বসিরহাট (উত্তর 24 পরগনা), 19 এপ্রিল : মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতা ও কর্মীরা । সোমবার সকালে বসিরহাটের মাটিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা । তুমুল বিক্ষোভে এদিন উত্তাল হয়ে উঠে থানা চত্বর । প্রায় একঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর 24 পরগণার বসিরহাট । কখনও উঠেছে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ । আবার কখনও সন্ত্রাসের ঘটনায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের । যদিও বিজেপির অভিযোগ, ভোটের আগে থেকেই বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল । শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হচ্ছেন দলের কর্মী সমর্থকরা । অথচ, পুলিশ প্রশাসন একপেশে ভূমিকা পালন করছেন । বেছে বেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় নেতৃত্ব ।
পুলিশ প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে আজ সকালে বিজেপির কর্মী-সমর্থকরা মাটিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । স্লোগান ওঠে পুলিশের একপেশে ভূমিকারও । বিক্ষোভকারীদের ঠেকাতে থানার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় । যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় । প্রায় একঘণ্টা পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
আরও পড়ুন : মালদার বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
এদিকে, পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে মাটিয়া থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । সেক্ষেত্রে রাজনৈতিক রঙের কোনও ব্যাপার নেই । তাই পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি মাটি থানার আধিকারিকদের ৷