Arjun Singh : দলের গরিমা রক্ষা করাই এখন আমার প্রধান কাজ, বললেন অর্জুন - অর্জুন সিং
তৃণমূলে যোগদানের পর সোমবার সকাল থেকেই সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে অনুগামীদের ভিড় (Arjun Singh joins TMC)। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত এলাকার তৃণমূল নেতা, কাউন্সিলররা সংবর্ধনা জানাতে তাঁর বাড়িতে আসেন ৷ তিনি স্পষ্ট করলেন আগামিদিনে তৃণমূল নিয়ে তাঁর চিন্তা ভাবনা ৷
ব্যারাকপুর, 23 মে : তৃণমূলে ফিরেই অর্জুন সিং-এর ঘোষণা, ঘাসফুলের গরিমা রক্ষা করাই তাঁর প্রধান কাজ (Arjun Singh says his main aim to protect party's reputation) ৷ রবিবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন (Arjun Singh joins TMC) ৷ আর তার পরই সোমবার তিনি স্পষ্ট করলেন আগামিদিনে তৃণমূল নিয়ে তাঁর চিন্তাভাবনা ৷
অর্জুন সিং এদিন বলেন, "আমি এই দলটা আগেও করেছি এবং ভুল বোঝাবুঝিতে ছেড়েছিলাম । আবার ফিরে এসেছি ৷ বিজেপি করার জন্য আমার অনুগামীদের কিছু অংশ যারা দূরে ছিল, তাঁরা সবাই আমার সঙ্গে চলে এসেছে । দলের গরিমা রক্ষা করাই এখন আমার প্রধান কাজ । এলাকায় তোলাবাজি, অসামাজিক কাজ বন্ধ করাই আমার লক্ষ্য । এই এলাকায় যাঁরা তৃণমূলকে সামনে রেখে দল বিরোধী কাজ করেছেন তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই দলের সিদ্ধান্ত । গতকাল আমি দলে যোগ দেওয়ার পরই যাঁরা তৃণমূলের নাম ভাঙিয়ে খাচ্ছিল সেইসব অসামাজিক লোকজন এলাকা ছেড়ে চলে গিয়েছে । আমার সঙ্গে থাকা লোকজন কাউকে আমি ভুলিনি, ভুলব না ৷"
তৃণমূলে যোগদানের পর আজ সকাল থেকেই সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে অনুগামীদের ভিড় । ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত এলাকার তৃণমূল নেতা, কাউন্সিলররা সংবর্ধনা জানাতে তাঁর বাড়িতে আসেন ৷ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন জানান, এতে তিনি আপ্লুত । টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের প্রসঙ্গ উঠলে অর্জুন সিং বলেন, "মণীশ শুক্লা মারা গিয়েছে, সে আগেও আমার ভাই ছিল, আজও আছে । আমি মানুষের পাশে দাঁড়াই ও মানুষের প্রতিনিধিত্ব করি বলেই আজ মানুষ আমাকে তাদের প্রতিনিধি বানায় ।"
আরও পড়ুন : Arjun Singh : আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের
পাটশিল্প প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ বলেন, "শ্রমিকরা চাষিরা আমাকে তাদের প্রতিনিধি বানিয়েছিল বলে পাটশিল্প নিয়ে আমি দিল্লির বিরুদ্ধে আন্দোলন করেছি । এখানে আমার কোনও নিজস্ব স্বার্থ নিয়ে আমি কাজ করিনি । আমি কোনও শ্রমিককে বলিনি যে তোমরা কাজ কোরো না, আন্দোলন করো, বন্ধ করে দাও মিল । সেরকম কোনও কাজ আমি করিনি ।" বিগত নির্বাচনগুলোতে প্রহসনে পরিণত হয়েছিল, সে বিষয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তার জন্য বুথ দখল করা বা ভোটকে প্রহসনে পরিণত করার দরকার হয় না ।"