ETV Bharat / state

শাসনে সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধর - isf election agents attacked in shasan

শাসনের কৃষ্ণমাটি প্রাথমিক স্কুলের চারটি বুথে পঞ্চম দফা নির্বাচনের সাতসকালেই অশান্তি ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ এজেন্টকে অপহরণের অভিযোগও ওঠে ৷

শাসনে সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধর ৷
শাসনে সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধর ৷
author img

By

Published : Apr 17, 2021, 11:11 AM IST

Updated : Apr 17, 2021, 12:59 PM IST

শাসন, 17 এপ্রিল: পঞ্চম দফা নির্বাচনেও অশান্তি অব্যাহত ৷ এদিন শাসনে মার খেলেন সংযুক্ত মোর্চার এজেন্টরা ৷ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

অভিযোগ, কৃষ্ণমাটি প্রাথমিক স্কুলের 72, 72-এ, 77, 78 এবং 78-এ বুথে সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির এজেন্টদের মারধর করেন তৃণমূলের কর্মীরা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের মেরে তাড়িয়ে দেন তৃণমূলের কর্মীরা ৷ শুধু তাই নয়, সংযুক্ত মোর্চার দুই এজেন্টকে অপহরণের অভিযোগও ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে ।

প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির অভিযোগ, তাঁর তিনজন এজেন্ট নিখোঁজ হয়ে আছে ৷ আজ সকাল থেকেই কৃষ্ণামাটি গ্রামের একটি বুথে তাঁদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে ৷ একজন কোনওমতে পালিয়ে পার্টি অফিসে আসে ৷ তিনি গিয়ে ওই এজেন্টকে আবার বুথে বসিয়ে দিয়ে এসেছেন ৷ তাঁর প্রশাসনের কাছে অনুরোধ, তাঁর এই নিখোঁজ এজেন্টদের উদ্ধার করে তাঁদের ঘরে ফেরৎ দিন ৷ সঠিক বিচার করুন ৷ তিনি বলেন, "ইলেকশন করতে গিয়ে কোনও মায়ের কোল খালি হবে সেটা আমরা চাই না ৷ ভোট শান্তিপূর্ণ ভাবে হোক ৷ তাতে আমি জিততে পারলে জিতব, না জিততে পারলে না জিতব ৷"

শাসনে সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধরের অভিযোগ, নিখোঁজ তিন এজেন্ট ৷

জানা গিয়েছে, 72 নং বুথে পুনরায় এজেন্ট বসানো গেছে ৷ বাকি বুথগুলিতে এখনও এজেন্ট বসানো যায়নি ৷ সংযুক্ত মোর্চার তরফে থানায় অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে৷

শাসন, 17 এপ্রিল: পঞ্চম দফা নির্বাচনেও অশান্তি অব্যাহত ৷ এদিন শাসনে মার খেলেন সংযুক্ত মোর্চার এজেন্টরা ৷ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

অভিযোগ, কৃষ্ণমাটি প্রাথমিক স্কুলের 72, 72-এ, 77, 78 এবং 78-এ বুথে সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির এজেন্টদের মারধর করেন তৃণমূলের কর্মীরা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের মেরে তাড়িয়ে দেন তৃণমূলের কর্মীরা ৷ শুধু তাই নয়, সংযুক্ত মোর্চার দুই এজেন্টকে অপহরণের অভিযোগও ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে ।

প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির অভিযোগ, তাঁর তিনজন এজেন্ট নিখোঁজ হয়ে আছে ৷ আজ সকাল থেকেই কৃষ্ণামাটি গ্রামের একটি বুথে তাঁদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে ৷ একজন কোনওমতে পালিয়ে পার্টি অফিসে আসে ৷ তিনি গিয়ে ওই এজেন্টকে আবার বুথে বসিয়ে দিয়ে এসেছেন ৷ তাঁর প্রশাসনের কাছে অনুরোধ, তাঁর এই নিখোঁজ এজেন্টদের উদ্ধার করে তাঁদের ঘরে ফেরৎ দিন ৷ সঠিক বিচার করুন ৷ তিনি বলেন, "ইলেকশন করতে গিয়ে কোনও মায়ের কোল খালি হবে সেটা আমরা চাই না ৷ ভোট শান্তিপূর্ণ ভাবে হোক ৷ তাতে আমি জিততে পারলে জিতব, না জিততে পারলে না জিতব ৷"

শাসনে সংযুক্ত মোর্চার এজেন্টদের মারধরের অভিযোগ, নিখোঁজ তিন এজেন্ট ৷

জানা গিয়েছে, 72 নং বুথে পুনরায় এজেন্ট বসানো গেছে ৷ বাকি বুথগুলিতে এখনও এজেন্ট বসানো যায়নি ৷ সংযুক্ত মোর্চার তরফে থানায় অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে৷

Last Updated : Apr 17, 2021, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.