ETV Bharat / state

ভাটপাড়ায় বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টা , অভিযুক্ত তৃণমূল - bhatpara

ভাটপাড়ায় এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ ৷ যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ভাটপাড়ায় বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টা , অভিযুক্ত তৃণমূল
ভাটপাড়ায় বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টা , অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Apr 9, 2021, 1:53 PM IST

ভাটপাড়া , 9 এপ্রিল : বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে জগদ্দল বিধানসভার ভাটপাড়া থানার অন্তর্গত মাদরাল নেতাজী যুবসংঘ ক্লাবের কাছে এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মীর ৷ তিনি বলেন, "কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম ৷ বাড়ি ফিরে দেখি দোকানের সামনে সিমেন্টের বসার স্ল্যাব ভাঙা এবং দোকানের শাটারের বাইরে কেরোসিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এরপর লোকজন চলে আসায় তারা পালিয়ে যায় ৷ বিজেপি করি বলে লোকসভা নির্বাচনের সময়ও আমার বাড়ি ভাঙচুর করেছিল ৷"

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ ৷

ভাটপাড়ায় বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টা , অভিযুক্ত তৃণমূল

ঘটনাস্থলে এসে জগদ্দল বিধানসভার বিজেপির প্রার্থী অরিন্দম ভট্টাচার্য প্রশাসনকেই দায়ী করেন এই ঘটনার জন্য ৷ তিনি বলেন, ‘‘এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল । বিভিন্ন জায়গায় এ ধরনের অশান্তির চেষ্টা চালাচ্ছে তারা । মানুষের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে ।’’

যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ভাটপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

ভাটপাড়া , 9 এপ্রিল : বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে জগদ্দল বিধানসভার ভাটপাড়া থানার অন্তর্গত মাদরাল নেতাজী যুবসংঘ ক্লাবের কাছে এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মীর ৷ তিনি বলেন, "কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম ৷ বাড়ি ফিরে দেখি দোকানের সামনে সিমেন্টের বসার স্ল্যাব ভাঙা এবং দোকানের শাটারের বাইরে কেরোসিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এরপর লোকজন চলে আসায় তারা পালিয়ে যায় ৷ বিজেপি করি বলে লোকসভা নির্বাচনের সময়ও আমার বাড়ি ভাঙচুর করেছিল ৷"

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ ৷

ভাটপাড়ায় বিজেপি কর্মীর দোকানে আগুন লাগানোর চেষ্টা , অভিযুক্ত তৃণমূল

ঘটনাস্থলে এসে জগদ্দল বিধানসভার বিজেপির প্রার্থী অরিন্দম ভট্টাচার্য প্রশাসনকেই দায়ী করেন এই ঘটনার জন্য ৷ তিনি বলেন, ‘‘এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল । বিভিন্ন জায়গায় এ ধরনের অশান্তির চেষ্টা চালাচ্ছে তারা । মানুষের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে ।’’

যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ভাটপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.