মধ্যমগ্রাম, ২৪ ফেব্রুয়ারি : ঠাকুরনগরের পর এবার মধ্যমগ্রাম। আবারও মাঠে সভার অনুমতি পাওয়া নিয়ে বিতর্ক। মাঠ না পাওয়ার অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে জনকল্যাণ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভারত কে মন কি বাত' অনুষ্ঠান বাতিল করল BJP। আজ এই মাঠেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান করার কথা ছিল। এর জন্য ক্লাব কতৃর্পক্ষকে চিঠি দিয়ে অনুমতিও চাওয়া হয়েছিল। BJP-র দাবি, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ক্লাব কতৃর্পক্ষ প্রথমে অনুমতি দিয়েছিল। অনুমতি মেলায় ওই মাঠে প্যান্ডেল তৈরির প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু, হঠাৎ শুক্রবার রাতে তাদের ফোন করে জানানো হয়, অজ্ঞাত কারণে ওই মাঠের অনুমতি দেওয়া যাচ্ছে না। ফলে, মাঠ না পাওয়ায় আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে BJP।
এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা BJP-র সাংগঠনিক(বারাসত)সভাপতি প্রদীপ ব্যানার্জি বলেন, "আজ জনকল্যাণ মাঠে প্রধানমন্ত্রীর 'ভারত কে মন কি বাত' অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর। থাকার কথা ছিল BJP নেতা মুকুল রায়ের। অনুষ্ঠানে দু'টি বাসে হ্যান্ড স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ বছরের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হত। এছাড়া, আগামী পাঁচ বছর আর কোন কোন উন্নয়নমূলক কাজ করা যেতে পারে, তার সাজেশন দেওয়ারও কথা ছিল। এর জন্য মাঠেই সাজেশন বক্স তৈরি করার পরিকল্পনা ছিল আমাদের।" তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান করার আগেই শাসকদল ভয় পেয়ে মাঠ বাতিলের জন্য ক্লাব কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে। সেজন্যই তারা মাঠ দিতে অস্বীকার করছে। এছাড়া আর কোনও কারণ নেই। তৃণমূল সব জায়গায় এই ধরনের নোংরা রাজনীতি করছে। তবে, অনুষ্ঠান বাতিল হলেও আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের পাশেই সাধারণ মানুষ থাকবে বলে আশাবাদী তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। মাঠ না পাওয়ার পিছনে তাঁদের কোনও হাত নেই বলে দাবি করেন তিনি। বলেন, "প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে লোক হবে না বুঝতে পেরেই BJP নেতারা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন। এখন নানা অজুহাত খাড়া করার চেষ্টা করছেন। ওদের এই রাজনীতি সাধারণ মানুষ বুঝে গেছে।"