ETV Bharat / state

দরিদ্রদের সবজি বিলি বসিরহাট ট্র্যাফিক পুলিশের - basirhat traffic police

লকডাউনে জমায়েত আটকাতে হাতে লাঠি নিয়ে রাস্তায় বসে থাকা পুলিশই পথচলতি মানুষের হাতে তুলে দিল বাঁধাকপি, আলু,পটল ও উচ্ছে-সহ নানারকম সবজি ।

দরিদ্রদের সবজি বিলি বসিরহাট ট্র্যাফিক পুলিশের
দরিদ্রদের সবজি বিলি বসিরহাট ট্র্যাফিক পুলিশের
author img

By

Published : Apr 4, 2020, 12:08 AM IST

বসিরহাট, 3 এপ্রিল: চাল, ডালের ব্যবস্থা হয়েছে । কিন্তু ঘরে সবজি নেই । সেই সমস্যা মেটাতে এগিয়ে এল পুলিশ । আজ বসিরহাট পুলিশ জেলার ট্র্যাফিক পুলিশের উদ্যোগে পথচলতি দরিদ্রদের হাতে তুলে দেওয়া হল সবজি । সকাল থেকেই টাকি ও ইটিন্ডা রোডের পথচলতি দরিদ্র মানুষ, ভ্যান ও রিকশাচালকদের হাতে সবজির প্যাকেট তুলে দেওয়া হয় ।

লকডাউনে জমায়েত আটকাতে হাতে লাঠি নিয়ে রাস্তায় বসে থাকা পুলিশই পথচলতি মানুষের হাতে তুলে দিল বাঁধাকপি, আলু, পটল ও উচ্ছে-সহ নানারকম সবজি । পাশাপাশি চাল-ডাল ও সরষের তেলের প্যাকেটও দেওয়া হয় । প্রায় 300 জন পথচলতি মানুষের হাতে সবজি তুলে দেওয়া হয়েছে । এছাড়াও ঘোজাডাঙা সীমান্তে আটকে পড়া ট্রাকচালক ও খালাসিদের জন্য দুই কুইন্টাল চালও তুলে দেওয়া হয় বসিরহাট পুলিশ জেলার ট্র্যাফিক পুলিশের তরফে । বসিরহাট ট্র্যাফিকের DSP আনন্দজ্যোতি হোড়, OC ট্র্যাফিক বিপ্লব দে ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চাল ও সবজি তুলে দেওয়া হয় । যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে পুলিশ ।

লকডাউনে বহু মানুষ রোজগার হারিয়েছেন । কাজ হারিয়ে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতেই ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগ । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের আমজনতা ।

বসিরহাট, 3 এপ্রিল: চাল, ডালের ব্যবস্থা হয়েছে । কিন্তু ঘরে সবজি নেই । সেই সমস্যা মেটাতে এগিয়ে এল পুলিশ । আজ বসিরহাট পুলিশ জেলার ট্র্যাফিক পুলিশের উদ্যোগে পথচলতি দরিদ্রদের হাতে তুলে দেওয়া হল সবজি । সকাল থেকেই টাকি ও ইটিন্ডা রোডের পথচলতি দরিদ্র মানুষ, ভ্যান ও রিকশাচালকদের হাতে সবজির প্যাকেট তুলে দেওয়া হয় ।

লকডাউনে জমায়েত আটকাতে হাতে লাঠি নিয়ে রাস্তায় বসে থাকা পুলিশই পথচলতি মানুষের হাতে তুলে দিল বাঁধাকপি, আলু, পটল ও উচ্ছে-সহ নানারকম সবজি । পাশাপাশি চাল-ডাল ও সরষের তেলের প্যাকেটও দেওয়া হয় । প্রায় 300 জন পথচলতি মানুষের হাতে সবজি তুলে দেওয়া হয়েছে । এছাড়াও ঘোজাডাঙা সীমান্তে আটকে পড়া ট্রাকচালক ও খালাসিদের জন্য দুই কুইন্টাল চালও তুলে দেওয়া হয় বসিরহাট পুলিশ জেলার ট্র্যাফিক পুলিশের তরফে । বসিরহাট ট্র্যাফিকের DSP আনন্দজ্যোতি হোড়, OC ট্র্যাফিক বিপ্লব দে ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চাল ও সবজি তুলে দেওয়া হয় । যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে পুলিশ ।

লকডাউনে বহু মানুষ রোজগার হারিয়েছেন । কাজ হারিয়ে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতেই ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগ । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের আমজনতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.