ETV Bharat / state

গণনা কেন্দ্রে খুশ মেজাজে বাগদার তৃণমূল-বিজেপি প্রার্থী - bengal election 2021 result

ভোট গণনার সকালেই খোশ মেজাজে গল্প করতে দেখা গেল বাগদা বিধানসভার দুই প্রতিদ্বন্দ্বীকে ৷ এদিন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রার্থীর বিশ্বজিৎ দাস এবং তৃণমূল প্রার্থী পরিতোষ সাহাকে বেশ বন্ধুত্বপূর্ণ ভঙ্গীতে দেখা গেল ৷ তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী ৷ জানালেন, 50 হাজার ভোটে জিতবেন ৷

খুশ মেজাজে বাগদার তৃণমূল-বিজেপি প্রার্থী
খুশ মেজাজে বাগদার তৃণমূল-বিজেপি প্রার্থী
author img

By

Published : May 2, 2021, 10:24 AM IST

বাগদা, 2 মে: গণনা শুরুর আগে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গল্পগুজব তৃণমূল বিজেপি প্রার্থী । উত্তর 24 পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের মধ্যে দেখা গেল বাগদার বিজেপি প্রার্থীর বিশ্বজিৎ দাস এবং তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা গল্পে মেতেছেন । রবিবার ভোট গণনার শুরু থেকেই খুশ মেজাজে দেখা গেল দুই প্রার্থীকে ।

ভোটের ময়দানে কখনও মাইক বেঁধে কখন বা প্রচারে বেড়িয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছেন । ভোট ময়দানে কেউ কেউকে একবিন্দু জায়গা ছাড়েননি । ভোট পর্ব মিটে আজ গণনা কেন্দ্রে তাঁরা । রাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সে তো সময়ের অপেক্ষা । কিন্তু গণনা কেন্দ্রে খুশ মেজাজে দেখা গেল বাগদার তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা ও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে । পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু সময় গল্প করতেও দেখা গেল তাঁদের ।

ভোট গণনার সকালে খুশ মেজাজে বাগদার তৃণমূল-বিজেপি প্রার্থী ৷

এনিয়ে বিশ্বজিৎ দাস বলেন, "রাজনৈতিক সৌজন্যতা এটা বাংলার সংস্কৃতি । এটা থাকবে । খেলার মাঠে আমি প্লেয়ার । খেলার মাঠে আমি খেলেছি । খেলার মাঠের বাইরে বেরিয়ে সকলের সঙ্গে হ্যান্ডসেক করেছি, দেখা করেছি । প্রার্থী, প্রার্থীই । খেলা, খেলাই ।" পাশাপাশি তিনি জয়ের পক্ষেও আশাবাদী বলে জানান ।

আরও পড়ুন: সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর

বাগদা, 2 মে: গণনা শুরুর আগে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গল্পগুজব তৃণমূল বিজেপি প্রার্থী । উত্তর 24 পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের মধ্যে দেখা গেল বাগদার বিজেপি প্রার্থীর বিশ্বজিৎ দাস এবং তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা গল্পে মেতেছেন । রবিবার ভোট গণনার শুরু থেকেই খুশ মেজাজে দেখা গেল দুই প্রার্থীকে ।

ভোটের ময়দানে কখনও মাইক বেঁধে কখন বা প্রচারে বেড়িয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছেন । ভোট ময়দানে কেউ কেউকে একবিন্দু জায়গা ছাড়েননি । ভোট পর্ব মিটে আজ গণনা কেন্দ্রে তাঁরা । রাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সে তো সময়ের অপেক্ষা । কিন্তু গণনা কেন্দ্রে খুশ মেজাজে দেখা গেল বাগদার তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা ও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে । পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু সময় গল্প করতেও দেখা গেল তাঁদের ।

ভোট গণনার সকালে খুশ মেজাজে বাগদার তৃণমূল-বিজেপি প্রার্থী ৷

এনিয়ে বিশ্বজিৎ দাস বলেন, "রাজনৈতিক সৌজন্যতা এটা বাংলার সংস্কৃতি । এটা থাকবে । খেলার মাঠে আমি প্লেয়ার । খেলার মাঠে আমি খেলেছি । খেলার মাঠের বাইরে বেরিয়ে সকলের সঙ্গে হ্যান্ডসেক করেছি, দেখা করেছি । প্রার্থী, প্রার্থীই । খেলা, খেলাই ।" পাশাপাশি তিনি জয়ের পক্ষেও আশাবাদী বলে জানান ।

আরও পড়ুন: সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.