ETV Bharat / state

Extortionists Attack : তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর উপর হামলা, আহত 6 - attack on businessman for refusing to pay extortion money at khardaha

তোলা দিতে অস্বীকার করায় খড়দায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ব্যবসায়ী ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয়দের (attack on businessman for refusing to pay extortion money at khardaha)৷

Businessman Attack By Criminal
দুষ্কৃতীদের হামলার শিকার ব্যবসায়ী, আক্রান্ত 6
author img

By

Published : Apr 18, 2022, 10:07 PM IST

খড়দা, 18 এপ্রিল : তোলা না দেওয়ায় দুষ্কৃতীদের হামলা ৷ চাঞ্চল্য উত্তর 24 পরগনার খড়দার পুরনো বাজার এলাকায় ৷ অধরা দুষ্কৃতীরা ৷ প্রতিবাদে এলাকার দোকানপাট বন্ধ স্থানীয় ব্যবসায়ীদের ৷

জানা গিয়েছে, সোমবার পুরনো বাজার এলাকায় দুষ্কৃতীরা প্রথমে ব্যবসায়ীদের থেকে তোলা চায় ৷ অভিযোগ, তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা প্রথমে ব্যবসায়ী ও পরে ক্রেতাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ৷ ঘটনায় গুরুতর আহত 2 সহ আক্রান্ত 6 ৷ গুরুতর আহতরা সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (attack on businessman for refusing to pay extortion money at khardaha)৷

আরও পড়ুন : Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ

ঘটনার পরেই খড়দার 15 নম্বর ওয়ার্ডের পুরনো বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ৷ এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেফতার না হওয়ায় পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা ৷

খড়দা, 18 এপ্রিল : তোলা না দেওয়ায় দুষ্কৃতীদের হামলা ৷ চাঞ্চল্য উত্তর 24 পরগনার খড়দার পুরনো বাজার এলাকায় ৷ অধরা দুষ্কৃতীরা ৷ প্রতিবাদে এলাকার দোকানপাট বন্ধ স্থানীয় ব্যবসায়ীদের ৷

জানা গিয়েছে, সোমবার পুরনো বাজার এলাকায় দুষ্কৃতীরা প্রথমে ব্যবসায়ীদের থেকে তোলা চায় ৷ অভিযোগ, তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা প্রথমে ব্যবসায়ী ও পরে ক্রেতাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ৷ ঘটনায় গুরুতর আহত 2 সহ আক্রান্ত 6 ৷ গুরুতর আহতরা সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (attack on businessman for refusing to pay extortion money at khardaha)৷

আরও পড়ুন : Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ

ঘটনার পরেই খড়দার 15 নম্বর ওয়ার্ডের পুরনো বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ৷ এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেফতার না হওয়ায় পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.