গাইঘাটা, 10 নভেম্বর: সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঠাকুরনগরে আসার আগের রাতে বাম সংগঠন সিটুর পার্টি অফিস (CITU Party Office) দখলের চেষ্টা করা হয়েছে । এমনটাই অভিযোগ উঠেছে বামেদের তরফে ৷ পার্টি অফিসের বোর্ড কালি দিয়ে মুছে পাশে বিজেপি লিখে দেওয়া হয়েছে । ছিঁড়ে ফেলা হয়েছে পার্টি অফিসের সামনের ফ্লেক্স । আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে পরস্পর ।
জানা গিয়েছে, গাইঘাটার চাঁদপাড়া এক নাম্বার স্টেশনে দীর্ঘ 48 বছর ধরে একটি পার্টি অফিস রয়েছে বাম সংগঠন সিটুর । অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পার্টি অফিসের সামনে লেখা বোর্ডে লাল কালি লেপে দিয়ে বিজেপি লিখে রেখেছে । ছিঁড়ে ফেলা হয়েছে পার্টি অফিসের সামনে থাকা সমাবেশের ফ্লেক্স ।
সিটু নেতা কপিল ঘোষের দাবি, "উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে । গাইঘাটার সংস্কৃতি নষ্ট করতে চাইছে । আগে গাইঘাটায় এমন ঘটনা কখনও দেখা যায়নি ।" এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, "বামেদের ভোট বিজেপিতে গিয়েছে, ফলে এটা না-হওয়ার তেমন কিছু নেই ।" পাশাপাশি তিনি আরও বলেন, "গাইঘাটার সংস্কৃতিতে এই ধরনের রাজনীতি নেই ।"
আরও পড়ুন: কোথায় কখন টপকে যাবেন..., বেলঘরিয়ায় বিরোধীদের হুমকি মদনের !
যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীর রায় । তিনি বলেন, "বামেদের অনেকেই বিজেপিতে আসার জন্য যোগাযোগ রাখছে । অতি উৎসাহিত হয়ে যদি কেউ এমন ঘটনা ঘটায় দায়ভার তার । এর জন্য বিজেপি কোনওভাবে দায়ী নয় ।"