ETV Bharat / state

সন্দেশখালির রাজাকে কীভাবে সাজা দিতে হয় দেখিয়ে দেবে বিজেপি, হুঁশিয়ারি সুকান্তর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 3:55 PM IST

Updated : Jan 11, 2024, 5:11 PM IST

Sukanta Majumdar: বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি ৷ সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি ৷ এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়ায় ৷ রাস্তায় বসে বিক্ষোভ দেখার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখান থেকে তিনি হুঁশিয়ারি দেন, সন্দেশখালির রাজাকে কিভাবে সাজা দিতে হয় দেখিয়ে দেবে বিজেপি ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
বিজেপির কর্মসূচিকে ঘিরে তুলকালাম ন্যাজাটে

ন্য়াজাট (উত্তর 24 পরগনা), 11 জানুয়ারি: বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট ৷ এ দিন সেখানে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ৷ পুলিশি বাধা পেয়ে ন্যাজাটে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরে বিজেপির পাঁচ সদস্য়ের প্রতিনিধি দল গিয়ে ন্যাজাট থানায় ডেপুটেশন জমা দেন ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

সেই কর্মসূচি থেকে শেখ শাহজাহান, তৃণমূল কংগ্রেসকে হুঁশায়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর কথায়, এবার সন্দেশখালির রাজা খাবে খাজা । আর এই রাজাকে আগামিদিনে সাজা কীভাবে দিতে হয় বিজেপি দেখিয়ে দেবে । পুলিশের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, চোরকে ধরতে পারে না মাস্টারমশাইকে আটকাতে এসেছে ।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে সংবাদ শিরোনামে রয়েছে ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া গ্রাম ৷ উত্তর 24 পরগনার সন্দেশখালির ওই গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সেদিন আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ পাশাপাশি শেখ শাহজাহান নামে যে তৃণমূল নেতার বাড়িতে সেদিন তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি, সেই নেতাকেও এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

এরই প্রতিবাদে বৃহস্পতিবার ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি ৷ রাজ্যের প্রধান বিরোধী দলের বসিরহাট সাংগঠনিক জেলার তরফে এই কর্মসূচি করা হয় ৷ তবে কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সকাল থেকেই ওই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা হাজির হন ৷ পরিস্থিতি উত্তপ্ত হতে পারে অনুমান করে আগে থেকেই থানা চত্বরে অতিরিক্ত পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয় ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

সুকান্ত মজুমদার-সহ বিজেপির নেতা-কর্মীরা যখন সেখানে পৌঁছান, তখন পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকায় বলে অভিযোগ ৷ বিজেপির তরফে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করা হয় ৷ পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার ৷ বিজেপি কর্মী-সমর্থকরা সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

সুকান্ত মজুমদার এ দিন বলেন, "যখন মাস্টারমশাই ছিলাম, তখন বেয়াদব ছাত্রদেরকে কিভাবে সোজা করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি । যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না । আমি এসপি কে বলতে চাই দম থাকে তো সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে দেখান । পাঁচ দিন হল ঘটনা ঘটে গিয়েছে ৷ কিন্তু আজ আমরা আসব বলে 144 ধারা জারি করা হল ।’’

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘‘আপনারা পারছেন না সেখ শাহজাহানকে গ্রেফতার করতে ৷ কেন্দ্রীয় সরকার ও আধা সামরিক বাহিনীকে দায়িত্ব দিন, গর্ত থেকে টুঁটি চেপে শেখ শাজাহানকে বের করে আনবেন ।" তাঁর আরও হুঁশিয়ারি, এই রাজার বাজা কিভাবে বাজাতে হয়, বিজেপির সরকার এই রাজ্যে এলে তা দেখিয়ে দেবে । তাঁর আরও দাবি, তাঁর বিরুদ্ধে কেউ কোনও দুর্নীতির অভিযোগ করতে পারবে না ৷

পরে পুলিশের তরফে জানানো হয়, বিজেপির পাঁচজনের প্রতিনিধি দল ন্যাজাট থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন ৷ সেই মতো পাঁচজন গিয়ে ডেপুটেশন জমা নেন ৷ বিজেপির দাবি, আইসি পদমর্যাদার এক অফিসার এই ডেপুটেশন জমা নিয়েছেন ৷ সুপার পদমর্যাদার কেউ থাকলে ভালো হত ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  2. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  3. ইডির উপর হামলা নিয়ে ছেড়ে কথা বলবে না বিজেপি, গঙ্গাসাগর থেকে হুঁশিয়ারি সুকান্তর

