ETV Bharat / state

Border Arrest: সীমান্তে কোটি টাকার তক্ষক সহ পাকড়াও পাচারকারী - বিএসএফ

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার তক্ষক সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ ৷ যুগল দাস নামে ওই পাচারকারীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

One animal smuggler arrest from India Bangladesh Border Area in Basirhat North 24 Pargana
সীমান্তে বিরল প্রজাতির তক্ষক সহ পাকড়াও 1 পাচারকারী
author img

By

Published : Oct 4, 2021, 10:57 PM IST

বসিরহাট, 4 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তে এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করল বিএসএফ ৷ পাচারের আগেই কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক সহ ওই পাচারকারীকে ধরে ফেলে বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা‌ ৷ সোমবার ভোরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে একটি ব্যাগ হাতে নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন টহলদার জওয়ানরা ৷ সন্দেহ হওয়ায় দাঁড়াতে বলা হয় তাদের ৷ তখনই বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় যুগল দাস নামে এক পাচারকারী ৷

যুগল দাসের ব্যাগে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির বহুমূল্যের তক্ষকটি উদ্ধার হয় ৷ পরে, ওই পাচারকারীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ বিএসএফের তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই তক্ষক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ৷ কিন্তু, তার আগেই সেই পাচারের ছক ভেস্তে যায় ৷ তবে, বাকি পলাতক পাচারকারীদের কাছে আর কোনও তক্ষক বা অন্যকোনও সামগ্রী ছিল কি না, তা জানা যায়নি ৷ বাজেয়াপ্ত হওয়া ওই তক্ষক বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Debra Road Problem : বেহাল রাস্তার বলি বাহাত্তরের বৃদ্ধ, খাটিয়ায় রোগী নিয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ আগেও বসিরহাটের সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচার ও পাচারের চেষ্টা হয়েছে ৷ কখনও সোনার বাট, তো রূপোর গয়না ৷ আবার কখনও ফেনসিডিল কিংবা মাছের চারা ৷ সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত করেছিল বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকা থেকে 1 কোটি 27 লাখ টাকার সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরেছিল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷

সীমান্তে বিরল প্রজাতির তক্ষক সহ পাকড়াও 1 পাচারকারী

আরও পড়ুন : Ghatal Flood :এক গলা জলে দাঁড়িয়ে ত্রিপল চাইছেন ওঁরা, ঘাটালে ত্রাণ বিলির করুণ ছবি

এবার বসিরহাটের ঘোজাডাঙার সীমান্তবর্তী দক্ষিণ পাড়া থেকে কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক সহ এক পাচারকারীকে ধরল বিএসএফ ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত যুগলের বিরুদ্ধে চোরাচালানের একাধিক অভিযোগ রয়েছে ৷ বাংলাদেশ থেকে চোরাপথে বিভিন্ন ধরনের জিনিস এনে এ দেশে পাচার করত সে ৷ আবার কখনও বাংলাদেশেও এপার থেকে মূল্যবান সমগ্রী পাচার করত যুগল ৷

বসিরহাট, 4 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তে এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করল বিএসএফ ৷ পাচারের আগেই কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক সহ ওই পাচারকারীকে ধরে ফেলে বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা‌ ৷ সোমবার ভোরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে একটি ব্যাগ হাতে নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন টহলদার জওয়ানরা ৷ সন্দেহ হওয়ায় দাঁড়াতে বলা হয় তাদের ৷ তখনই বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় যুগল দাস নামে এক পাচারকারী ৷

যুগল দাসের ব্যাগে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির বহুমূল্যের তক্ষকটি উদ্ধার হয় ৷ পরে, ওই পাচারকারীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ বিএসএফের তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই তক্ষক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ৷ কিন্তু, তার আগেই সেই পাচারের ছক ভেস্তে যায় ৷ তবে, বাকি পলাতক পাচারকারীদের কাছে আর কোনও তক্ষক বা অন্যকোনও সামগ্রী ছিল কি না, তা জানা যায়নি ৷ বাজেয়াপ্ত হওয়া ওই তক্ষক বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Debra Road Problem : বেহাল রাস্তার বলি বাহাত্তরের বৃদ্ধ, খাটিয়ায় রোগী নিয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ আগেও বসিরহাটের সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচার ও পাচারের চেষ্টা হয়েছে ৷ কখনও সোনার বাট, তো রূপোর গয়না ৷ আবার কখনও ফেনসিডিল কিংবা মাছের চারা ৷ সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত করেছিল বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকা থেকে 1 কোটি 27 লাখ টাকার সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরেছিল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷

সীমান্তে বিরল প্রজাতির তক্ষক সহ পাকড়াও 1 পাচারকারী

আরও পড়ুন : Ghatal Flood :এক গলা জলে দাঁড়িয়ে ত্রিপল চাইছেন ওঁরা, ঘাটালে ত্রাণ বিলির করুণ ছবি

এবার বসিরহাটের ঘোজাডাঙার সীমান্তবর্তী দক্ষিণ পাড়া থেকে কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক সহ এক পাচারকারীকে ধরল বিএসএফ ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত যুগলের বিরুদ্ধে চোরাচালানের একাধিক অভিযোগ রয়েছে ৷ বাংলাদেশ থেকে চোরাপথে বিভিন্ন ধরনের জিনিস এনে এ দেশে পাচার করত সে ৷ আবার কখনও বাংলাদেশেও এপার থেকে মূল্যবান সমগ্রী পাচার করত যুগল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.