ETV Bharat / state

Raj Chakraborty : ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠকে হামলা, আটক 6 - রাজ চক্রবর্তী

ব্যারাকপুর স্টেশন সংলগ্ন একটি মন্দিরে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্য়া চলছে ৷ সেই সমস্যা মেটাবার জন্য আজ এলাকার বিধায়ক রাজ চক্রবর্তী মধ্যস্থতা করতে যান ৷

Raj Chakraborty
Raj Chakraborty
author img

By

Published : Aug 29, 2021, 8:43 PM IST

Updated : Aug 29, 2021, 8:53 PM IST

ব্যারাকপুর, 29 অগস্ট : ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠকে হামলার অভিযোগ ৷ আজ ব্যারাকপুরে স্টেশন সংলগ্ন একটি মন্দিরের সমস্যা সমাধানের জন্য বৈঠক করেন বিধায়ক ৷ অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎই 30 জনের মতো দুষ্কৃতী এসে হামলা চালায় ৷ যদিও বিধায়কের নিরাপত্তারক্ষীরা তা আটকে দেন ৷ রাজ সুস্থ থাকলেও ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন ৷ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ৷

ব্যারাকপুর স্টেশন সংলগ্ন একটি মন্দিরে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্য়া চলছে ৷ সেই সমস্যা মেটাবার জন্য আজ এলাকার বিধায়ক রাজ চক্রবর্তী মধ্যস্থতা করতে যান ৷ সেখানে রাজ ছাড়াও ছিলেন ব্যারাকপুর পৌর প্রশাসক উত্তম দাস সহ বেশ কিছু তৃণমূল নেতা ও কর্মী ৷ বৈঠকে একটি নতুন কমিটি গঠন করার প্রস্তাব দেন বিধায়ক । অভিযোগ, বৈঠক চলাকালীনই হামলা চালায় বাইরে থেকে আসা কয়েকজন যুবক । সংখ্যায় 30 জনের মতো ৷ হঠাৎ করেই শুরু হয়ে যায় মারামারি, হাতাহাতি ৷ অল্পের জন্য রক্ষা পান বিধায়ক ৷ ব্যারাকপুর স্টেশন লাগোয়া 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে ঘটে এই ঘটনা ।

আরও পড়ুন : Karnal Farmer Death : কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু

হামলার ঘটনা 6 জন তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানানো হয় । বিধায়কের উপর হামলার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ ।

ব্যারাকপুর, 29 অগস্ট : ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠকে হামলার অভিযোগ ৷ আজ ব্যারাকপুরে স্টেশন সংলগ্ন একটি মন্দিরের সমস্যা সমাধানের জন্য বৈঠক করেন বিধায়ক ৷ অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎই 30 জনের মতো দুষ্কৃতী এসে হামলা চালায় ৷ যদিও বিধায়কের নিরাপত্তারক্ষীরা তা আটকে দেন ৷ রাজ সুস্থ থাকলেও ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন ৷ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ৷

ব্যারাকপুর স্টেশন সংলগ্ন একটি মন্দিরে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্য়া চলছে ৷ সেই সমস্যা মেটাবার জন্য আজ এলাকার বিধায়ক রাজ চক্রবর্তী মধ্যস্থতা করতে যান ৷ সেখানে রাজ ছাড়াও ছিলেন ব্যারাকপুর পৌর প্রশাসক উত্তম দাস সহ বেশ কিছু তৃণমূল নেতা ও কর্মী ৷ বৈঠকে একটি নতুন কমিটি গঠন করার প্রস্তাব দেন বিধায়ক । অভিযোগ, বৈঠক চলাকালীনই হামলা চালায় বাইরে থেকে আসা কয়েকজন যুবক । সংখ্যায় 30 জনের মতো ৷ হঠাৎ করেই শুরু হয়ে যায় মারামারি, হাতাহাতি ৷ অল্পের জন্য রক্ষা পান বিধায়ক ৷ ব্যারাকপুর স্টেশন লাগোয়া 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে ঘটে এই ঘটনা ।

আরও পড়ুন : Karnal Farmer Death : কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু

হামলার ঘটনা 6 জন তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানানো হয় । বিধায়কের উপর হামলার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ ।

Last Updated : Aug 29, 2021, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.