ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন পার্নো - বিধানসভা ভোট 2021

বিজেপি হোক কিংবা তৃণমূল, দুই ফুলেই এবার তারকার ছড়াছড়ি । বরানগরে এবার বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পার্নো মিত্রকে । সোমবার সকালে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করলেন তিনি।

মনোনয়ন জমা দিলেন পার্নো
মনোনয়ন জমা দিলেন পার্নো
author img

By

Published : Mar 29, 2021, 4:53 PM IST

ব্যারাকপুর, 29 মার্চ : রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন । এখনও বাকি আরও সাত দফা । এরই মাঝে সোমবার হোলির দিন কালো শাড়ি পরে এক অভিনেত্রীকে দেখা গেল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ৷ মনোনয়নপত্র জমা দিলেন বরানগরের বিজেপি তারকা প্রার্থী, অভিনেত্রী পার্নো মিত্র ।

গরম বাড়ছে, তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ । জোর কদমে চলছে নির্বাচনী প্রচার । 2021-এর বিধানসভা নির্বাচন, অন্যবারের নির্বাচনের থেকে অনেকটাই আলাদা । এতদিন রাজনৈতিক নেতা-নেত্রীরা রাজনীতির ময়দানে দাপিয়ে বেরিয়েছেন । এবার নেতাদের পাশাপাশি ময়দান দাপাচ্ছেন তারকারাও ৷ বিজেপি হোক কিংবা তৃণমূল, দুই ফুলেই এবার তারকার ছড়াছড়ি । বরানগরে এবার বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পার্নো মিত্রকে । 2019 সালে পার্নো বিজেপিতে যোগ দেন । তবে অন্যান্যদের মত খুব বেশি মাঠে ময়দানে নেমে রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায়নি পার্নোকে । তাই নির্বাচনে টিকিট পেয়ে খানিকটা চমকেই যান পার্নো ।

আরও পড়ুন : হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের

কিন্তু নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন নায়িকা । প্রতিপক্ষ যতই কঠিন হোক এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ অভিনেত্রী । সোমবার সকালে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন পেশ করলেন পার্নো মিত্র । কালো শাড়ি পরে নিজের দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি।

ব্যারাকপুর, 29 মার্চ : রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন । এখনও বাকি আরও সাত দফা । এরই মাঝে সোমবার হোলির দিন কালো শাড়ি পরে এক অভিনেত্রীকে দেখা গেল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ৷ মনোনয়নপত্র জমা দিলেন বরানগরের বিজেপি তারকা প্রার্থী, অভিনেত্রী পার্নো মিত্র ।

গরম বাড়ছে, তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ । জোর কদমে চলছে নির্বাচনী প্রচার । 2021-এর বিধানসভা নির্বাচন, অন্যবারের নির্বাচনের থেকে অনেকটাই আলাদা । এতদিন রাজনৈতিক নেতা-নেত্রীরা রাজনীতির ময়দানে দাপিয়ে বেরিয়েছেন । এবার নেতাদের পাশাপাশি ময়দান দাপাচ্ছেন তারকারাও ৷ বিজেপি হোক কিংবা তৃণমূল, দুই ফুলেই এবার তারকার ছড়াছড়ি । বরানগরে এবার বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পার্নো মিত্রকে । 2019 সালে পার্নো বিজেপিতে যোগ দেন । তবে অন্যান্যদের মত খুব বেশি মাঠে ময়দানে নেমে রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায়নি পার্নোকে । তাই নির্বাচনে টিকিট পেয়ে খানিকটা চমকেই যান পার্নো ।

আরও পড়ুন : হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের

কিন্তু নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন নায়িকা । প্রতিপক্ষ যতই কঠিন হোক এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ অভিনেত্রী । সোমবার সকালে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন পেশ করলেন পার্নো মিত্র । কালো শাড়ি পরে নিজের দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.