোমা তৈরি করছে। আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপিকে পুরভোট করতে দেবে না বলে আগে থেকে ওরা বোমা তৈরি করে রাখছে।'Body:রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে, পুরনির্বাচনের জন্য বোমা তৈরি করা হচ্ছিলঃ অর্জুন সিং

নৈহাটিঃ রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে। আগামী পুরসভা নির্বাচনে বোমাবাজি করারা জন্য দিদির ভাইয়েরা বোম তৈরি করছিল। শনিবার নৈহাটির ছাইঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ব্যারাতপুরের সাংসদ অর্জন সিং। নৈহাটির দেবকগ্রাম থেকে উদ্ধার হওয়া বোমা বোমা বৃহস্পতিবার নিস্ক্রিয় করার সময় ছাইঘাটে বিস্ফোরণ ঘটে যায়। তাতে গঙ্গার পার্শ্ববর্তী সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই এলাকা পরিদর্শনে যান অর্জুন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, গোটা পশ্চিমবঙ্গ বোমের উপর দাঁড়িয়ে আছে। দিদির শাসনকালে এখন রাজ্যের ঘরে ঘরে মুঙ্গের তৈরি হয়েছে। সেখানে অস্ত্র ও বোমা তৈরি করা হচ্ছে।' এদিন তিনি আরও একবার এনআইএ তদন্তের দাবি তোলেন। তিনি বলেন, 'আমি প্রথম দিনই বলেছিলাম, খাগড়াগড়ের সঙ্গে নৈহাটির দেবকের ঘটনার মিল আছে। এনআইএ দিয়ে তদন্ত করানো দরকার। না হলে প্রকৃত ঘটনা উঠে আসবে না। রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে নৈহাটির ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলাম।' স্থানীয় বিধায়ক তৃণমূলের পার্থ ভৌমিক বলেছেন, কোথায় কোথায় বোমা তৈরি হয় তা অর্জুন সিংই ভালো বলতে পারবেন। সে প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, 'আমি জানি বলেই তো বলেছি, এখানে বোমা তৈরি হয়। সিপিএমের সময় তৈরি হত। তৃণমূলের সময় দিদির ভাইয়েরা বোমা তৈরি করছে। আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপিকে পুরভোট করতে দেবে না বলে আগে থেকে ওরা বোমা তৈরি করে রাখছে।'Conclusion:রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে, পুরনির্বাচনের জন্য বোমা তৈরি করা হচ্ছিলঃ অর্জুন সিং

নৈহাটিঃ রাজ্যটা মুঙ্গের হয়ে গেছে। আগামী পুরসভা নির্বাচনে বোমাবাজি করারা জন্য দিদির ভাইয়েরা বোম তৈরি করছিল। শনিবার নৈহাটির ছাইঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ব্যারাতপুরের সাংসদ অর্জন সিং। নৈহাটির দেবকগ্রাম থেকে উদ্ধার হওয়া বোমা বোমা বৃহস্পতিবার নিস্ক্রিয় করার সময় ছাইঘাটে বিস্ফোরণ ঘটে যায়। তাতে গঙ্গার পার্শ্ববর্তী সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই এলাকা পরিদর্শনে যান অর্জুন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, গোটা পশ্চিমবঙ্গ বোমের উপর দাঁড়িয়ে আছে। দিদির শাসনকালে এখন রাজ্যের ঘরে ঘরে মুঙ্গের তৈরি হয়েছে। সেখানে অস্ত্র ও বোমা তৈরি করা হচ্ছে।' এদিন তিনি আরও একবার এনআইএ তদন্তের দাবি তোলেন। তিনি বলেন, 'আমি প্রথম দিনই বলেছিলাম, খাগড়াগড়ের সঙ্গে নৈহাটির দেবকের ঘটনার মিল আছে। এনআইএ দিয়ে তদন্ত করানো দরকার। না হলে প্রকৃত ঘটনা উঠে আসবে না। রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে নৈহাটির ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলাম।' স্থানীয় বিধায়ক তৃণমূলের পার্থ ভৌমিক বলেছেন, কোথায় কোথায় বোমা তৈরি হয় তা অর্জুন সিংই ভালো বলতে পারবেন। সে প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, 'আমি জানি বলেই তো বলেছি, এখানে বোমা তৈরি হয়। সিপিএমের সময় তৈরি হত। তৃণমূলের সময় দিদির ভাইয়েরা বোমা তৈরি করছে। আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপিকে পুরভোট করতে দেবে না বলে আগে থেকে ওরা বোমা তৈরি করে রাখছে।'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.