বারাসত, 25 নভেম্বর : বারাসত আদালতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি ও কৃত্রিম সংকট রুখতে পথে নামল BJP-র আইনজীবী সেল। আজ দুপুরে বারাসত আদালত চত্বর থেকে আইনজীবীরা মিছিল করে জমায়েত করেন জেলাশাসকের অফিসের সামনে। তারপরই আইনজীবীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন।
অভিযোগ, দীর্ঘদিন ধরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি চলছে বারাসত আদালত চত্বরে।ফলে,সংকট দেখা দিয়েছে দশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের। কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করা হচ্ছে। যাতে বিচারপ্রার্থীরা বেশি দামে এই স্ট্যাম্প কিনতে বাধ্য হন। পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছে এই কারবার৷ কিন্তু তা বন্ধ করতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে বলে অভিযোগ। এরই প্রতিবাদে সরব হয়েছে BJP-র আইনজীবী সেল।নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি ও কৃত্রিম সংকট রুখতে আজ পথে নামেন BJP সমর্থিত বারাসত আদালতের আইনজীবীরা।মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন তাঁরা।পরে,সংগঠনের পাঁচজনের এক প্রতিনিধি দল বিষয়টি তুলে ধরেন জেলাশাসকের কাছে।দেওয়া হয় স্মারকলিপিও।
এই বিষয়ে BJP-র উত্তর ২৪ পরগনার আইনজীবী সেলের আহ্বায়ক ও বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার বলেন,"এক শ্রেণির মানুষ নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি করে কৃত্রিম সংকট তৈরি করছে।যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বিচারপ্রার্থীদের।সবকিছু জেনেও পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়।সেই কারণেই পথে নামতে হয়েছে৷" জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে,নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি ও কৃত্রিম সংকট নিয়ে তীব্র আলোড়ন ফেলেছে বারাসত আদালত চত্বরে।ঘটনায় উৎকণ্ঠিত বিচারপ্রার্থীরা। সূত্র মারফত জানা গিয়েছে, শুধু বারাসত নয়, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, চুঁচুড়া, চন্দননগর, কল্যাণী, আলিপুর আদালতেও নন-জুডিশিয়াল স্ট্যাম্পের একই অবস্থা তৈরি হয়েছে।