অশোকনগর, 31 ডিসেম্বর: উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার সামনে শনিবার এক দলীয় বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির ৷ সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে হুমকি দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) স্বপন মজুমদার। বললেন, থানার ওসি-আইসিদের মাথা ফাটিয়ে দেওয়া হবে সেইসঙ্গে থানা জ্বালিয়ে দেওয়া হবে ৷
জানা গিয়েছে, 27 ডিসেম্বর, মঙ্গলবার অশোকনগর থানার অন্তর্গত ভুরকুন্ডা পঞ্চায়েতের বিজেপি মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে নিগ্রহের ঘটনায় তোলপাড় হয়ে রয়েছে অশোকনগর। তারই প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবিতে শনিবার বিকেলে অশোকনগর থানার কাছে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বারাসত জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র, বিধায়ক স্বপন মজুমদার-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
সভামঞ্চ থেকে রাজ্য সরকারের (State Govt) বিরুদ্ধে সরব হন স্বপনবাবু। পুলিশকে হুমকি দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আগামিদিনে যদি কোনও ওসি, আইসি আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ না-করে তৃণমূলের পক্ষপাতিত্ব করে তাহলে সেই সমস্ত ওসি-আইসির মাথা ফাটিয়ে দেবেন। পাশাপাশি তিনি দলীয় কর্মীর উপরে হামলার প্রসঙ্গ তুলে বলেন, "যে অপরাধ করেছে পুলিশ যদি তাকে ধরে সাজা না-দেয় তাহলে আগামিদিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই থানা আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব।"এ বিষয়ে তিনি আরও বলেন, "ভোটের পর আমাদের বহু কর্মী (BJP Workers) আক্রন্ত হয়েছেন। অনেকে বাড়ি ছাড়া। দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না-নিলে আমরা আর কত দিন বসে থাকব।"
আরও পড়ুন: বিজেপির প্রতিবাদ মিছিলকে ঘিরে ধুন্ধুমার যশোর রোডে