ETV Bharat / state

অর্জুন সিংয়ের জামিন মঞ্জুর ব্যারাকপুর আদালতের - BJP Leader Arjun Singh

ফিডার রোডে দলীয় কার্যালয়কে কেন্দ্র করে সংঘর্ষে মাথা ফাটে অর্জুন সিংয়ের । অভিযোগ ওঠে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বন্দুকের বাঁটে মাথা ফেটেছে তাঁর । এর পরিপ্রেক্ষিতে অর্জুন সিংয়ের বিরুদ্ধে মামলা করে পুলিশ । সেই মামলায় আজ জামিন পেলেন তিনি ।

অর্জুন সিং
author img

By

Published : Sep 17, 2019, 9:34 PM IST

ব্যারাকপুর, 17 সেপ্টেম্বর : পুলিশের করা মামলায় জামিন পেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । আজ ব্যারাকপুর আদালতে এই জামিন মঞ্জুর হয় ।

চলতি মাসের 1 তারিখে শ্যামনগরের ফিডার রোডে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় । ঘটনাস্থানে পৌঁছায় ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । তখনই তাঁর উপর চড়াও হয় কয়েকজন । অভিযোগ, সে দিন ভাঙচুর করা হয় তাঁর গাড়ি । এই ঘটনার প্রতিবাদে ওই দিনই দুপুর থেকে ব্যারাকপুর লোকসভা জুড়ে BJP কর্মী ও সমর্থকরা বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ শুরু করে । সামিল হন অর্জুন সিং, তাঁর ছেলে ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং ও অন্যান্য কর্মী সমর্থকরা । সেই অবরোধ পুলিশ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ।

এই ঘটনায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে । এরপরই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । মুহূর্তে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে । চালায় গুলি । সেখানে অর্জুন সিং গেলে তাঁর মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । সে দিন বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয় অর্জুনের বিরুদ্ধে । আজ সেই মামলায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান সৌরভ সিং, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুনীল সিং ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং-সহ প্রত্যেককে ব্যক্তিগত 1500 টাকার বন্ডে ব্যারাকপুর ACJM জামিন দেয় ।

জামিন পাওয়ার পর অর্জুন সিং বলেন, " যেখানে আমার গাড়ি ভাঙচুর করা হল । মাথা ফাটল আমার । আর আমার বিরুদ্ধেই মামলা করল পুলিশ । কাউকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ । ফলে বোঝাই যাচ্ছে এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই । এ রাজ্যে পুলিশের রাজত্ব চলছে ।"

ব্যারাকপুর, 17 সেপ্টেম্বর : পুলিশের করা মামলায় জামিন পেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । আজ ব্যারাকপুর আদালতে এই জামিন মঞ্জুর হয় ।

চলতি মাসের 1 তারিখে শ্যামনগরের ফিডার রোডে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় । ঘটনাস্থানে পৌঁছায় ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । তখনই তাঁর উপর চড়াও হয় কয়েকজন । অভিযোগ, সে দিন ভাঙচুর করা হয় তাঁর গাড়ি । এই ঘটনার প্রতিবাদে ওই দিনই দুপুর থেকে ব্যারাকপুর লোকসভা জুড়ে BJP কর্মী ও সমর্থকরা বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ শুরু করে । সামিল হন অর্জুন সিং, তাঁর ছেলে ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং ও অন্যান্য কর্মী সমর্থকরা । সেই অবরোধ পুলিশ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ।

এই ঘটনায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে । এরপরই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । মুহূর্তে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে । চালায় গুলি । সেখানে অর্জুন সিং গেলে তাঁর মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । সে দিন বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয় অর্জুনের বিরুদ্ধে । আজ সেই মামলায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান সৌরভ সিং, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুনীল সিং ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং-সহ প্রত্যেককে ব্যক্তিগত 1500 টাকার বন্ডে ব্যারাকপুর ACJM জামিন দেয় ।

জামিন পাওয়ার পর অর্জুন সিং বলেন, " যেখানে আমার গাড়ি ভাঙচুর করা হল । মাথা ফাটল আমার । আর আমার বিরুদ্ধেই মামলা করল পুলিশ । কাউকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ । ফলে বোঝাই যাচ্ছে এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই । এ রাজ্যে পুলিশের রাজত্ব চলছে ।"

Intro:ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের করা মামলায় জামিন পেলেন তিনি। ব্যারাকপুর আদালতে এই জামিন মঞ্জুর হয়। Body:চলতি মাসের 1 তারিখে শ্যামনগর বাসুদেবপুর রোড এর উপর একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি ঘটনা দেখে দাঁড়িয়ে পড়তেই তার গাড়ির ওপর চড়াও হয় বেশ কয়েকজন।সেখানেই অর্জুন সিং এর গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ওইদিনই দুপুর থেকে ব্যারাকপুর লোকসভা জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ শুরু করে। সেই প্রতিবাদ অবরোধের অঙ্গ হিসেবে সাংসদ অর্জুন সিং এর বাড়ির কাছেই ঘোষপাড়া রোড এর উপর সার্কাস মোড়ে পথ অবরোধে সামিল হয় অর্জুন সিং পুত্র তথা ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং ও অন্যান্য কর্মী সমর্থকরা। সেই অবরোধ পুলিশ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়।পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। এরপর পুলিশ কে লক্ষ্য করে শুরু হয় ইঁটবৃষ্টি। মূহুর্তে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং গুলি চালায়। এই ঘটনার খবর শুনে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং সেখানে যেতেই কোনভাবে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদের অভিযোগ ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে বন্দুক এর বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌর প্রধান সৌরভ সিং, ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং এবং নোয়াপাড়া বিজেপি বিধায়ক সুনিল সিং সহ আরও 11 জনের নামে স্বতপ্রণোদিত মামলা করে জগদ্দল থানার পুলিশ। বেশ কয়েকটি ধারায় এই মামলা রুজু করা হয়। সেই মামলায় আজ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান সৌরভ সিং, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুনীল সিং, ভাটপাড়া বিধায়ক পবন সিং সহ প্রত্যেককে ব্যক্তিগত 1500 টাকা বন্ডে ব্যারাকপুর এসিজেএম জামিন দেয়। এছাড়াও স্বর্তস্বরূপ এই ঘটনার তদন্তকারী অফিসার কে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করার কথাও বলা হয়েছে। এদিকে জামিন পাওয়ার পর ব্যারাকপুর সংসদ অর্জুন সিং বলেন যেখানে আমার গাড়ি ভাঙচুর করা হলো আমার মাথা ফাটানো হলো সেখানে আমার বিরুদ্ধে মামলা করলো পুলিশ। যাকে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ। ফলে বোঝাই যাচ্ছে এরাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। এরাজ্যে পুলিশের রাজত্ব চলছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.