ETV Bharat / state

BJP MLA slams Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে...', মুখ্যমন্ত্রীকে আক্রমণে শালীনতা ছাড়ালেন বিজেপি বিধায়ক - বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে গারদে ভরা হবে । ডেপুটেশন চলাকালীন মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কদর্য ভাষায় আক্রমণ করলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । বিরোধী দলের বিধায়কের এহেন উক্তিতে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র মহলে (BJP MLA Swapan Majumder slams Mamata Banerjee ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 21, 2022, 3:56 PM IST

Updated : Dec 21, 2022, 6:19 PM IST

মুখ্যমন্ত্রীকে আক্রমণে শালীনতা ছাড়ালেন বিজেপি বিধায়ক

গাইঘাটা, 21 ডিসেম্বর: রাজনীতিতে চলছে কুকথার পরম্পরা । এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) লাথি মেরে গারদে ভরা হবে বলে হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (BJP MLA Swapan Majumder) । পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে ভয় না পেয়ে চ্যালাকাঠ দিয়ে পেটানোর নিদানও দিয়েছেন তিনি । রাজ্যের প্রশাসনিক প্রধানকে বিরোধী দলের বিধায়কের এহেন 'ভাষা' আক্রমণে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে (Swapan Majumder slams Mamata Banerjee)।

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে গাইঘাটা বিডিও অফিসে বুধবার ডেপুটেশনে আয়োজন করেছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি । এদিনের এই ডেপুটেশনে উপস্তিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ জেলার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক প্রবীর রায়-সহ শতাধিক কর্মী-সমর্থক (BJP MLA Swapan Majumder slams Mamata Banerjee) ।

আরও পড়ুন: চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এদিন ডেপুটেশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে গাইঘাটার বিডিও'কে দলদাস বলে আক্রমণ করেন স্বপন মজুমদার । দলের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসকে ভয় না-পেতে অনুরোধ করেন তিনি । স্বপন মজুমদার বলেন, "যদি কোনও তৃণমূল নেতা আপনাদের ধমকাতে আসেন, তাহলে চ্যালাকাঠ ধরবেন ।"

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানান তিনি । মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "যে দড়ি উনি রেখে দিয়েছেন সেই দড়ি তাঁর ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে পরানো হবে । আগে যাকে দড়ি পরাবেন বলতেন এখন তাঁর হাত ধরছেন, আগামীতে তাঁরই পা ধরবেন । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর হুংকার, "পা ধরেও কোনও লাভ হবে না, ওই পা দিয়ে মমতাকে লাথি মেরে গারদে ভরা হবে (BJP MLA slams Mamata Banerjee) ।"

আরও পড়ুন: জনভিত্তিহীন নেতারাই এমন বলেন, বেচারামকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এর আগেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক (BJP MLA Swapan Majumder) । সম্প্রতি বনগাঁ বিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশকে দড়ি দিয়ে বাঁধার বিধান দিয়েছিলেন । ওই ঘটনায় শাসকদলের আক্রমণের মুখে পড়তে হয়েছিল স্বপন মজুমদারকে । এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন তিনি । তাঁর কথায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে ।

মুখ্যমন্ত্রীকে আক্রমণে শালীনতা ছাড়ালেন বিজেপি বিধায়ক

গাইঘাটা, 21 ডিসেম্বর: রাজনীতিতে চলছে কুকথার পরম্পরা । এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) লাথি মেরে গারদে ভরা হবে বলে হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (BJP MLA Swapan Majumder) । পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে ভয় না পেয়ে চ্যালাকাঠ দিয়ে পেটানোর নিদানও দিয়েছেন তিনি । রাজ্যের প্রশাসনিক প্রধানকে বিরোধী দলের বিধায়কের এহেন 'ভাষা' আক্রমণে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে (Swapan Majumder slams Mamata Banerjee)।

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে গাইঘাটা বিডিও অফিসে বুধবার ডেপুটেশনে আয়োজন করেছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি । এদিনের এই ডেপুটেশনে উপস্তিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ জেলার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক প্রবীর রায়-সহ শতাধিক কর্মী-সমর্থক (BJP MLA Swapan Majumder slams Mamata Banerjee) ।

আরও পড়ুন: চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এদিন ডেপুটেশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে গাইঘাটার বিডিও'কে দলদাস বলে আক্রমণ করেন স্বপন মজুমদার । দলের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসকে ভয় না-পেতে অনুরোধ করেন তিনি । স্বপন মজুমদার বলেন, "যদি কোনও তৃণমূল নেতা আপনাদের ধমকাতে আসেন, তাহলে চ্যালাকাঠ ধরবেন ।"

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানান তিনি । মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "যে দড়ি উনি রেখে দিয়েছেন সেই দড়ি তাঁর ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে পরানো হবে । আগে যাকে দড়ি পরাবেন বলতেন এখন তাঁর হাত ধরছেন, আগামীতে তাঁরই পা ধরবেন । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর হুংকার, "পা ধরেও কোনও লাভ হবে না, ওই পা দিয়ে মমতাকে লাথি মেরে গারদে ভরা হবে (BJP MLA slams Mamata Banerjee) ।"

আরও পড়ুন: জনভিত্তিহীন নেতারাই এমন বলেন, বেচারামকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এর আগেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক (BJP MLA Swapan Majumder) । সম্প্রতি বনগাঁ বিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশকে দড়ি দিয়ে বাঁধার বিধান দিয়েছিলেন । ওই ঘটনায় শাসকদলের আক্রমণের মুখে পড়তে হয়েছিল স্বপন মজুমদারকে । এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন তিনি । তাঁর কথায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে ।

Last Updated : Dec 21, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.