ETV Bharat / state

BJP Mahila Morcha : বনগাঁয় এসপি অফিস ঘেরাও অভিযান, গ্রেফতার 13 - বিজেপির আইন অমান্য আন্দোলন

রাজ্যজুড়ে মহিলাদের উপর নানা ভাবে অত্যাচার চলছে ৷ শিশুকন্যাকেও ধর্ষণ করা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে নীরব ৷ এই অভিযোগ তুলে আজ রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলনে নেমেছে বিজেপি মহিলা মোর্চা ৷

বিক্ষোভরত বিজেপি মহিলা মোর্চা
বিক্ষোভরত বিজেপি মহিলা মোর্চা
author img

By

Published : Aug 12, 2021, 5:27 PM IST

বনগাঁ, 12 অগস্ট : পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা ৷ যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল মহিলা কর্মীদের । 13 জন বিজেপি মহিলা কর্মীকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ রামনগর রোড সংলগ্ন পুলিশ সুপারের অফিসের সামনে ।

স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হলেও দিকে দিকে নারী নির্যাতন চলছে ৷ অথচ তিনি এনিয়ে কিছু বলছেন না ৷ মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে এদিন আইন অমান্য আন্দোলন কর্মসূচির ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা । সেইমতো এদিন দুপুরে বিজেপির বনগাঁ জেলা পার্টি অফিসের সামনে থেকে শতাধিক মহিলা কর্মী- সমর্থক মিছিল করে পুলিশ সুপারের অফিসের সামনে আসেন । সেখানে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা । এদিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সুপারের অফিসের সামনে আগে থেকে আঁটোসাঁটো পুলিশি ব্যবস্থা করা হয়েছিল ।

আরও পড়ুন : BJP Bengal : বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতায়

বেশকিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পরে পুলিশ অবস্থান-বিক্ষোভ তুলে নিতে বলে ৷ কিন্তু বিক্ষোভ চালিয়ে যায় মহিলা মোর্চা । তখন পুলিশ মহিলা কর্মীদের গাড়িতে তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, ঠেলাঠেলি । বিজেপির অভিযোগ, পুলিশ সে সময় মহিলা কর্মীদের উপর অত্যাচার করেছে, মারধর করেছে ।

পুলিশ মহিলাদের গ্রেফতার করে বনগাঁ থানায় নিয়ে এলে থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা । বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব অভিযোগ করে বলেন, "মহিলাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের উপরে পুলিশ অত্যাচার চালিয়েছে । মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের । আমাদের শতাধিক মহিলা কর্মীকে গ্রেফতার করেছে ।"

এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, "মিথ্যাবাদী দলের নাম বিজেপি । শান্ত বনগাঁকে অশান্ত করতে চাইছে বিজেপি । মিথ্যা প্রচার করে মা-বোনেদের অপমানিত করছে । বিজেপি দলটা আসলে উঠে যাচ্ছে । বিজেপিতে কেউ আর এখন আসে না । তাই তারা এই সব করে একটা বার্তা দিতে চাইছে যে, আমরা এখনও আছি ।"

বনগাঁ, 12 অগস্ট : পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা ৷ যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল মহিলা কর্মীদের । 13 জন বিজেপি মহিলা কর্মীকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ রামনগর রোড সংলগ্ন পুলিশ সুপারের অফিসের সামনে ।

স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হলেও দিকে দিকে নারী নির্যাতন চলছে ৷ অথচ তিনি এনিয়ে কিছু বলছেন না ৷ মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে এদিন আইন অমান্য আন্দোলন কর্মসূচির ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা । সেইমতো এদিন দুপুরে বিজেপির বনগাঁ জেলা পার্টি অফিসের সামনে থেকে শতাধিক মহিলা কর্মী- সমর্থক মিছিল করে পুলিশ সুপারের অফিসের সামনে আসেন । সেখানে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা । এদিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সুপারের অফিসের সামনে আগে থেকে আঁটোসাঁটো পুলিশি ব্যবস্থা করা হয়েছিল ।

আরও পড়ুন : BJP Bengal : বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতায়

বেশকিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পরে পুলিশ অবস্থান-বিক্ষোভ তুলে নিতে বলে ৷ কিন্তু বিক্ষোভ চালিয়ে যায় মহিলা মোর্চা । তখন পুলিশ মহিলা কর্মীদের গাড়িতে তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, ঠেলাঠেলি । বিজেপির অভিযোগ, পুলিশ সে সময় মহিলা কর্মীদের উপর অত্যাচার করেছে, মারধর করেছে ।

পুলিশ মহিলাদের গ্রেফতার করে বনগাঁ থানায় নিয়ে এলে থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা । বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব অভিযোগ করে বলেন, "মহিলাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের উপরে পুলিশ অত্যাচার চালিয়েছে । মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের । আমাদের শতাধিক মহিলা কর্মীকে গ্রেফতার করেছে ।"

এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, "মিথ্যাবাদী দলের নাম বিজেপি । শান্ত বনগাঁকে অশান্ত করতে চাইছে বিজেপি । মিথ্যা প্রচার করে মা-বোনেদের অপমানিত করছে । বিজেপি দলটা আসলে উঠে যাচ্ছে । বিজেপিতে কেউ আর এখন আসে না । তাই তারা এই সব করে একটা বার্তা দিতে চাইছে যে, আমরা এখনও আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.