ETV Bharat / state

বনগাঁয় BJP কর্মীকে ভোট দিতে বাধা, মারধরের অভিযোগ

বনগাঁয় ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজু তরফদার নামে এক BJP কর্মী ।

রাজু তরফদার
author img

By

Published : May 6, 2019, 1:56 PM IST

বনগাঁ , 6 মে : বনগাঁ লোকসভার অন্তর্গত স্বরূপনগর বিধানসভা এলাকার চিতুরি 121 নম্বর বুথে BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । পাশাপাশি ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজু তরফদার নামে এক BJP কর্মী । তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ । অভিযোগ তৃণমূলের দিকে ।

এই বিষয়ে রাজু বলেন, "আমি ভোট দিতে যাচ্ছিলাম । আমাকে বাধা দিয়ে ওরা বলে ভোট দিতে যেতে হবে না । আমি তখন তাদের বলি যে আমি নিজের ভোট নিজে দেব । যা শুনে তৃণমূলের তিন চার জন আমাকে মারধর করে ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "এখানে বেশিরভাগ লোককে ভোট দিতে দেওয়া হচ্ছে না । BJP সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে ।

বনগাঁ , 6 মে : বনগাঁ লোকসভার অন্তর্গত স্বরূপনগর বিধানসভা এলাকার চিতুরি 121 নম্বর বুথে BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । পাশাপাশি ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজু তরফদার নামে এক BJP কর্মী । তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ । অভিযোগ তৃণমূলের দিকে ।

এই বিষয়ে রাজু বলেন, "আমি ভোট দিতে যাচ্ছিলাম । আমাকে বাধা দিয়ে ওরা বলে ভোট দিতে যেতে হবে না । আমি তখন তাদের বলি যে আমি নিজের ভোট নিজে দেব । যা শুনে তৃণমূলের তিন চার জন আমাকে মারধর করে ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "এখানে বেশিরভাগ লোককে ভোট দিতে দেওয়া হচ্ছে না । BJP সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে ।

Intro:উচ্চ মাধ্যমিকপরীক্ষার্থীকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার প্রলভোন দেখিয়ে দীঘায় নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল খুড়তুতো জামাই বাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার দক্ষিণ গৌরীপুরের মণ্ডল পাড়ায়। এই নিয়ে এলাকাই চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা ছাত্রী সহ পরিবারের লোকজন বিষ্ণুপুর থানার দারস্থ হয়েছে। Body:ঘটনার সূত্রপাত চলতি মাসেরএক তারিখে। খুড়তুতো জামাই বাবু সনাতন মণ্ডল আত্মীয়দের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে দিঘার একটি নাম জাদা হোটেলে নিয়ে গিয়ে ওঠে। সেখানে বেশ কিছু বার ছাত্রী টি কে ধর্ষণ করে। চলতি মাসের ৩ তারিখে নিয়ে এসে বেহালা চৌরাস্তার অচৈতন্য অবস্তায় ছেড়ে দেয়। সাধারণ মানুষ পরে থাকতে দেখে চোখে মুখে জল দিয়ে ঞ্জান ফেরায়। বাড়ির ঠিকানা বলায় বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে ভর্তি করে। Conclusion:মেয়েটি পরিবারের লোকজনদের কাছে সমস্ত কথা খুলে বলে। তারপর আজ বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খুড়তুতো জামাই বাবুর বাড়ি ওই থানা এলাকায়। সনাতন মণ্ডলের পেশাই পান চাষী। বছর ৩২ এর সনাতন দুই ছেলের বাবা। নির্যাতিতা বিজয় রামপুর হাই স্কুলের ছাত্রী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত জামাইবাবু।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.