বিজেপির কর্মসূচিকে ঘিরে তুলকালাম ন্যাজাটে

ন্য়াজাট (উত্তর 24 পরগনা), 11 জানুয়ারি: বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট ৷ এ দিন সেখানে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ৷ পুলিশি বাধা পেয়ে ন্যাজাটে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরে বিজেপির পাঁচ সদস্য়ের প্রতিনিধি দল গিয়ে ন্যাজাট থানায় ডেপুটেশন জমা দেন ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

সেই কর্মসূচি থেকে শেখ শাহজাহান, তৃণমূল কংগ্রেসকে হুঁশায়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর কথায়, এবার সন্দেশখালির রাজা খাবে খাজা । আর এই রাজাকে আগামিদিনে সাজা কীভাবে দিতে হয় বিজেপি দেখিয়ে দেবে । পুলিশের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, চোরকে ধরতে পারে না মাস্টারমশাইকে আটকাতে এসেছে ।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে সংবাদ শিরোনামে রয়েছে ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া গ্রাম ৷ উত্তর 24 পরগনার সন্দেশখালির ওই গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সেদিন আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ পাশাপাশি শেখ শাহজাহান নামে যে তৃণমূল নেতার বাড়িতে সেদিন তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি, সেই নেতাকেও এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

এরই প্রতিবাদে বৃহস্পতিবার ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি ৷ রাজ্যের প্রধান বিরোধী দলের বসিরহাট সাংগঠনিক জেলার তরফে এই কর্মসূচি করা হয় ৷ তবে কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সকাল থেকেই ওই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা হাজির হন ৷ পরিস্থিতি উত্তপ্ত হতে পারে অনুমান করে আগে থেকেই থানা চত্বরে অতিরিক্ত পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয় ৷

BJP
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার ন্যাজাট

সুকান্ত মজুমদার-সহ বিজেপির নেতা-কর্মীরা যখন সেখানে পৌঁছান, তখন পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকায় বলে অভিযোগ ৷ বিজেপির তরফে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করা হয় ৷ পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার ৷ বিজেপি কর্মী-সমর্থকরা সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

সুকান্ত মজুমদার এ দিন বলেন, "যখন মাস্টারমশাই ছিলাম, তখন বেয়াদব ছাত্রদেরকে কিভাবে সোজা করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি । যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না । আমি এসপি কে বলতে চাই দম থাকে তো সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে দেখান । পাঁচ দিন হল ঘটনা ঘটে গিয়েছে ৷ কিন্তু আজ আমরা আসব বলে 144 ধারা জারি করা হল ।’’

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘‘আপনারা পারছেন না সেখ শাহজাহানকে গ্রেফতার করতে ৷ কেন্দ্রীয় সরকার ও আধা সামরিক বাহিনীকে দায়িত্ব দিন, গর্ত থেকে টুঁটি চেপে শেখ শাজাহানকে বের করে আনবেন ।" তাঁর আরও হুঁশিয়ারি, এই রাজার বাজা কিভাবে বাজাতে হয়, বিজেপির সরকার এই রাজ্যে এলে তা দেখিয়ে দেবে । তাঁর আরও দাবি, তাঁর বিরুদ্ধে কেউ কোনও দুর্নীতির অভিযোগ করতে পারবে না ৷

পরে পুলিশের তরফে জানানো হয়, বিজেপির পাঁচজনের প্রতিনিধি দল ন্যাজাট থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন ৷ সেই মতো পাঁচজন গিয়ে ডেপুটেশন জমা নেন ৷ বিজেপির দাবি, আইসি পদমর্যাদার এক অফিসার এই ডেপুটেশন জমা নিয়েছেন ৷ সুপার পদমর্যাদার কেউ থাকলে ভালো হত ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  2. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  3. ইডির উপর হামলা নিয়ে ছেড়ে কথা বলবে না বিজেপি, গঙ্গাসাগর থেকে হুঁশিয়ারি সুকান্তর
Last Updated : Jan 11, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.