ETV Bharat / state

আমফানে তছনছ বারাসতের বিস্তীর্ণ এলাকা

আমফানের জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত বারাসত 2 নম্বর ব্লকের শাসন, চক আমিনপুর, ফলতি, খড়িবাড়ি, দাদপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 11:47 PM IST

বারাসত, 20 মে : আমফানের দাপটে তছনছ বারাসত ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় ভেঙে কাঁচা বাড়ি । রাস্তায় উপড়ে পড়েছে ছোটো-বড় গাছ । কোথাও লাইটপোস্ট উপড়ে পড়েছে রাস্তায়। তবে, এখনও অবধি কোনও প্রাণহানির কোনও খবর মেলেনি। বিকেল থেকেই বিদ্যুৎহীন বহু এলাকা। ব্লক প্রশাসনের তরফে জানা গেছে, সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বারাসত 2 নম্বর ব্লকের শাসন, চক আমিনপুর, ফলতি, খড়িবাড়ি, দাদপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।

আমফানের সবচেয়ে বেশি প্রভাব পড়বে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে । আগেই সতর্কবাণী শুনিয়েছিল আবহাওয়া অফিস। দুপুরের পরই ধ্বংসলীলা শুরু করে আমফান । সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হাওয়ার গতি । আর তার জেরেই জেলার নানা জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারাসত 2 নম্বর ব্লকের নানা জায়গা থেকে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে ।এলাকার বহু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। কোথাও আবার হাওয়ার গতিতে গাছ ভেঙে কাঁচা বাড়ির ওপর এসে পড়েছে। এমনই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাকের সঙ্গে। তাঁর কাঁচা বাড়ির উপর, একটি বড় গাছ ভেঙে পড়েছে । আগে থেকেই পাশের বাড়ি গিয়ে পরিবার নিয়ে ছিলেন। তাই বরাত জোরে প্রাণে বেঁচেছেন। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে । উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছোটো-বড় গাছও। তবে, কাঁচা বাড়িতে বসবাসকারী অনেক বাসিন্দাকে আগেই প্রশাসনের তরফে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এবিষয়ে বারাসত 2 নম্বর ব্লকের BDO অর্ক মুখোপাধ্যায় বলেন, "ব্লকের নানা জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমফানের দাপট কমলেই বোঝা যাবে। এখনও অবধি ব্লকের কোথাও প্রাণহানির খবর মেলেনি। যাঁদের বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁদের প্রশাসনের তরফে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে ।"

ঘূর্ণিঝড়ের দাপটে বারাসত 1 নম্বর ব্লকের কদম্বগাছি,কোটরা সহ বেশকিছু এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । কোথাও গাছ উপড়ে রাস্তায় পড়েছে। কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি । ফলে বিস্তীর্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বারাসত-ব্যারাকপুর রোডেও গাছ উপড়ে রাস্তায় পড়েছে । বৃষ্টি কমলেও এখনও সমানে চলেছে দমকা হাওয়া। ফলে,এখনও কাটনি বিপর্যয়ের আশঙ্কা।

বারাসত, 20 মে : আমফানের দাপটে তছনছ বারাসত ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় ভেঙে কাঁচা বাড়ি । রাস্তায় উপড়ে পড়েছে ছোটো-বড় গাছ । কোথাও লাইটপোস্ট উপড়ে পড়েছে রাস্তায়। তবে, এখনও অবধি কোনও প্রাণহানির কোনও খবর মেলেনি। বিকেল থেকেই বিদ্যুৎহীন বহু এলাকা। ব্লক প্রশাসনের তরফে জানা গেছে, সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বারাসত 2 নম্বর ব্লকের শাসন, চক আমিনপুর, ফলতি, খড়িবাড়ি, দাদপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।

আমফানের সবচেয়ে বেশি প্রভাব পড়বে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে । আগেই সতর্কবাণী শুনিয়েছিল আবহাওয়া অফিস। দুপুরের পরই ধ্বংসলীলা শুরু করে আমফান । সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হাওয়ার গতি । আর তার জেরেই জেলার নানা জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারাসত 2 নম্বর ব্লকের নানা জায়গা থেকে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে ।এলাকার বহু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। কোথাও আবার হাওয়ার গতিতে গাছ ভেঙে কাঁচা বাড়ির ওপর এসে পড়েছে। এমনই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাকের সঙ্গে। তাঁর কাঁচা বাড়ির উপর, একটি বড় গাছ ভেঙে পড়েছে । আগে থেকেই পাশের বাড়ি গিয়ে পরিবার নিয়ে ছিলেন। তাই বরাত জোরে প্রাণে বেঁচেছেন। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে । উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছোটো-বড় গাছও। তবে, কাঁচা বাড়িতে বসবাসকারী অনেক বাসিন্দাকে আগেই প্রশাসনের তরফে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এবিষয়ে বারাসত 2 নম্বর ব্লকের BDO অর্ক মুখোপাধ্যায় বলেন, "ব্লকের নানা জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমফানের দাপট কমলেই বোঝা যাবে। এখনও অবধি ব্লকের কোথাও প্রাণহানির খবর মেলেনি। যাঁদের বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁদের প্রশাসনের তরফে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে ।"

ঘূর্ণিঝড়ের দাপটে বারাসত 1 নম্বর ব্লকের কদম্বগাছি,কোটরা সহ বেশকিছু এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । কোথাও গাছ উপড়ে রাস্তায় পড়েছে। কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি । ফলে বিস্তীর্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বারাসত-ব্যারাকপুর রোডেও গাছ উপড়ে রাস্তায় পড়েছে । বৃষ্টি কমলেও এখনও সমানে চলেছে দমকা হাওয়া। ফলে,এখনও কাটনি বিপর্যয়ের আশঙ্কা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.