ETV Bharat / state

জ্য়োতিপ্রিয় মল্লিক চাল চোর : সৌমিত্র খাঁ - বসিরহাট

সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-BJP সংঘর্ষ নিয়ে শাসকদলের উপর ক্ষোভ উগরে দিলেন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ।

"খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক চাল চোর", মন্তব্য সৌমিত্র খাঁ-র
"খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক চাল চোর", মন্তব্য সৌমিত্র খাঁ-র
author img

By

Published : Jun 28, 2020, 11:14 AM IST

বসিরহাট, 28 জুন: "খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাল চোর । চাল চাইলে জুটছে গুলি ।" শনিবার বসিরহাট জেলা হাসপাতালে সন্দেশখালির আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে এসে এমনই মন্তব্য করলেন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । এছাড়াও সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷

সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-BJP সংঘর্ষ হয় । তাতে আক্রান্ত BJP কর্মীরা বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের দেখতে আসেন সৌমিত্র খাঁ ৷ এরপর বসিরহাট টাউন হল সংলগ্ন BJP-র পার্টি অফিস থেকে ইটিন্ডা রোড হয়ে বসিরহাট জেলা হাসপাতাল পর্যন্ত কয়েকশো কর্মী প্রথমে জমায়েত করে । তারপর মোটর বাইকে মিছিলও করে তারা । সেখানেই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, "উনি তো চাল চোর । চাল চাইলে মানুষকে গুলি খাওয়াচ্ছেন । BDO-র কাছে কেউ চাল চাইতে গেলে মন্ত্রী-শাগরেদরা গুলি চালাচ্ছে । BJP কর্মী-সমর্থকদের উপর রাতের অন্ধকারে মারধর করছে ।" তিনি আরও বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় BJP কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন । পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে । এক সময় অমিতাভ বচ্চনের শোলে সিনেমা দেখেছিলাম । সেখানে কেউ কিছু করলে গব্বর সিং গুলি চালাত । এখানে দেখছি রাজ্যের শাসকদল গুলি খাওয়াচ্ছে ৷ মানুষকে কথা বলতে দিচ্ছে না ৷ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে । সন্দেশখালির আজকের এই ঘটনা তারই উদাহরণ ।"

"খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক চাল চোর", মন্তব্য সৌমিত্র খাঁ-র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি বলেন, "যাঁকে মায়ের মতো দেখা হত তিনি এখন কলঙ্ক । কেন্দ্রীয় সরকারের অর্থ কীভাবে ভাইপোর তহবিলে জমা করা যায়, তিনি সেই চেষ্টা করছেন ।" সন্দেশখালির ঘটনা নিয়ে বুদ্ধিজীবীদের কটাক্ষ করে সৌমিত্র বলেন, "এই ঘটনায় কেন বুদ্ধিজীবীরা সামনে আসছেন না ? তাহলে কি রাজ্য সরকারের কাছ থেকে তাঁরা দু'লাখ টাকা করে মাইনে পাচ্ছেন ?" প্রশ্ন তাঁর ৷

বসিরহাট, 28 জুন: "খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাল চোর । চাল চাইলে জুটছে গুলি ।" শনিবার বসিরহাট জেলা হাসপাতালে সন্দেশখালির আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে এসে এমনই মন্তব্য করলেন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । এছাড়াও সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷

সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-BJP সংঘর্ষ হয় । তাতে আক্রান্ত BJP কর্মীরা বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের দেখতে আসেন সৌমিত্র খাঁ ৷ এরপর বসিরহাট টাউন হল সংলগ্ন BJP-র পার্টি অফিস থেকে ইটিন্ডা রোড হয়ে বসিরহাট জেলা হাসপাতাল পর্যন্ত কয়েকশো কর্মী প্রথমে জমায়েত করে । তারপর মোটর বাইকে মিছিলও করে তারা । সেখানেই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, "উনি তো চাল চোর । চাল চাইলে মানুষকে গুলি খাওয়াচ্ছেন । BDO-র কাছে কেউ চাল চাইতে গেলে মন্ত্রী-শাগরেদরা গুলি চালাচ্ছে । BJP কর্মী-সমর্থকদের উপর রাতের অন্ধকারে মারধর করছে ।" তিনি আরও বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় BJP কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন । পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে । এক সময় অমিতাভ বচ্চনের শোলে সিনেমা দেখেছিলাম । সেখানে কেউ কিছু করলে গব্বর সিং গুলি চালাত । এখানে দেখছি রাজ্যের শাসকদল গুলি খাওয়াচ্ছে ৷ মানুষকে কথা বলতে দিচ্ছে না ৷ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে । সন্দেশখালির আজকের এই ঘটনা তারই উদাহরণ ।"

"খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক চাল চোর", মন্তব্য সৌমিত্র খাঁ-র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি বলেন, "যাঁকে মায়ের মতো দেখা হত তিনি এখন কলঙ্ক । কেন্দ্রীয় সরকারের অর্থ কীভাবে ভাইপোর তহবিলে জমা করা যায়, তিনি সেই চেষ্টা করছেন ।" সন্দেশখালির ঘটনা নিয়ে বুদ্ধিজীবীদের কটাক্ষ করে সৌমিত্র বলেন, "এই ঘটনায় কেন বুদ্ধিজীবীরা সামনে আসছেন না ? তাহলে কি রাজ্য সরকারের কাছ থেকে তাঁরা দু'লাখ টাকা করে মাইনে পাচ্ছেন ?" প্রশ্ন তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.