বসিরহাট, 13 সেপ্টেম্বর : সম্প্রতি বসিরহাটের বাইক চুরির প্রবণতা বাড়ায় ঘুম ছুটেছে পুলিশের । তদন্তে নেমে শনিবার ভোরে বাইক পাচার চক্রের পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ । অন্যদিকে বারাসতে উদ্ধার হয়েছে চুরি যাওয়া 154টি মোবাইল ফোন । এদিন উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দিয়েছেন বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।
পুলিশ জানিয়েছে, বসিরহাটে ধৃত বাইক চোরের নাম আজাহার তরফদার । বাড়ি মিনাখাঁ থানার কুমারজোল এলাকায় । আজাহার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে বাড়িতে মজুদ করে পরে সেগুলো বিক্রি করত । তার বাড়ির এলাকা থেকে 10টি বাইক উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, সম্প্রতি মিনাখাঁ থানা এলাকায় পরপর কয়েকটি বাইক চুরির ঘটনা ঘটে । বাসন্তী হাইওয়ে ওপর থেকেও বাইক চুরির ঘটনা ঘটেছে । সব চুরির অভিযোগ দায়ের হয়েছে থানায় । বসিরহাট জেলা পুলিশ ও মিনাখাঁ থানার পুলিশ তদন্তে নেমে আজহারের নাম জানতে পারে । শনিবার ভোরে পুলিশ অজাহারের বাড়িতে হানা দেয় । তাকে জেরার পর উদ্ধার হয় বাইকগুলি । পুলিশের দাবি, জেরায় ধৃত জানায় ফাঁকা এলাকা দেখে বাইকের লক ভেঙে সেগুলো নিয়ে যাওয়া হত গোপন জায়গায় । তারপর সুযোগ বুঝে ক্রেতা জোগাড় করে 10 থেকে 15 হাজার টাকায় বিক্রি করা হত । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।
অন্য দিকে গত কয়েকদিন টানা অভিযান চালিয়ে বারাসত জেলা পুলিশ 154টি হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে । এদিন উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির কয়েকজন মালিককে পুলিশ সুপারের অফিসে ডেকে পাঠানো হয় । তাঁদের হাতে উদ্ধার হওয়া মোবাইলগুলি তুলে দেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ।