হাসনাবাদ (উত্তর 24 পরগনা), 3 এপ্রিল : পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর 24 পরগণার হাসনাবাদ। বাইক ভাঙচুর ও এক মহিলাকে নিগৃহীত করার অভিযোগও উঠেছে । সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের ছ'জন। এদের মধ্যে নুরুজ্জামান গাজি, গোলাম রহমান গাজি, সাইফুল ঢালি ও খায়রুল আকুল্লা নামে চার বিজেপি কর্মীর আঘাত গুরুতর। তাঁদের ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, পতাকা টাঙানোর অজুহাতে পরিকল্পনা করে তাঁদের উপর হামলা চালানো হয়েছে । লাঠি, লোহার রড এমনকি বন্দুকের বাট দিয়েও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা । বাদ যাননি মহিলারাও । যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলা ও মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল । দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাসনাবাদ থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শনিবার দুপুরে হাসনাবাদের ভবানীপুর 2 নম্বর ব্লকের ঘোষালহাটি গ্রামের একপ্রান্তে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই সময় তৃণমূলের স্থানীয় কর্মীরা গ্রামের অন্যদিকে পতাকা লাগাচ্ছিল । সেই সময় একটি বিদ্যুতের পোস্টে দলীয় পতাকা টাঙানোর সময় প্রথমে বচসা শুরু হয় দু'পক্ষের মধ্যে । বচসা চলাকালীনই একপক্ষ অন্যপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। মুহূর্তে তা সংঘর্ষের আকার নেয়। সংঘর্ষের সময় বাইক ভাঙচুর, মহিলাদের মারধর এবং নিগ্রহ করার অভিযোগও উঠেছে। তুমুল সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাঁশ, লাঠি ও লোহার রডের আঘাতে আহত হন উভয়পক্ষের মোট ছ’জন। এর মধ্যে চার বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতুড়ির আঘাতে খায়রুল আকুল্লা নামে এক কর্মীর পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি । গন্ডগোলের খবর পেয়ে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয়। তবে, এলাকায় পরিবেশ এখনও থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল চলছে গ্রামে।
আরও পড়ুন : তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপার অভিযোগে পথ অবরোধ
এবিষয়ে নিগৃহীত এক মহিলা বিজেপি কর্মী অভিযোগ করেন, তৃণমূলের লোকজন তাঁর স্বামীর বাইক ভাঙচুর করছিল। তা দেখে বারণ করতেই তাঁকে চড়, লাথি ও ঘুষি মারতে শুরু করে। তারপরেই তিনি অচৈতন্য হয়ে পড়ে যান । তৃণমূলের লোকজন তাঁর স্বামীকেও মারধর করেছে বলে অভিযোগ করেন ওই মহিলা । হাতুড়ি দিয়ে মেরে তাঁর স্বামীর পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কয়েকজনকে চিনতে পারলেও, সবাইকে চেনা সম্ভব হয়নি। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন আক্রান্ত মহিলা ৷ যদিও হামলা কিংবা মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে শাসকশিবির।
অন্যদিকে, দলীয় ফ্লেক্স ছেড়ার প্রতিবাদ করায় দুই তৃণমূল কর্মীকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাড়োয়ার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের বটতলা এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।